গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার ও সাধারণ সম্পাদক সৌরভ রায় এক বিবৃতিতে এই ঘোষণা দেন।

বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক ছাত্র জোটের গঠনকালে আওয়ামী ফ্যাসিবাদী শাসনবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে 'আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও জনগণের সরকার প্রতিষ্ঠার' রাজনৈতিক ডাককে সামনে রেখে ১৩ দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই জোটে যুক্ত হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং গণতান্ত্রিক ছাত্র জোটের গঠনকালীন রাজনৈতিক কর্মসূচির প্রাসঙ্গিকতার অবসান হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক ছাত্র জোট উপযুক্ত রাজনৈতিক কর্মসূচি হাজির করতে ব্যর্থ হয়েছে এবং নিছক ইস্যুভিত্তিক কর্মসূচি পালনের একটি মঞ্চে পরিণত হয়েছে।

এতে আরও বলা হয়, গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত অধিকাংশ ছাত্র সংগঠন বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে যুক্ত থাকায় সেসব রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়ে থাকে। আওয়ামী ফ্যাসিবাদী শাসন ও তার মদদদাতা ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে বাম গণতান্ত্রিক জোটের ভূমিকা নিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কঠোর সমালোচনা রয়েছে। আমরা মনে করি, সংস্কার নয়- জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে শ্রমিক কৃষক ছাত্র জনতার হাতে ক্ষমতা আনতে গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্রস্তুতি নেওয়াই এখনকার কর্তব্য। গণতান্ত্রিক ছাত্র জোটের বর্তমান রাজনৈতিক অবস্থান এর বিপরীতে।

বিবৃতিতে বলা হয়, এমতাবস্থায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক ছাত্র জোট থেকে নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ল দ শ ছ ত র ফ ড র শন গণত ন ত র ক ছ ত র জ ট র জন ত ক আওয় ম

এছাড়াও পড়ুন:

‘নতুন বাংলাদেশ দিবস’ থেকে সরে এলো সরকার

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা দিয়েও সেখান থেকে সরে এলো অন্তর্বর্তী সরকার। ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রবিবার (২৯ জুন) দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। 

সেখানে তিনি লেখেন, রবিবার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে। তবে ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।

এর আগে গত ২৫ জুন রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস, ৮ আগস্ট নতুন বাংলাদেশ এবং ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস হিসেবে পালন করা হবে। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছি, সেই দেশ গড়ে ঘরে ফিরব: নাহিদ
  • জুলাই গণঅভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে: নাহিদ ইসলাম
  • ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন: প্রধান উপদেষ্টা
  • স্বপ্ন ও স্বপ্নভঙ্গের ঢাকা বিশ্ববিদ্যালয়
  • জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য মঙ্গলবার সারা দেশে বিশেষ দোয়া
  • আ.লীগের কাছে প্রচুর অবৈধ টাকা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়: রিজভী
  • ‘নতুন বাংলাদেশ দিবস’ থেকে সরে এলো সরকার
  • জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে: রিজভী