রেকর্ড গড়ে পর্দা নামল ১৩৭তম ক্যান্টন ফেয়ারের
Published: 6th, May 2025 GMT
১৩৭তম চীন আমদানি ও রপ্তানি মেলা অফলাইন প্রদর্শনী সোমবার কুয়াংচৌতে শেষ হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী বিদেশি ক্রেতার সংখ্যা এবং স্থানীয়ভাবে রপ্তানি লেনদেনের মতো অনেক সূচক নতুন ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছে।
সিএমজি জানিয়েছে, গত ৪ মে পর্যন্ত, ২১৯টি দেশ ও অঞ্চল থেকে মোট ২ লাখ ৮৮ হাজার ৯০০ বিদেশি ক্রেতা মেলায় অংশগ্রহণ করেন, যা গত বসন্তে একই সময়ের অনুষ্ঠিত ১৩৫তম ক্যান্টন ফেয়ারের তুলনায় ১৭.
ক্যান্টন ফেয়ারে মোট ১৪০টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৬ শতাংশ বেশি এবং ৩৭৬টি প্রধান বহুজাতিক ক্রয়কারী সংস্থা অংশ নিয়েছে, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
গত ১৫ এপ্রিল থেকে চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে শুরু হয় এ মেলার প্রথম পর্ব। মেলার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ২৩ থেকে ২৭ এপ্রিল তৃতীয় পর্বের মেলা শেষ হয় ৫মে।
ঢাকা/হাসান/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো বাঁধের ১৬টি গেট
রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) গতকাল সোমবার রাত ১২টা ২ মিনিটে খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় এসব গেট খুলে দেওয়া হয়।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, হ্রদে পানির চাপ বাড়ায় আজ মঙ্গলবার সকাল নয়টায় কাপ্তাই বাঁধের সব কটি গেট খুলে দেওয়ার কথা ছিল। তবে দ্রুত পানি বেড়ে যাওয়ায় রাতেই গেট খুলে দেওয়া হয়।
পানি ছাড়ার আগে কাপ্তাই হ্রদে পানি ছিল ১০৮ দশমিক ৫ ফুট। ১০৮ ফুট উচ্চতা কাপ্তাই হ্রদের পানির বিপৎসীমা হিসেবে নির্ধারণ করা হয়। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।
এদিকে কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় এর মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।