ছেলে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। মায়েরও বয়স হয়েছে। তবুও ছেলের সেবাযত্নে কোনো কমতি নেই বৃদ্ধ মায়ের। প্রতিবন্ধী ছেলে সিরাজুল ইসলামকে (৫৮) ভালো রাখতে ক্লান্তিহীন লড়াই একাই করে চলেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের দক্ষিণ মাটিয়াকুড়া গ্রামের ৭৫ বছর বয়সী জায়েদা খাতুন। 

জায়েদা খাতুনের স্বামী তফিল উদ্দিন মারা গেছেন বছর ৪০ আগে। অভাব অনটনে ভাগ্যের চাকা ঘোরাতে তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি চলে যান ঢাকায়। সেখানে কাজ নেন গার্মেন্টসে। বেতনের টাকা দিয়ে সন্তানদের বড় করেন। মেয়ে ও ছোট দুই ছেলেকে বিয়ে করান জায়েদা খাতুন। তবে, তার বড় ছেলে সিরাজুল বাক ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় করতে পারেনি সংসার। 

বয়স হয়ে যাওয়ায় কাজ করতে না পারায় জায়েদা খাতুনকে ফিরতে হয় দক্ষিণ মাটিয়াকুড়া গ্রামে। জীবনে সঞ্চয় করা টাকা দিয়ে এক টুকরো জমি কিনে তোলেন ঘর। এখন সেই ঘরে বসবাস তাদের। 

আরো পড়ুন:

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উদ্যোক্তা সাজ্জাদের সফলতা

ভিক্ষা নয়, সম্মানের সঙ্গে বাঁচতে চান প্রতিবন্ধী যুবক শহিদ

ছেলের দাড়ি আঁচড়ে দিচ্ছেন মা জায়েদা খাতুন  

এলাকাবাসী জানান, জায়েদা খাতুনের দুই ছেলে ঢাকায় লেবারের কাজ করেন। যা আয় করেন তা দিয়ে নিজেদের সংসার চালাতেই হিমশিম খান তারা। মেয়ে শ্বশুর বাড়িতে থাকে। জায়েদা খাতুনের ছেলে সিরাজুল বয়সে বুড়িয়ে গেলেও বুদ্ধিতে শিশুর মতো। ছেলের সেবাযত্ন ও ভরণপোষণের জন্য একসময় ভিক্ষাবৃত্তি শুরু করেন তিনি। অনেক বছর ভিক্ষা করে নিজের ও সন্তানের দায়িত্ব পালন করেছেন এই মা। বর্তমানে বয়সের ভারে নুয়ে পড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করা হয় না তার। বর্তমানে প্রতিবেশীদের দান ও দয়ায় চলে মা-ছেলের জীবন।

জায়েদা খাতুন বলেন, “আমার জীবনে সুখ বলতে কিছু নাই। পেটের পুলা (ছেলে) কই ফেলায়ে দিমু। পুলাডাও বুড়া হয়ে যাইতাছে, কিন্তু আমি আর কতদিন তারে দেখমু। আমি নিজেই চলতে পারি না। আমি মরে যাই সমস্যা নাই, পুলাডার যেন এডা গতি হয়। তাইলে আমি মরেও শান্তি পামু।”

শ্রীবরদী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.

কামরুজ্জামান বলেন, “মাকে বিধবা ও ছেলেকে প্রতিবন্ধী কার্ডের আওতায় আনা হয়েছে। তবে, এটা তাদের জীবনধারণের জন্য যথেষ্ট নয়। আরো সহযোগিতার সুযোগ আসলে তাদের দেওয়া হবে।”

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। নিজে গিয়ে তাদের দেখে আসব। তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।”

ঢাকা/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ