Samakal:
2025-11-14@03:46:53 GMT

ওদের আকাশে উড়ার স্বপ্নপূরণ

Published: 15th, January 2025 GMT

ওদের আকাশে উড়ার স্বপ্নপূরণ

সুবিধাবঞ্চিত শিশুদের আকাশ ভ্রমণের স্বপ্নপূরণ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বুধবার জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে ৩০ শিশুকে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজারে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। এদিন কক্সবাজার সমুদ্রসৈকতে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করা হয়। 

নভোএয়ারের ১২ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ড্রিম ফ্লাইট’ ও ‘বিচ ক্লিনিং’ এর আয়োজন করা হয়।

নভোএয়ার ঢাকা থেকে সকাল ১০টা ২০মিনিটের  ফ্লাইটে শিশুদের নিয়ে কক্সবাজার যায় এবং কক্সবাজার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকায় আসে। শিশুরা কক্সবাজারে সমুদ্রসৈকত, বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি, কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আনন্দঘন সময় কাটায়।

স্বপ্নপূরণের অনুভূতি প্রকাশ করে পঞ্চম শ্রেণির ছাত্রী মায়মুনা রহমান বলে, ‘প্লেনে করে সমুদ্রসৈকত ঘুরতে যাব, বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ দেখতে পারব, এটা আমি কখনো কল্পনাও করিনি। নভোএয়ারের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাদের এই স্বপ্নপূরণ করেছে।

তৃতীয় শ্রেণির ছাত্র হানিফ মিয়া বলে, মেঘের ওপর দিয়ে উড়োজাহাজে করে যাচ্ছি, এটা অসাধারণ অনুভূতি! আমরা বিচে খেলেছি, কক্সবাজারের খুব সুন্দর রেলস্টেশন দেখেছি। এ ভ্রমণ ছিল একেবারে স্বপ্নের মতো।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, শিশুরাই আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্নপূরণ এবং প্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সামাজিক দায়বদ্ধতা হিসেবে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমাদের গর্ব কক্সবাজার সমুদ্রসৈকত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করা হয়েছে।

নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, সিলেট ও  রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রয়েছে, শিগগির পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছে নভোএয়ার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পর্তুগালের হারে লাল কার্ড দেখে যে শঙ্কায় রোনালদো

আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু নিজের সেই প্রতিজ্ঞা রাখতে পারেননি পর্তুগিজ মহাতারকা। ডাবলিনে গতকাল রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ গোলে পর্তুগালের হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। দলের হারের পাশাপাশি লাল কার্ডে রোনালদো ও পর্তুগাল বেশ বিপদেই পড়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে কোনো হিসাব ছাড়াই বিশ্বকাপে পৌঁছে যেত পর্তুগাল। কিন্তু আয়ারল্যান্ড ফরোয়ার্ড ট্রয় প্যারটের জোড়া গোলে শেষ পর্যন্ত হারতে হয় পর্তুগালকে। এই হারের পর এখন রোনালদোদের ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে অপেক্ষা করতে হবে গ্রুপপর্বে শেষ ম্যাচ পর্যন্ত। আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বে শেষ ম্যাচটি জিতলে বিশ্বকাপ নিশ্চিত হবে পর্তুগালের।

কিন্তু অঘটনের শিকার হয়ে আর্মেনিয়ার কাছে হেরে গেলে বিপদে পড়তে হতে পারে পর্তুগালকে। তবে পর্তুগাল জিতলে তখন ‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় স্থানের জন্য লড়বে হাঙ্গেরি ও আয়ারল্যান্ড। ‘এফ’ গ্রুপে ৫ ম্যাচে ৩ জয় ১ হার ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি এবং ৭ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আর্মেনিয়া।

আরও পড়ুনআয়ারল্যান্ডে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর১৮ ঘণ্টা আগে

তবে পর্তুগালের বিশ্বকাপে খেলা নিশ্চিত হলেও কিন্তু বিপদ শেষ হবে না। কারণ লাল কার্ড দেখায় ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে রোনালদোকে। কাল রাতে ম্যাচের ৬১ মিনিটে আইরিশ ডিফেন্ডার দারা ও’শেয়ার পিঠে কনুই মেরে বসায় রোনালদোকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির মাধ্যমে যাচাইয়ের পর সিদ্ধান্ত বদলে যায় এবং রোনালদোকে লাল কার্ড দেখানো হয়। পর্তুগাল তখন ২–০ গোলে পিছিয়ে। ম্যাচের ১৭ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন ট্রয় প্যারট।

পর্তুগালের জার্সিতে ২২৬ ম্যাচে এটি রোনালদোর প্রথম লাল কার্ড। এর আগে ক্যারিয়ারে যে ১২ বার লাল কার্ড দেখেছেন, প্রতিটিই ছিল ক্লাবের জার্সিতে।

রোনালদো লাল কার্ড দেখার পর থেকেই আলোচনা চলছে তিনি কয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। ফিফার নিয়ম অনুযায়ী কনুই মারা, ঘুষি, লাথি কিংবা এ ধরনের আঘাতকে আক্রমণাত্মক ও সহিংস আচরণ হিসেবে ধরা হয়। এসব ক্ষেত্রে ফিফার শাস্তি পরিষ্কারভাবে নির্ধারিত—‘প্রতিপক্ষকে আঘাত করলে কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞা।’

এমন শাস্তি কার্যকর হলে সেটা শুধু বাছাইপর্বে পর্তুগালের শেষ ম্যাচেই প্রভাব ফেলবে না। কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলে আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচসহ পর্তুগালের পরবর্তী দুটি ম্যাচেও রোনালদোকে দেখা যাবে না। সেক্ষেত্রে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে এই টুর্নামেন্টের শুরুতে তাঁকে না পাওয়ার শঙ্কাটা থেকেই যাচ্ছে পর্তুগালের। রোনালদোর শাস্তির মাত্রা কেমন হতে পারে, তা জানতে তাকিয়ে থাকতে হচ্ছে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে।

সতীর্থদের সঙ্গে জোড়া গোল করা প্যারটের (বাঁয়ে) উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ