রেকর্ড গড়ে পর্দা নামল ১৩৭তম ক্যান্টন ফেয়ারের
Published: 6th, May 2025 GMT
১৩৭তম চীন আমদানি ও রপ্তানি মেলা অফলাইন প্রদর্শনী সোমবার কুয়াংচৌতে শেষ হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী বিদেশি ক্রেতার সংখ্যা এবং স্থানীয়ভাবে রপ্তানি লেনদেনের মতো অনেক সূচক নতুন ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছে।
সিএমজি জানিয়েছে, গত ৪ মে পর্যন্ত, ২১৯টি দেশ ও অঞ্চল থেকে মোট ২ লাখ ৮৮ হাজার ৯০০ বিদেশি ক্রেতা মেলায় অংশগ্রহণ করেন, যা গত বসন্তে একই সময়ের অনুষ্ঠিত ১৩৫তম ক্যান্টন ফেয়ারের তুলনায় ১৭.
ক্যান্টন ফেয়ারে মোট ১৪০টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৬ শতাংশ বেশি এবং ৩৭৬টি প্রধান বহুজাতিক ক্রয়কারী সংস্থা অংশ নিয়েছে, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
গত ১৫ এপ্রিল থেকে চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে শুরু হয় এ মেলার প্রথম পর্ব। মেলার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ২৩ থেকে ২৭ এপ্রিল তৃতীয় পর্বের মেলা শেষ হয় ৫মে।
ঢাকা/হাসান/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।