রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভাগের মৌখিক পরীক্ষায় নিকাব খুলতে বাধ্য করার প্রতিবাদসহ পাঁচ দফা দাবি আদায়ে মৌন মিছিল করেছেন নারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল গেইট থেকে মৌন মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ভর্তি পরীক্ষায় কান দৃশ্যমান না হলে আবেদন ফর্ম প্রত্যাখ্যানের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং পরীক্ষার হলে নিকাব খুলতে বাধ্য করা যাবে না। হিজাব-নিকাব পরিহিত কোনো শিক্ষার্থীকে প্রেজেন্টেশন ও ভাইভা বোর্ডে নিকাব খুলতে বাধ্য করা যাবে না। বায়োমেট্রিক্স পদ্ধতিতে (যেমন ফিঙ্গারপ্রিন্ট) পরিচয় শনাক্তকরণ এবং এই পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত নারী শিক্ষিকা বা কর্মচারীর মাধ্যমে পর্দানশীন ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

দাবিতে নারী শিক্ষার্থীরা জানান, প্রতিটি বিল্ডিংয়ে মেয়েদের নামাজ রুমের ব্যবস্থা করতে হবে, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে মেয়েদের জন্য আলাদা কর্নারের ব্যবস্থা করতে হবে, দ্রুততম সময়ে সব বিভাগের হিজাব-নিকাব পরিধানকারী শিক্ষার্থীদের হেনস্থা করা বন্ধে নোটিশ প্রদান করতে হবে এবং হিজাব-নিকাব পরিধানে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিশ্ববিদ্যালয় বিধিতে ধারা যুক্ত করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, “পরীক্ষার হলে ঢোকানোর আগে যদি মহিলা কর্মচারী দ্বারা ভালোভাবে সার্চ করা হয়, তাহলে তো আর কানে ডিভাইস নেওয়ার সুযোগ থাকে না। এজন্য পরীক্ষার হলে কান বের করে রাখার কোন যৌক্তিকতা নেই। আর যদি এমন হয়, তাহলে পরীক্ষার হলে মহিলা শিক্ষিকা থাকুক। বিশ্ববিদ্যালয়ে তো ক্লাসরুমের অভাব নেই। আমাদের জন্য আলাদা রুম রাখুক। আমরা সেখানে মুখ খুলে পরীক্ষা দেব। আমরা কেন পুরুষ মানুষের সামনে হিজাব খুলব?”

আরেক শিক্ষার্থী বলেন, “ধর্ম পালন করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে। মুসলিম হিসেবে হিজাব আমাদের অধিকার। এখন তথ্য প্রযুক্তির যুগ, এসব সমস্যা নানাভাবে সমাধান করা যায়। তাহলে কেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়? আমরা তো ভুল কিছু করছি না। আমরা ধর্মীয় নিয়মনীতি মানার অধিকার চাচ্ছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “আমাদের কাছে তারা স্মারকলিপি দিয়েছে। এটা একটি সেনসেটিভ বিষয়। আমরা এটি নিয়ে বসব।”

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচন বুধবার

আধুনিক প্রযুক্তিনির্ভর মেডিকেল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্ত করতে চায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। একইসঙ্গে প্রতিটি মেডিকেল কলেজে আসন পূরণ নিশ্চিতকরণে স্বচ্ছ, কার্যকর ও ডিজিটালাইজড ভর্তি নীতিমালা প্রণয়নসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সংগঠনটির নেতারা। 

আগামী বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিপিএমসিএ-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। সংগঠনটির নির্বাচন ঘিরে এমন সব পরিকল্পনার কথা জানান প্রার্থীরা।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ও অন্য প্যানেলের সভাপতি পদে ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিপিএমসি নির্বাচনে ১১০ সদস্য ভোট দিয়ে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন। দুই প্যানেলই ইতোমধ্যে ভোট ও সমর্থন প্রত্যাশা করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।

প্যানেলটির সভাপতি প্রার্থী মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা বলেন, মেডিকেল কলেজগুলো স্বাবলম্বী করতে অনুমোদিত কলেজগুলোতে আসন সংখ্যা ন্যূনতম ১০০টিতে উন্নীত করাতে ব্যবস্থা গ্রহণ করা প্রতিশ্রুতি দিচ্ছি। একইসঙ্গে ভর্তি প্রক্রিয়া যুগোপযোগী করার বিষয়ে সরকারের সঙ্গে আলোচন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন স্বীকৃতি অর্জনে কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদানে সরকারের সঙ্গে একযোগে করার পরিকল্পনা রয়েছে।

এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবউদ্দিন।

তিনি বলেন, মেডিকেল কলেজে বর্তমানে আর্থিক ও প্রশাসনিক জটিলতা বিদ্যমান রয়েছে। আমি নির্বাচিত হলে এসব সংকট নিরসন এবং মেডিকেল শিক্ষার মান বিশ্বমানে উন্নীত করার চেষ্টার করবো। ভর্তি প্রক্রিয়া যুগোপযোগী করা, আসন সংখ্যা বৃদ্ধি ও বিদেশি শিক্ষার্থী ভর্তিতে সহায়ক নীতি গ্রহণসহ ১০টি অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, সহযোগিতা নয়, সহঅংশীদারিত্ব ভিত্তিতে মেডিক্যাল কলেজের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। বর্তমানে মেডিকেল ভর্তিতে অটোমেশন পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি কারণে এ বছরও ৪৫২টি সিট খালি রয়েছে। আগামীতে এত সংখ্যা আসন যেতে খালি না থাকে সে জন্য অটোমেশন পদ্ধতি বাতিল না করে কীভাবে গতিশীল করা যায় সেই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করব।

মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর। তিনি সমকালকে বলেন, আমরা নির্বাচিত হলে মেডিকেল কলেজে ভর্তিতে অটোমোশন পদ্ধতি যুগোপযোগী করা হবে। সরকার কর্তৃক নির্ধারিত ফি কিস্তিতে প্রদানের ব্যবস্থা বিলুপ্তকরণ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের একক সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালু, পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের অন্তর্ভুক্তি বাতিল, বৈদেশিক মুদ্রা উপার্জনকারী বেসরকারি মেডিকেল কলেজকে সরকারি প্রণোদনা দেওয়ার করবো।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচন বুধবার
  • পলিথিন বন্ধে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান
  • পলিথিন বন্ধে শুরু হচ্ছে যৌথবাহিনীর কঠোর অভিযান
  • ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে ১০ কিলোমিটার যানজট
  • দুই জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা