মা এসেছিলেন পোশাক কারখানায় কাজের খোঁজে। সঙ্গে এসেছিল শিশুসন্তানও। মা যখন ভবনের ভেতরে কাজ নিয়ে কথা বলছিলেন, মেয়ে তখন হাতে ছোট বল নিয়ে বাইরে খেলছিল। মুষলধারে বৃষ্টি হওয়ায় রাস্তায় তখন গোড়ালি সমান পানি। রাস্তার পাশে নালায় তখন তীব্র স্রোত। বল নিয়ে খেলতে গিয়ে নালায় পড়ে স্রোতে ভেসে যায় শিশুটি। দৃশ্যটি এক যুবকের চোখে পড়লেও তিনি দৌড়ে আসার আগেই শিশুটি নালায় তলিয়ে যায়। তাঁর চিৎকার-চেঁচামেচিতে সবাই এগিয়ে এলেও শিশুটিকে আর বাঁচানো যায়নি। এক ঘণ্টা চেষ্টার পর প্রায় ২০০ মিটার দূরে নালা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

গতকাল বুধবার চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদ আনন্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিন বছরের মোছাম্মত হুমায়রা একই এলাকার আবদুর রহমানের মেয়ে। এ নিয়ে আড়াই মাসের ব্যবধানে নালায় পড়ে দুই শিশু নিহতের ঘটনা ঘটেছে। গত ১০ বছরে এ পর্যন্ত চট্টগ্রামের খাল-নালায় পড়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। 

গতকাল সরেজমিন নগরের আনন্দিপুর এলাকায় গিয়ে দেখা যায়, দুপুর ২টার দিকে শিশু হুমায়রার মা আসমা বেগম আনন্দিপুর নিয়াজ খানের ভবনে থাকা একটি ছোট পোশাক কারখানায় কাজের জন্য এসেছিলেন। তিনি ওই কারখানার মালিক শিরিন আক্তারের সঙ্গে কথা বলছিলেন। তখন শিশু হুমায়রা বল নিয়ে ভবনটির মুখে ও রাস্তায় খেলছিল। ২টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ বলটি পাশের সড়কে চলে যায়। সেখানে তখন হাঁটুর ওপর পানি। বলটি কুড়িয়ে আনতে গিয়ে মূল সড়কের নালায় পড়ে গেলে স্রোতে ভেসে যায় সে।

পাশের নিয়াজের ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি নালায় তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক যুবক এগিয়ে আসেন। বাঁচাতে পারেননি শিশুটিকে। তাঁর চিৎকার-চেঁচামেচিতে শিশুটির মাসহ স্থানীয় লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। তারা নালার স্ল্যাব তুলে তল্লাশি চালাতে থাকেন। এর মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এক ঘণ্টা পর একই সড়কের মদিনা ফার্মেসির পাশে একটি ভবনের সামনে নালা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.

শারমিন আলম বলেন, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে। তখন আসলে কিছু করার ছিল না।

শিরিন আক্তার বলেন, ‘আমার বাসায় পাঁচটা মেশিন নিয়ে বিভিন্ন কারখানার পোশাক তৈরি করি। শিশুটির মা আমার কাছে এসেছিলেন। তাঁর সঙ্গে কাজ নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে বাইরে থেকে চিৎকার শুনে শিশুটির মা, আমিসহ ছুটে গিয়ে দেখি, শিশুটি নালায় তলিয়ে গেছে।

উদ্ধারকাজে থাকা মোহাম্মদ আশরাফ বলেন, বৃষ্টি হলেই এখানে রাস্তায় হাঁটুপানি জমে যায়। পাশের মুন্সীবাড়ি সড়কে তখন কোমরপানি থাকে। এবার নালা পরিষ্কার করায় পানি কম উঠেছে। তবে মুন্সীবাড়ি সড়কে হাঁটুর ওপর পানি জমেছিল। শিশুটি মুন্সীবাড়ি সড়কে বল কুড়াতে গিয়ে নালায় স্রোতে ভেসে গেছে।

হাসপাতাল থেকে নেওয়ার পর শিশুটিকে হালিশহর গোল্ডেন আবাসিক এলাকায় ফুফুর বাসায় নিয়ে যাওয়া হয়। খাটে ছোট্ট হুমায়রাকে শুইয়ে রাখা হয়েছে। তাকে ঘিরে আহাজারি করছিলেন স্বজন। তার দাদি বারবার ‘আমার পাখি কই গেল রে...’ বলে আহাজারি করছিলেন। মা তখন সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। বাবা আবদুর রহমানও দিশেহারা।

হুমায়রার চাচা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ভোলা। নদীভাঙনে বাড়ি চলে যাওয়ায় ছোটবেলা থেকেই আমরা চট্টগ্রামে থাকি। এখন সবাই আলাদা থাকি। আবদুর রহমান আমার ছোট ভাই। তার একটিই মেয়ে। সে ডিশ লাইনের কাজ করে।’ 

তিন সদস্যের তদন্ত কমিটি

নালায় পড়ে শিশুমৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার রাতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটির সদস্য সচিব করা হয়েছে নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানকে। সদস্য করা হয়েছে ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা সরফুল ইসলামকে।

উৎস: Samakal

কীওয়ার্ড: এস ছ ল সদস য তদন ত

এছাড়াও পড়ুন:

সিঙ্গাপুরের কাছে হারায় ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

৯ মাস পর ফের ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতির মুখ দেখল বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত তালিকায় এক ধাপ পিছিয়ে এখন ১৮৪ নম্বরে অবস্থান করছে হ্যাভিয়ের কাবরেরার দল।

গত অক্টোবরের পর থেকে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান স্থির বা উন্নতির দিকেই ছিল। বিশেষ করে মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে দুই ধাপ এগিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে জুনের আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিতে হলো এবার।

জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রস্তুতিমূলক ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারানো সাফল্যেও র‍্যাঙ্কিংয়ে খুব একটা প্রভাব ফেলেনি।

বাংলাদেশের মতো একই গ্রুপের দল ভারতও দেখেছে অবনতি। তারা ছয় ধাপ পিছিয়ে ১২৭ থেকে এখন রয়েছে ১৩৩ নম্বরে। বিপরীতে, ভারতের বিপক্ষে ১-০ গোলের জয় এনে হংকং এগিয়েছে ৬ ধাপ, এখন তারা ১৪৭ নম্বরে। আর সিঙ্গাপুর দুই ধাপ এগিয়ে ১৫৯তম অবস্থানে।

বাংলাদেশের সামনে এখন অপেক্ষা করছে এশিয়ান কাপ বাছাইয়ের আরেকটি কঠিন চ্যালেঞ্জ। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে কাবরেরার দল। এরপর ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচেও একই প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে তাদের।

যথারীতি ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।

সম্পর্কিত নিবন্ধ