ভর্তিচ্ছুদের জন্য পবিপ্রবিতে বিশেষ বাস সার্ভিস
Published: 11th, April 2025 GMT
শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছুদের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রশাসন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মকর্তা অধ্যাপক ড.
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তা করতে শনিবার দুইটি রুটে বিশেষ বাস চলবে। সকাল ১০টা ৩০ মিনিট ও দুপুর ১২টার দিকে বাস দুটি লেবুখালী বাইপাস ও পটুয়াখালী শহর থেকে ছেড়ে আসবে।
উল্লেখ্য, কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমিরাতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত হবিগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পূর্ণ হয়েছে। শুক্রবার শারজার একাডেমি মাঠে ট্রাইব্রেকারে চুনারুঘাট প্রবাসী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবীগঞ্জ ইয়াং স্টার ক্লাব।
নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতা থাকায় ৬-৫ গোলে জয় পায় নবীগঞ্জ উপজেলা। এতে চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার দিরহাম ও রানার্সআপ দলকে ৫ হাজার দিরহাম অর্থসহ পুরস্কার দেওয়া হয়।
হবিগঞ্জ জেলার আটটি উপজেলা হবিগঞ্জ সেন্টার ক্লাব, শায়েস্তাগঞ্জ জে এম ওয়ারিয়ার্স ক্লাব, মাধবপুর ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাব, বানিয়াচং ফ্রেন্ডস ক্লাব, চুনারুঘাট প্রবাসী স্পোটিং ক্লাব, আজমিরিগঞ্জ সূর্যমূখী ক্লাব, নবীগঞ্জ ইয়াং স্টার ক্লাব ও বাহুবল সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাব এতে অংশ নেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রধান সালেহ আহমদ তালুকদার ও সদস্য সচিব শাহীন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি। সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা এনাম চৌধুরী, আব্দুল আজিজ উজ্জ্বল।