রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে নানা স্থাপনায় ভাঙচুর ও হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের ঘটনা হুমকিস্বরূপ।

সংস্থাটি সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আইন, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে আসক এ কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, সবার আইনের সমান আশ্রয় লাভ, আইনের দৃষ্টিতে সমান অধিকার, সম্পত্তির অধিকার ও আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণের অধিকার রয়েছে। এই অধিকারগুলোর প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব সরকারের। অন্যথায় সরকারের ব্যর্থতা বলে প্রতীয়মান হওয়ার অভিযোগ ওঠার সুযোগ থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের চেতনার প্রতি আসক শ্রদ্ধাশীল এবং বলিষ্ঠভাবেই সমর্থন করে। আসক মনে করে, চলমান তাণ্ডবগুলো গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। এ ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের ঘটনা হুমকিস্বরূপ।

আসক সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আইন, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানায়। পাশাপাশি যেকোনো ধরনের কার্যক্রম আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালনা করা উচিত বলে আসক মনে করে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণতন ত র আইন র ও আইন সরক র

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টাকে বলেছি, এখনো গণভোটের সময় আছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “আমরা গণভোটের বিষয়ে কথা বলছি। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে–এমনটা চায় বিএনপি। কিন্তু আমরা চাই নির্বাচনের আগে গণভোট। কারণ এর ওপর নির্ভর করবে আগামী নির্বাচন। যেমন আপার হাউসের বিষয়টি।”

বুধবার (২২ অক্টোবর) বৈঠকের পর এ ব্যাপারে বিস্তারিত জানান এই নেতা। এ সময় তিনি বলেন, “বাংলাদেশে খুব অল্প সময়ে দুটি গণভোটের নজির রয়েছে। আমরা মনে করি এখনো যথেষ্ট সময় আছে গণভোটের।”

আরো পড়ুন:

জুলাই সনদ শুধু কাগজে নয়, বাস্তবায়নের নিশ্চয়তা থাকতে হবে

ভ্রান্ত তথ্য নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

তাহের বলেন, “বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব নিয়েও কথা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা জোরদার করা দরকার। তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।”

তিনি বলেন, “আমরা সরকারের উপদেষ্টাদের বিষয়ে বলেছি, এই সরকারের কিছু উপদেষ্টা বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করে–এই বিষয়ে কথা বলেছি। নির্বাচনের আগে যেসব জায়গায় রদবদল করা দরকার সেখানে বদলের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এবং লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।”

মোহাম্মদ তাহের বলেন, “আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি এবং দলিলেও স্বাক্ষর করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা ৮০টির বেশি বিষয়ে একমত হয়েছি। এবং এখন প্রয়োজন তার আইনি ভিত্তি দেওয়া এবং তা বাস্তবায়ন করা এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালনা করা। আমরা বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছি, না হলে এতদিনের পরিশ্রম বৃথা। একটি আদেশের মাধ্যমে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল নেতা শাহজালালের লিফলেট বিতরণ
  • শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের কাঁদানে গ্যাসের শেলে ছত্রভঙ্গ
  • জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার
  • নির্বাচন পেছানোর চেষ্টায় কোনো কোনো রাজনৈতিক দল: মির্জা ফখরুল
  • বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনে চায় না বিএনপি, সিইসিকে জানালে মঈন খান
  • প্রধান উপদেষ্টাকে বলেছি, এখনো গণভোটের সময় আছে
  • ‘নির্বাচন প্রলম্বিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে’ 
  • সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনতে সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করেছে: চিফ প্রসিকিউটর
  • বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকায় সমাবেশ ২৪ অক্টোবর 
  • মসজিদ নিয়ে আমরা রাজনীতি না করি: বজলুল করিম