১ উইকেটে বাংলাদেশের রান ১০০। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তখন স্বাগতিকদের কড়া জবাব দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎই ছন্দপতন। যে ছন্দপতনে স্কোরবোর্ডের চিত্রটা হয়ে যায় এরকম, ৮ উইকেটে ১০৫।

স্কোরাবোর্ডে মাত্র ৫ রান যোগ করতেই নেই ৭ উইকেট। চরম এই ব্যাটিং ধসে বিব্রতকর পরাজয়কে সঙ্গী করেছে বাংলাদেশ। ১৬৭ রানে অলআউট হয়ে ৭৭ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

লম্বা সময় পর ব্যাটিংয়ে এমন ধস দেখল ক্রিকেট বিশ্ব। ২০০২ সালের ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশের এমন কিছু হয়েছিল। সেবারের অবশ্য আরো ভয়ংকর। ৩ উইকেটে ৮০ রান থেকে ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

আরো পড়ুন:

টস হেরে ব্যাটিংয়ে ভারত, একাদশে তিন পরিবর্তন

৭৭ রানের বড় হারে বাংলাদেশের সিরিজ শুরু

উইকেট আহামরি কঠিন ছিল না। কিন্তু স্পিন বিষে নীল হয়েছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন শুরুতে ১৩ রানে আউট হন। সেখান থেকে ৭১ বলে ৭১ রানের জুটি গড়েন শান্ত ও তানজীদ। দুজন আক্রমণাত্মক ব্যাটিং করেন। তানজিদ তুলে নেন তার ক্যারিয়ারে চতুর্থ ফিফটি। বাংলাদেশের দলীয় রানও তিন অঙ্ক ছুঁয়ে ফেলে। এর পরপরই সব ওলটপালট।

বিপদটা নাজমুল হোসেন নিজেই ডাকলেন। বেশ ছন্দে যখন ব্যাটিং করছিলেন তখন ডাবল রান নিতে গিয়ে রান আউট হলেন। শান্তর বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। 

লিটন ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। ওপেনার তানজিদ দারুণ এক ক্যাচে ফেরেন। ৬২ রানে আউট তানজিদ। সেঞ্চুরির জন‌্য আরো অপেক্ষা করতে হচ্ছে তাকে। দুজনকেই আউট করেন স্পিনার হাসারাঙ্গা। পরের ওভারে বল হাতে নেন কামিন্দু মেন্ডিস। এসেই তাওহীদ হৃদয়ের উইকেট উপচে ফেললেন। হাসারাঙ্গা পরের ওভারে সাজঘরে পাঠান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। তাওহীদ ১, মিরাজ শূন‌্য রানে আউট। এরপর তানজিম হাসান, তানকিন আহমেদ সতীর্থদের দেখানো পথেই হাঁটেন।

নিশ্চিত পরাজয়ের ম‌্যাচে তখন কেবল জাকের আলীর পরাজয়ের ব‌্যবধান কমানোর লড়াই। ৪টি করে চার ও ছক্কায় ৫১ রান তুলে দলের স্কোর ১৬৭ রানে নিয়ে যান। তার আউটেই নিশ্চিত হয়ে যায় করুণ পরাজয়। ৭.

৫ ওভারে ২ মেডেনে ১০ রানে ৪ উইকেট নেন হাসারাঙ্গা। তার বোলিং স্পেলে ৪০টিই ছিল ডট বল। এছাড়া মেন্ডিস ১৯ রানে নেন ৩ উইকেট।

এর আগে টস হেরে বোলিংয়ের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ২৯ রান তুলতে ৩ উইকেট হারায় লঙ্কানরা। ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদ সাজঘরে ফেরত পাঠান নিশান মাদুশঙ্কা (৬) ও কামিন্দু মেন্ডিস (০)। আরেকপ্রান্তে পেসার তানজিম হাসান সাকিব আউট করেন পাথুম নিশাঙ্কাকে (০)। তৃতীয় শ্রীলঙ্কা প্রতিরোধ পায় কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার ব্যাটে। ৭৭ বলে ৬০ রান যোগ করেন তারা। প্রতি আক্রমণে গিয়ে রান করায় কিছুটা পিছিয়ে পড়েছিল বাংলাদেশকে। তাদেরকে লড়াইয়ে ফেরান স্পিনার তানভীর। অভিষিক্ত এই স্পিনার মেন্ডিসকে এলবিডব্লিউ করেন।

এরপর আসালাঙ্কা ও লিয়ানাগে জুটি বেঁধে ৬৪ রান যোগ করেন। যা ছিল শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ রান। মনে হচ্ছিল তাদের ব্যাটে বড় কিছুই করবে শ্রীলঙ্কা। কিন্তু তাদের পথ আটকে দেন শান্ত। নিয়মিত বোলাররা যখন রান পাচ্ছিলেন না তখন অধিনায়ক মিরাজ শান্তকে বোলিংয়ে এনে জুটি ভাঙেন। 

লিয়ানাগে ২৯ রানে ক্যাচ দেন সীমানায়। সেখান থেকে আসালাঙ্কার একার লড়াইয়ে শ্রীলঙ্কা আড়াইশ রানের কাছাকাছি পুঁজি পায়। লঙ্কান অধিনায়ক ১২৩ বলে ১০৬ রান করেন ৬ চার ও ৪ ছক্কায়। শেষ দিকে মিলান রত্নায়েকের ও হাসারাঙ্গার ২২ রানের দুটি ইনিংসে আড়াইশ রানের কাছাকাছি পুঁজি পায় লঙ্কানরা।

দলে ফিরে ৪৭ রানে ৪ উইকেট নেন তাসকিন। ২ মেডেন ছিল তার বোলিং স্পেলে। ৩ উইকেট পেয়েছেন তানজিম হাসান। ১টি করে উইকেট নেন তানভীর ও শান্ত। মিরাজ ও মোস্তাফিজ ছিলেন উইকেটশূন্য। 

সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন আসালাঙ্কা।

অসহায় আত্মসমর্পণে বাংলাদেশ সিরিজে পিছিয়ে গেল। ৫ জুলাই একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ। মিরাজের অধিনায়কত্বের যাত্রাটা শুরু হলো পরাজয় দিয়ে। সিরিজে টিকে থাকতে পারবে তো বাংলাদেশ?

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আস ল ঙ ক ৩ উইক ট পর জয়

এছাড়াও পড়ুন:

৩২৮ রানে জিতলো দক্ষিণ আফ্রিকা

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ মঙ্গলবার (০১ জুলাই) টেস্টের চতুর্থ দিনে এই জয় তুলে নেয় তারা।

বুলাওয়েতে প্রোটিয়ারা আগে ব্যাট করতে নেমে ওয়ান্দ্রে প্রিটোরিয়াসের ১৫৩ ও করবিন বসচের অপরাজিত ১০০ রানে ভর করে ৯ উইকেটে ৪১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে জিম্বাবুয়ে ৬৭.৪ ওভারে ২৫১ রানে অলআউট হয়।

এরপর প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৯ রান করে। এবার উইয়ান মুল্ডার ১৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন কেশভ মহারাজ। তাতে জিম্বাবুয়ের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় রেকর্ড ৫৩৭ রান।

আরো পড়ুন:

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৪৯ জনের মৃত্যু

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: যা যা জানা জরুরী

সেই রান তাড়া করতে নেমে ৮২ রানেই ৬ উইকেট হারিয়ে বিশাল হারের শঙ্কা জাগিয়েছিল স্বাগতিকরা। কিন্তু ক্রেইগ আরভিনের ৪৯, ওয়েলিংটন মাসাকাদজার ৫৭ ও ব্লেসিং মুজারাবানির অপরাজিত ৩২ রানের ইনিংসে ভর করে ৬৬.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়। তারপরও দক্ষিণ আফ্রিকা ৩২৮ রানের বড় জয় পায়। যা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে দশম বড় জয়।

বল হাতে স্প্রিং বকদের করবিন ৪৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। যা তার ক্যারিয়ারের প্রথম ফাইফার। ৩টি উইকেট নেন কোডি ইউসুফ। ১টি করে উইকেট নেন মহারাজ ও ব্রেভিস।

১৫৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ওয়ান্দ্রে প্রিটোরিয়াস।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তি চান ইবি শিক্ষার্থীরা 
  • রেকর্ড ধসে লজ্জার হার বাংলাদেশের
  • রেকর্ড রান তাড়া করতে নেমে রেকর্ড ব্যবধানেই হার জিম্বাবুয়ের
  • ৩২৮ রানে জিতলো দক্ষিণ আফ্রিকা