ফুটপাত থেকে বালুর বস্তা অপসারণের নিদেশ
Published: 5th, May 2025 GMT
সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক কর্তৃক গৃহীত নিয়মিত পদক্ষেপের অংশ হিসেবে পরিদর্শনে যান তিনি।
এ সময় হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাসহ পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে হাতিরঝিল এলাকার বাউন্ডারি ওয়ালের সঙ্গে ফুটপাত ও ওয়াকওয়ে দখল করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন কাজের জন্য রাখা বালু ও বালু ভর্তি বস্তার স্তূপ অপসারণের নির্দেশ দেন।
একইসাথে হাতিরঝিল এলাকায় উল্টো পথে ও নিয়ম না মেনে চলাচলকারী রিকশা ও অন্যান্য যানবাহন সঠিক পথে নিয়ম মেনে চলাচলের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এছাড়াও হাতিরঝিল এলাকায় অবস্থিত পার্কগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় হাতিরঝিল পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গিয়াসউদ্দিনের শোভাযাত্রায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস'র যোগদান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সহস্রাধিক গাড়ি নিয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিনের মূল শোভাযাত্রায় অংশগ্রহন করেছে করেছে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড থেকে এই গাড়িবহরের শোভাযাত্রাটি শুরু হয়ে বটতলী এলাকায় মূল শোভাযাত্রায় যোগদান করে।
সিদ্ধিরগঞ্জ থানা জাসাস'র আহ্বায়ক মোঃ শামীম আহমেদ ঢালী ও সদস্য সচিব মোঃ আকাশ প্রধান এর নেতৃত্বে যোগদান করা জাসাস এর গাড়িবহরে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি মোঃ স্বপন চৌধুরী।
শোভাযাত্রায় সহস্রাধিক গাড়ি ছাড়াও অসংখ্য মোটরসাইকেল অংশগ্রহন করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস সহ ১০ ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে সিদ্ধিরগঞ্জের রাজপথ মুখরিত করে তোলে।