চট্টগ্রামে নালায় পড়ে আবার শিশুর মৃত্যু, তদন্তে কমিটি
Published: 10th, July 2025 GMT
মা এসেছিলেন পোশাক কারখানায় কাজের খোঁজে। সঙ্গে এসেছিল শিশুসন্তানও। মা যখন ভবনের ভেতরে কাজ নিয়ে কথা বলছিলেন, মেয়ে তখন হাতে ছোট বল নিয়ে বাইরে খেলছিল। মুষলধারে বৃষ্টি হওয়ায় রাস্তায় তখন গোড়ালি সমান পানি। রাস্তার পাশে নালায় তখন তীব্র স্রোত। বল নিয়ে খেলতে গিয়ে নালায় পড়ে স্রোতে ভেসে যায় শিশুটি। দৃশ্যটি এক যুবকের চোখে পড়লেও তিনি দৌড়ে আসার আগেই শিশুটি নালায় তলিয়ে যায়। তাঁর চিৎকার-চেঁচামেচিতে সবাই এগিয়ে এলেও শিশুটিকে আর বাঁচানো যায়নি। এক ঘণ্টা চেষ্টার পর প্রায় ২০০ মিটার দূরে নালা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদ আনন্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিন বছরের মোছাম্মত হুমায়রা একই এলাকার আবদুর রহমানের মেয়ে। এ নিয়ে আড়াই মাসের ব্যবধানে নালায় পড়ে দুই শিশু নিহতের ঘটনা ঘটেছে। গত ১০ বছরে এ পর্যন্ত চট্টগ্রামের খাল-নালায় পড়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন।
গতকাল সরেজমিন নগরের আনন্দিপুর এলাকায় গিয়ে দেখা যায়, দুপুর ২টার দিকে শিশু হুমায়রার মা আসমা বেগম আনন্দিপুর নিয়াজ খানের ভবনে থাকা একটি ছোট পোশাক কারখানায় কাজের জন্য এসেছিলেন। তিনি ওই কারখানার মালিক শিরিন আক্তারের সঙ্গে কথা বলছিলেন। তখন শিশু হুমায়রা বল নিয়ে ভবনটির মুখে ও রাস্তায় খেলছিল। ২টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ বলটি পাশের সড়কে চলে যায়। সেখানে তখন হাঁটুর ওপর পানি। বলটি কুড়িয়ে আনতে গিয়ে মূল সড়কের নালায় পড়ে গেলে স্রোতে ভেসে যায় সে।
পাশের নিয়াজের ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি নালায় তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক যুবক এগিয়ে আসেন। বাঁচাতে পারেননি শিশুটিকে। তাঁর চিৎকার-চেঁচামেচিতে শিশুটির মাসহ স্থানীয় লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। তারা নালার স্ল্যাব তুলে তল্লাশি চালাতে থাকেন। এর মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এক ঘণ্টা পর একই সড়কের মদিনা ফার্মেসির পাশে একটি ভবনের সামনে নালা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.
শিরিন আক্তার বলেন, ‘আমার বাসায় পাঁচটা মেশিন নিয়ে বিভিন্ন কারখানার পোশাক তৈরি করি। শিশুটির মা আমার কাছে এসেছিলেন। তাঁর সঙ্গে কাজ নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে বাইরে থেকে চিৎকার শুনে শিশুটির মা, আমিসহ ছুটে গিয়ে দেখি, শিশুটি নালায় তলিয়ে গেছে।
উদ্ধারকাজে থাকা মোহাম্মদ আশরাফ বলেন, বৃষ্টি হলেই এখানে রাস্তায় হাঁটুপানি জমে যায়। পাশের মুন্সীবাড়ি সড়কে তখন কোমরপানি থাকে। এবার নালা পরিষ্কার করায় পানি কম উঠেছে। তবে মুন্সীবাড়ি সড়কে হাঁটুর ওপর পানি জমেছিল। শিশুটি মুন্সীবাড়ি সড়কে বল কুড়াতে গিয়ে নালায় স্রোতে ভেসে গেছে।
হাসপাতাল থেকে নেওয়ার পর শিশুটিকে হালিশহর গোল্ডেন আবাসিক এলাকায় ফুফুর বাসায় নিয়ে যাওয়া হয়। খাটে ছোট্ট হুমায়রাকে শুইয়ে রাখা হয়েছে। তাকে ঘিরে আহাজারি করছিলেন স্বজন। তার দাদি বারবার ‘আমার পাখি কই গেল রে...’ বলে আহাজারি করছিলেন। মা তখন সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। বাবা আবদুর রহমানও দিশেহারা।
হুমায়রার চাচা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ভোলা। নদীভাঙনে বাড়ি চলে যাওয়ায় ছোটবেলা থেকেই আমরা চট্টগ্রামে থাকি। এখন সবাই আলাদা থাকি। আবদুর রহমান আমার ছোট ভাই। তার একটিই মেয়ে। সে ডিশ লাইনের কাজ করে।’
তিন সদস্যের তদন্ত কমিটি
নালায় পড়ে শিশুমৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার রাতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটির সদস্য সচিব করা হয়েছে নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানকে। সদস্য করা হয়েছে ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা সরফুল ইসলামকে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
লর্ডস টেস্টে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড
টেস্ট সিরিজে এখনো কেউ এগিয়ে নেই। দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। এই অবস্থায় লর্ডসে শুরু হলো সিরিজ নির্ধারক তৃতীয় টেস্ট। আর সেই ম্যাচে টস ভাগ্য সহায় হলো ইংল্যান্ডের।
বেন স্টোকস বার্মিংহামের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। সেই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়াটা যে ভুল ছিল, তা ম্যাচ শেষে বুঝে গিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। তাই লর্ডসে আর সে ভুল করলেন না। টস জিতে এবার ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
ইংল্যান্ড দলে জশ টংয়ের পরিবর্তে ফিরেছেন পেসার জোফ্রা আর্চার। ভারতীয় দলে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় ফিরেছেন জসপ্রিত বুমরাহ। যার প্রত্যাবর্তন বাড়িয়ে দিয়েছে ভারতীয় পেস আক্রমণের ধার।
আরো পড়ুন:
বৃষ্টি ভাঙবে নাকি ভারতের জয়ের স্বপ্ন?
৮০ বলের সেঞ্চুরিতে জেমির রেকর্ড, শতকের দেখা পেলেন ব্রুকও
এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ড ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে। বেন ডাকেট ২৩ ও জ্যাক ক্রাউলি ১৮ রান করে আউট হয়েছেন। দুটি উইকেটই নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। জো রুট ৩৭ ও অলি পোপ ২৪ রানে ব্যাট করছেন।
সিরিজের বর্তমান চিত্র:
প্রথম টেস্ট (লিডস): ইংল্যান্ডের জয়।
দ্বিতীয় টেস্ট (বার্মিংহাম): ঐতিহাসিক প্রত্যাবর্তন ভারতের ৩৩৬ রানের রেকর্ড জয়।
তৃতীয় টেস্ট: আজ শুরু লর্ডসে, সিরিজে লিড নিতে মরিয়া দুই দলই।
বিশেষ করে বার্মিংহামের ম্যাচে ভারতীয় ব্যাটিং ঝড়ে ইংল্যান্ডকে ভাসিয়ে দেন শুভমান গিল। যার ব্যাট থেকে আসে দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রানের দুর্ধর্ষ ইনিংস। সঙ্গে ছিলেন আকাশ দীপ ও মহম্মদ সিরাজ, যারা বল হাতে জ্বলে ওঠেন।
ভারতের একাদশ:
যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ডের একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডিন কার্স, জোফরা আর্চার ও শোয়েব বশির।
ঢাকা/আমিনুল