গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনকে প্রত্যাহারের ঘোষণা
Published: 1st, July 2025 GMT
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার ও সাধারণ সম্পাদক সৌরভ রায় এক বিবৃতিতে এই ঘোষণা দেন।
বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক ছাত্র জোটের গঠনকালে আওয়ামী ফ্যাসিবাদী শাসনবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে 'আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও জনগণের সরকার প্রতিষ্ঠার' রাজনৈতিক ডাককে সামনে রেখে ১৩ দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই জোটে যুক্ত হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং গণতান্ত্রিক ছাত্র জোটের গঠনকালীন রাজনৈতিক কর্মসূচির প্রাসঙ্গিকতার অবসান হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক ছাত্র জোট উপযুক্ত রাজনৈতিক কর্মসূচি হাজির করতে ব্যর্থ হয়েছে এবং নিছক ইস্যুভিত্তিক কর্মসূচি পালনের একটি মঞ্চে পরিণত হয়েছে।
এতে আরও বলা হয়, গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত অধিকাংশ ছাত্র সংগঠন বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে যুক্ত থাকায় সেসব রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়ে থাকে। আওয়ামী ফ্যাসিবাদী শাসন ও তার মদদদাতা ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে বাম গণতান্ত্রিক জোটের ভূমিকা নিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কঠোর সমালোচনা রয়েছে। আমরা মনে করি, সংস্কার নয়- জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে শ্রমিক কৃষক ছাত্র জনতার হাতে ক্ষমতা আনতে গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্রস্তুতি নেওয়াই এখনকার কর্তব্য। গণতান্ত্রিক ছাত্র জোটের বর্তমান রাজনৈতিক অবস্থান এর বিপরীতে।
বিবৃতিতে বলা হয়, এমতাবস্থায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক ছাত্র জোট থেকে নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ল দ শ ছ ত র ফ ড র শন গণত ন ত র ক ছ ত র জ ট র জন ত ক আওয় ম
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করায় এনসিপির নিন্দা
চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহের ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
বুধবার (১ অক্টোবর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছি দলটি।
আরো পড়ুন:
দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি, জানালেন নাসীরুদ্দীন
নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ২ দল
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে ‘সর্বাত্মক প্রতিরোধ’ এর ব্যাখ্যা জানতে চাই আমরা। ইতিপূর্বে আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে আওয়ামী গণহত্যাকারী লীগ কর্তৃক ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতাদেরকে নানা সময় নিজ এলাকায় প্রবেশে বাধাপ্রদান, হুমকি-ধমকি ও হামলা করা হতো। আমরা দৃঢ়ভাবে বলছি, যারা সেই একই কায়দার রাজনীতি আবার ফেরত আনার চেষ্টা করবে, তারা জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হবে। উল্লেখ্য, ইতিপূর্বে গত রমজানেও চাঁদপুরে নিজ উপজেলায় ইফতার আয়োজনে অংশগ্রহণ করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধমকির শিকার হন মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কারো রাজনৈতিক মতামতের প্রতিক্রিয়ায় তার নিজ এলাকাতে ‘সর্বাত্মক প্রতিরোধের’ ঘোষণা কোনো রাজনৈতিক আচরণ নয়; বরং হুমকিমূলক ও আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ। রাজনৈতিক মন্তব্যকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে; ত্রাস ও হুমকি দিয়ে নয়। ত্রাস ও হুমকি-ধমকি মূলত রাজনৈতিক পরাজয় প্রকাশ করে।
বিবৃতিতে এনসিপি আরো বলেছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এমন উচ্ছৃঙ্খল ও আগ্রাসী মনোভাবাপন্ন নেতাকর্মীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আগামীর বাংলাদেশে যারাই হামলা-মামলা ও ত্রাসের রাজনীতি করবে, তারাই জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে।
ঢাকা/রায়হান/ফিরোজ