যুক্তরাষ্ট্রে শীর্ষ সামরিক পদ ২০ শতাংশ কমানোর নির্দেশ, বাদ পড়বেন অনেক চার তারকা কর্মকর্তা
Published: 6th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল সোমবার সামরিক বাহিনী থেকে চার-তারকা কর্মকর্তার সংখ্যা ২০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে পেন্টাগনে এমন কাটছাঁট মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরকে ‘ঝাঁকুনি’ দিয়েছে।
সামরিক বাহিনীর শীর্ষস্তরের কর্মকর্তার সংখ্যা অনেক বেশি, হেগসেথ তাঁর এ দৃষ্টিভঙ্গির ব্যাপারে দীর্ঘদিন ধরেই সোচ্চার হচ্ছেন।
ট্রাম্পের সমর্থক সংবাদমাধ্যম ফক্স নিউজের সাবেক সঞ্চালক হেগসেথ অতি দ্রুততার সঙ্গে দপ্তর পুনর্গঠনের কাজ শুরু করেছেন। তিনি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কর্মসূচিকে কার্যকর করতে এবং তাঁর মতে বৈষম্যমূলক বিভিন্ন বৈচিত্র্য কর্মসূচি বাদ দিতে একাধিক জেনারেল ও অ্যাডমিরালকে বরখাস্ত করেছেন।
এক চিঠিতে প্রতিরক্ষামন্ত্রী জানান, ন্যাশনাল গার্ডে জেনারেল অফিসারের সংখ্যা ন্যূনতম ২০ শতাংশ এবং সামগ্রিকভাবে সামরিক বাহিনীতে জেনারেল ও ফ্ল্যাগ অফিসারের সংখ্যা বাড়তি ১০ শতাংশ কমানো হবে। এই চিঠির বিষয়ে প্রথম প্রতিবেদন করেছে রয়টার্স।
আরও জেনারেল বা অ্যাডমিরাল থাকলেই যে বেশি সাফল্য আসবে, তা নয়। শীর্ষ কর্মকর্তার সংখ্যা কমানোর নির্দেশ সবকিছু ছেঁটে ফেলার মতো পদক্ষেপ নয়। শীর্ষ কর্মকর্তাদের শাস্তি দিতে এ কাজ করা হয়নি। এটি (শাস্তি দেওয়া) ভুল ধারণা।পিট হেগসেথ, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীএদিকে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে হেগসেথ বলেন, ‘আরও জেনারেল বা অ্যাডমিরাল থাকলেই যে বেশি সাফল্য আসবে, তা নয়। শীর্ষ কর্মকর্তার সংখ্যা কমানোর নির্দেশ সবকিছু ছেঁটে ফেলার মতো পদক্ষেপ নয়। শীর্ষ কর্মকর্তাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এ কাজ করা হয়নি। এটি (শাস্তি দেওয়া) ভুল ধারণা।’
প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি জয়েন্ট চিফস অব স্টাফের সঙ্গে পরামর্শ করে ওই সিদ্ধান্তে পৌঁছেছেন এবং এর উদ্দেশ্য হলো, ‘কৌশলগত প্রস্তুতির সর্বোচ্চ মান নিশ্চিত করা।’
প্রতিরক্ষামন্ত্রীর নিয়োগ অনুমোদনের শুনানিতে হেগসেথ বলেছিলেন, ‘কর্মকর্তাদের সংখ্যা ও যুদ্ধক্ষেত্রে বিজয়ের মধ্যে একটি উল্টো সম্পর্ক (কর্মকর্তার সংখ্যা বাড়লে যুদ্ধ জয়ের সম্ভাবনা কমে) বিদ্যমান রয়েছে।’
ওই সময় মার্কিন সামরিক বাহিনীতে ৪৪টি চার-তারকা পদ ছিল। এর পর থেকে তিনি জয়েন্ট চিফসের চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল ও জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন।
হেগসেথ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়াকালে মার্কিন সামরিক বাহিনীতে ৪৪টি চার-তারকা পদ ছিল। এর পর থেকে তিনি জয়েন্ট চিফসের চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল ও জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন।রোড আইল্যান্ডের সিনেটর ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড হেগসেথের পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, হেগসেথ আগেও কোনো কারণ ছাড়াই সামরিক নেতৃত্বে পরিবর্তন এনেছেন।
জ্যাক রিড বলেন, ‘আমি সব সময় প্রতিরক্ষা বিভাগের দক্ষতা বৃদ্ধির পক্ষে ছিলাম। কিন্তু কর্মীদের ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে, কোনো ইচ্ছামতো শতকরা হারে নয়।’ তিনি আরও বলেন, ‘সঠিক যাচাই-বাছাই ছাড়া আমাদের সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের অনেক পদ বাদ দেওয়া কোনো দক্ষতা সৃষ্টি করবে না; বরং এটি সামরিক শক্তিকে পঙ্গু করে দিতে পারে।’
সতর্ক কিন্তু দ্রুত ছাঁটাই
গতকালের ভিডিওতে হেগসেথ বলেন, এই ছাঁটাই সতর্কভাবে হলেও ‘দ্রুততার সঙ্গে’ করা হবে।
ট্রাম্পের সমর্থক সংবাদমাধ্যম ফক্স নিউজের সাবেক সঞ্চালক হেগসেথ অতি দ্রুততার সঙ্গে দপ্তর পুনর্গঠনের কাজ শুরু করেছেন। তিনি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কর্মসূচিকে কার্যকর করতে এবং তাঁর মতে বৈষম্যমূলক বিভিন্ন বৈচিত্র্য কর্মসূচি বাদ দিতে একাধিক জেনারেল ও অ্যাডমিরালকে বরখাস্ত করেছেন।তবে কোন কোন পদ ছেঁটে ফেলা হবে, তা এখনো পরিষ্কার নয়। পেন্টাগন তার বৈশ্বিক কার্যক্রম পর্যালোচনা করছে এবং হেগসেথ কিছু যুদ্ধ-নিয়ন্ত্রণ কমান্ড একত্র করার কথা বিবেচনা করছেন। এসব কমান্ড বিশ্বের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় ও চার-তারকা কর্মকর্তাদের দিয়ে পরিচালিত হয়।
সম্ভাব্য কিছু বিকল্পের মধ্যে রয়েছে, মার্কিন আফ্রিকান কমান্ডকে মার্কিন ইউরোপীয় কমান্ডের সঙ্গে যুক্ত করা। এতে চার তারকা কর্মকর্তার একটি পদ কমবে। মধ্য ও দক্ষিণ আমেরিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন দক্ষিণাঞ্চলীয় কমান্ডকে মার্কিন উত্তরাঞ্চলীয় কমান্ডের সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও আছে।
আরও পড়ুনআরও প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনট্রাম্পের নির্দেশে ৫ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা পেন্টাগনের২২ ফেব্রুয়ারি ২০২৫প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর প্রধান ও কোরিয়ায় মার্কিন বাহিনীগুলোর প্রধানেরাও (চার তারকা কর্মকর্তা) হতে পারেন হেগসেথের কাটছাঁটের শিকার।
আমি সব সময় প্রতিরক্ষা বিভাগের দক্ষতা বৃদ্ধির পক্ষে ছিলাম। কিন্তু কর্মীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে, কোনো ইচ্ছামতো শতকরা হারে নয়।জ্যাক রিড, সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্যসাম্প্রতিক মাসগুলোতে পেন্টাগনে পরিবর্তন শুধু ইউনিফর্মধারী কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। গত কয়েক সপ্তাহে তিন শীর্ষ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। হেগসেথের চিফ অব স্টাফের নির্দেশে হওয়া একটি তদন্ত গত ২১ মার্চ ফাঁস হওয়ার পর ওই তিনজনকে বরখাস্ত করা হয়।
আরও পড়ুনসামাজিক নিরাপত্তা বিভাগের ৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র০১ মার্চ ২০২৫ছাঁটাই হওয়া এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হেগসেথের দীর্ঘদিনের সহকর্মী ও সবচেয়ে আস্থাভাজন উপদেষ্টাদের একজন ড্যান ক্যাল্ডওয়েল। ফাঁসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করলেও তাঁকে গত সপ্তাহে পেন্টাগন থেকে বের করে দেওয়া হয়। বরখাস্ত হওয়া অন্য একজন হলেন হেগসেথের ডেপুটি চিফ অব স্টাফ ড্যারিন সেলনিক।
আরও পড়ুনস্টারবাকসের ১১০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা সিইওর২৬ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনযুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরের প্রায় অর্ধেক জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা১২ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত র স খ য শ র ষ কর মকর ত কম ন র ন র দ শ কর মকর ত দ র কম ন ড
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার, স্নাতকে আবেদন, বেতন ৩৬০০০–৪৫০০০ টাকা
দেশের অন্যতম একটি বেসরকারি ব্যাংক ইস্টার্ণ ব্যাংক পিএলসি ‘কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকে ক্যাশ এরিয়া (ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চ) বিভাগের এ পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। ইস্টার্ণ ব্যাংক ক্যাশ এরিয়ায় (ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চ) কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে কতজন নেবে, তা নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা—*বাণিজ্যে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে
*স্নাতকে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে
*ন্যূনতম ১ থেকে ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
*বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে
*চমৎকার যোগাযোগদক্ষতা এবং আন্তব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার সক্ষমতা থাকতে হবে, পাশাপাশি পর্যাপ্ত কম্পিউটার জ্ঞানে দক্ষ হতে হবে
*দলগতভাবে কাজ করতে পারদর্শী, ইতিবাচক মানসিকতাসম্পন্ন এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
*বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, মানি লন্ডারিং প্রতিরোধসংক্রান্ত নির্দেশনা এবং অ্যান্টি–মানি লন্ডারিং (Anti-Money Laundering) নিয়ম মেনে চলার মানসিকতা থাকতে হবে।
আরও পড়ুনপ্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি৩ ঘণ্টা আগেবেতন: প্রবেশনের সময়ে বেতন হবে ৩৬,০০০ টাকা। প্রবেশনের সময় ৬ মাস। ৬ মাসের প্রবেশন শেষে বেতন হবে ৪৫,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন প্রার্থীরা।
আবেদনের বয়স: নির্ধারিত নয়*কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ১৩ মে ২০২৫
আরও পড়ুনবেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসে আবেদন, কর্মস্থল চট্টগ্রাম২৬ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ৩ ঘণ্টা আগে