ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বিনিয়োগ বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের হাইকমিশনারের উদ্যোগে বৃহস্পতিবার রাতে দিল্লিতে ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বড় এবং মাঝারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আগামী ৭-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট'-এর পূর্বে এই অনুষ্ঠানটি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে। 

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো.

নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যা বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে। 

তিনি আরও বলেন, প্রচুর শক্তি সরবরাহ এবং প্রতিযোগী শ্রমশক্তির কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের সামনে একটি বিশদ উপস্থাপনা পেশ করেন বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক মন্ত্রী আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অশোক লেল্যান্ড এবং লারসেন অ্যান্ড টুব্রোর মতো শীর্ষস্থানীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস য় অন ষ ঠ ন ব যবস

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’

ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।

সম্পর্কিত নিবন্ধ