সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক কর্তৃক গৃহীত নিয়মিত পদক্ষেপের অংশ হিসেবে পরিদর্শনে যান তিনি।

এ সময় হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাসহ পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে হাতিরঝিল এলাকার বাউন্ডারি ওয়ালের সঙ্গে ফুটপাত ও ওয়াকওয়ে দখল করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন কাজের জন্য রাখা বালু ও বালু ভর্তি বস্তার স্তূপ অপসারণের নির্দেশ দেন। 

একইসাথে হাতিরঝিল এলাকায় উল্টো পথে ও নিয়ম না মেনে চলাচলকারী রিকশা ও অন্যান্য যানবাহন সঠিক পথে নিয়ম মেনে চলাচলের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এছাড়াও হাতিরঝিল এলাকায় অবস্থিত পার্কগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় হাতিরঝিল পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জউক ন কর ন র জউক

এছাড়াও পড়ুন:

গামছা ডালিমের জীবন আর ‘ব্যাক গিয়ারে’ ফিরবে না

‘জীবন গাড়ির নাই রে ব্যাক গিয়ার…।’

গত মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এই ছোট্ট স্ট্যাটাস দিয়েছিলেন রাজশাহীর জনপ্রিয় বাউলশিল্পী তরিকুল ইসলাম, যিনি ‘গামছা বাউল ডালিম’ নামে এলাকায় পরিচিত ছিলেন। কে জানত, মাত্র দুদিন পরই এই বাক্য যেন সত্য হয়ে যাবে তাঁর জীবনের জন্য! গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ৩৪ বছর বয়সী এই শিল্পী।

তরিকুল ইসলাম ওরফে ডালিম ছিলেন দুর্গাপুর পৌর এলাকার হরিপুর মহল্লার বাসিন্দা। তাঁর মাথায় গামছা বাঁধা ছিল এক অনন্যপরিচয়। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে ঘরোয়া মঞ্চ—সবখানেই তাঁকে দেখা যেত, সেই গামছা বেঁধে গান গাইতে। ফেসবুক পেজের নামটাও তা–ই ছিল, ‘গামছা বাউল ডালিম’।

সেই পেজে ঢুকলেই চোখে পড়ছে তাঁর অসংখ্য গানের ভিডিও, ‘মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম’, ‘নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে’, ‘পাগলা ঘণ্টা বানাইছে রে বড় পাগলে’, ‘আমায় কি মনে পড়ে না’, ‘রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে’, ‘চাতুরি করিয়া মোরে সাদা দিলে কাদা লাগাই গেলি’, ‘কলিজাতে দাগ লেগেছে’, কিংবা ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’—এসব গান কখনো স্কুলের ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন, কখনো মঞ্চে বা ওষুধ কোম্পানির অনুষ্ঠানে গাইছেন।

বাউলশিল্পী তরিকুল ইসলাম

সম্পর্কিত নিবন্ধ