প্রিয় এসএসসি পরীক্ষার্থী, হিসাববিজ্ঞান বিষয়টি ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটি একটি প্রায়োগিক বিষয়। মনে রেখো, এখানে গাণিতিক সমস্যা সমাধান করে দেখানোর বিষয় রয়েছে। রেওয়ামিল, দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা ও খতিয়ানের অধ্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হিসাববিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর পেতে চাইলে নিচের টিপসগুলো মনে রেখো।

নম্বর বিভাজন জেনে নাও

পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে ৩০টি প্রশ্ন থেকে ৩০টির উত্তর দিতে হবে। আর  সৃজনশীল অংশে ১১টি প্রশ্ন থাকবে। ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৭টির উত্তর দিতে হবে। সৃজনশীল অংশের প্রশ্ন নির্বাচনে তোমাকে সতর্ক থাকতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সময়ের বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে।

বহুনির্বাচনি অংশ

বহুনির্বাচনিতে ভালো করতে নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালোভাবে রিভিশন দেবে। পুরো বই থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর আসবে। তাই পুরো বই ভালো করে রিভিশন দেব। চারটি বিকল্প উত্তরের মধ্যে সবচেয়ে সঠিক উত্তরটি বেছে নেবে। বহুনির্বাচনির উত্তরপত্রে টিক দেওয়ার সময় কোনো কাটাকাটি করবে না।

সৃজনশীল অংশ

সৃজনশীল প্রশ্ন থেকে এমন অঙ্ক বাছাই করবে, যেন ২৫ মিনিটের মধ্যে প্রতিটি প্রশ্নের (ক+খ+গ) উত্তর দিতে পারো। নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রে শুরু থেকেই পড়ে যেটি পারবে এবং নিশ্চিত থাকবে, সেটির সঙ্গে সঙ্গে সঠিক উত্তর দিতে চেষ্টা করবে। অন্যথায় সম্পূর্ণ প্রশ্নপত্র একনাগাড়ে পড়তে শুরু করলে কোন কোন প্রশ্নের উত্তর দেবে, তা নির্বাচন করতে অধিক সময় নষ্ট হয়ে যেতে পারে। সৃজনশীল প্রশ্নের উত্তর ঠিক করে লিখবে। চারটি ধাপ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখা শেষ করবে।

আরও পড়ুনপ্রাথমিকে বৃত্তিও চালু করতে যাচ্ছি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা০৩ মে ২০২৫

সময়কে কাজে লাগাও

যেকোনো পরীক্ষায় ভালো করার পূর্বশর্ত হচ্ছে, সে বিষয়ে মনোযোগ দিয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া। হিসাববিজ্ঞানের জন্যও সেটা প্রযোজ্য। সব অধ্যায়ের অঙ্কগুলো আবার রিভিশন দেওয়ার উপযুক্ত সময় এটাই। এসএসসি পরীক্ষার আগের এ সময়টা কাজে লাগাও বেশি বেশি অনুশীলনের মাধ্যমে। এতে অঙ্কগুলোর উত্তর নিয়ে আত্মবিশ্বাস বাড়বে।

ছক কেটে অঙ্ক করবে—

হিসাববিজ্ঞানে যতটুকু সময় দিয়েছ, তার পুরোটাই কাজে লাগাবে পরীক্ষার হলে আর পরীক্ষার খাতায়। অঙ্কগুলো ভালোমতো ছক কেটে খাতায় করবে। নিয়মিত ছক কেটে অঙ্ক অনুশীলন করেছ, তাই পরীক্ষার হলে ছকের পেছনে নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে পারবে। এতে পরীক্ষায় ছক কেটে অঙ্ক করতে গিয়ে সময় নিয়ে হিমশিম খেতে হবে না। পরীক্ষার আগে পর্যাপ্ত অনুশীলন করেছ তাই অন্যদের তুলনায় এগিয়ে যেতে পারবে। মনে অবশ্যই আত্মবিশ্বাস রাখবে।

আরও পড়ুনএইচএসসি পরীক্ষার দুই মাস বাকি, পরীক্ষার্থীদের করণীয় ১০ পরামর্শ০১ মে ২০২৫

গাণিতিক সমাধান

প্রশ্নের গাণিতিক উত্তরগুলো বুঝে সমাধান করবে। গাণিতিক সমাধানের বিষয়টি করার সময় অবশ্যই হিসাব ঠান্ডা মাথায় করবে।

এখানে কাটাকাটি  হওয়ার আশঙ্কা থাকে, তা বিশেষভাবে মনে রাখবে। কোনো প্রশ্নের উত্তর ভুল সমাধানের সুযোগ নেই। উত্তর ভুল হলে নম্বর কাটা যাবে।

জেনে রাখো দরকারি তথ্য

১.

ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল হলো চালান।

২. ঋণ গ্রহণ করার ফলে বৃদ্ধি পাবে সম্পদ ও দায়।

৩. জাবেদাকে বলা হয় প্রাথমিক বই।

৪. আধুনিক হিসাববিজ্ঞানের মূলভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি।

৫.খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই।

৬.জের টানার অপর নাম ব্যালেন্সিং।

৭. খতিয়ানকে বলা হয় সব বইয়ের রাজা ও প্রধান বই।

৮. জাবেদা ও খতিয়ানের ভুলত্রুটি উদ্‌ঘাটন ও সংশোধন করে রেওয়ামিল।

লেখা: মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর হাইস্কুল ও কলেজ, ঢাকা

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র স জনশ ল ছক ক ট খত য় ন

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক এবং মনোবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও বিবরণ

১। সহকারী অধ্যাপক

বিভাগ: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। অনার্সে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান প্রার্থী না থাকলে ইইই/পদার্থবিজ্ঞান প্রার্থী বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে।

বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।

২। সহকারী অধ্যাপক

বিভাগ: মার্কেটিং

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিবিএ ও এমবিএ–তে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।

আরও পড়ুনজাহাঙ্গীরনগরের সামিয়া ইসলাম চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন অক্সফোর্ডকেই বেছে নিলেন৯ ঘণ্টা আগে

৩। প্রভাষক

বিভাগ: মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান

পদসংখ্যা: ০৩ (বিষয়: মার্কেটিং–২, গণিত/পরিসংখ্যান–১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মার্কেটিং/গণিত/পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি এবং গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও ভাতা: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

আরও পড়ুনরংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে নিয়োগ২ ঘণ্টা আগে

আবেদনের নিয়ম

প্রত্যেক পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর জমা দিতে হবে। বর্তমানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

৭৫০ টাকা।

আবেদনের শেষ সময়

তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ: ২১ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান বিভাগ: ১৯ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি