প্রিয় এসএসসি পরীক্ষার্থী, হিসাববিজ্ঞান বিষয়টি ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটি একটি প্রায়োগিক বিষয়। মনে রেখো, এখানে গাণিতিক সমস্যা সমাধান করে দেখানোর বিষয় রয়েছে। রেওয়ামিল, দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা ও খতিয়ানের অধ্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হিসাববিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর পেতে চাইলে নিচের টিপসগুলো মনে রেখো।

নম্বর বিভাজন জেনে নাও

পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে ৩০টি প্রশ্ন থেকে ৩০টির উত্তর দিতে হবে। আর  সৃজনশীল অংশে ১১টি প্রশ্ন থাকবে। ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৭টির উত্তর দিতে হবে। সৃজনশীল অংশের প্রশ্ন নির্বাচনে তোমাকে সতর্ক থাকতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সময়ের বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে।

বহুনির্বাচনি অংশ

বহুনির্বাচনিতে ভালো করতে নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালোভাবে রিভিশন দেবে। পুরো বই থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর আসবে। তাই পুরো বই ভালো করে রিভিশন দেব। চারটি বিকল্প উত্তরের মধ্যে সবচেয়ে সঠিক উত্তরটি বেছে নেবে। বহুনির্বাচনির উত্তরপত্রে টিক দেওয়ার সময় কোনো কাটাকাটি করবে না।

সৃজনশীল অংশ

সৃজনশীল প্রশ্ন থেকে এমন অঙ্ক বাছাই করবে, যেন ২৫ মিনিটের মধ্যে প্রতিটি প্রশ্নের (ক+খ+গ) উত্তর দিতে পারো। নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রে শুরু থেকেই পড়ে যেটি পারবে এবং নিশ্চিত থাকবে, সেটির সঙ্গে সঙ্গে সঠিক উত্তর দিতে চেষ্টা করবে। অন্যথায় সম্পূর্ণ প্রশ্নপত্র একনাগাড়ে পড়তে শুরু করলে কোন কোন প্রশ্নের উত্তর দেবে, তা নির্বাচন করতে অধিক সময় নষ্ট হয়ে যেতে পারে। সৃজনশীল প্রশ্নের উত্তর ঠিক করে লিখবে। চারটি ধাপ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখা শেষ করবে।

আরও পড়ুনপ্রাথমিকে বৃত্তিও চালু করতে যাচ্ছি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা০৩ মে ২০২৫

সময়কে কাজে লাগাও

যেকোনো পরীক্ষায় ভালো করার পূর্বশর্ত হচ্ছে, সে বিষয়ে মনোযোগ দিয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া। হিসাববিজ্ঞানের জন্যও সেটা প্রযোজ্য। সব অধ্যায়ের অঙ্কগুলো আবার রিভিশন দেওয়ার উপযুক্ত সময় এটাই। এসএসসি পরীক্ষার আগের এ সময়টা কাজে লাগাও বেশি বেশি অনুশীলনের মাধ্যমে। এতে অঙ্কগুলোর উত্তর নিয়ে আত্মবিশ্বাস বাড়বে।

ছক কেটে অঙ্ক করবে—

হিসাববিজ্ঞানে যতটুকু সময় দিয়েছ, তার পুরোটাই কাজে লাগাবে পরীক্ষার হলে আর পরীক্ষার খাতায়। অঙ্কগুলো ভালোমতো ছক কেটে খাতায় করবে। নিয়মিত ছক কেটে অঙ্ক অনুশীলন করেছ, তাই পরীক্ষার হলে ছকের পেছনে নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে পারবে। এতে পরীক্ষায় ছক কেটে অঙ্ক করতে গিয়ে সময় নিয়ে হিমশিম খেতে হবে না। পরীক্ষার আগে পর্যাপ্ত অনুশীলন করেছ তাই অন্যদের তুলনায় এগিয়ে যেতে পারবে। মনে অবশ্যই আত্মবিশ্বাস রাখবে।

আরও পড়ুনএইচএসসি পরীক্ষার দুই মাস বাকি, পরীক্ষার্থীদের করণীয় ১০ পরামর্শ০১ মে ২০২৫

গাণিতিক সমাধান

প্রশ্নের গাণিতিক উত্তরগুলো বুঝে সমাধান করবে। গাণিতিক সমাধানের বিষয়টি করার সময় অবশ্যই হিসাব ঠান্ডা মাথায় করবে।

এখানে কাটাকাটি  হওয়ার আশঙ্কা থাকে, তা বিশেষভাবে মনে রাখবে। কোনো প্রশ্নের উত্তর ভুল সমাধানের সুযোগ নেই। উত্তর ভুল হলে নম্বর কাটা যাবে।

জেনে রাখো দরকারি তথ্য

১.

ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল হলো চালান।

২. ঋণ গ্রহণ করার ফলে বৃদ্ধি পাবে সম্পদ ও দায়।

৩. জাবেদাকে বলা হয় প্রাথমিক বই।

৪. আধুনিক হিসাববিজ্ঞানের মূলভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি।

৫.খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই।

৬.জের টানার অপর নাম ব্যালেন্সিং।

৭. খতিয়ানকে বলা হয় সব বইয়ের রাজা ও প্রধান বই।

৮. জাবেদা ও খতিয়ানের ভুলত্রুটি উদ্‌ঘাটন ও সংশোধন করে রেওয়ামিল।

লেখা: মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর হাইস্কুল ও কলেজ, ঢাকা

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র স জনশ ল ছক ক ট খত য় ন

এছাড়াও পড়ুন:

এসএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা কীভাবে ফলাফল জানতে পারবে, তা–ও জানিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ফলাফল সংগ্রহ করতে হবে।

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে৩০ জুলাই ২০২৫

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ১০ জুলাই প্রকাশ করা হয়। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। খাতা পুনর্নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছে পরীক্ষার্থীরা। আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে জানানো হয়েছে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেবে সরকার
  • আড়াইহাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • এসএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার
  • এসএসসি পরীক্ষার সনদ পাওয়া থেকে বঞ্চিত হওয়া মোটেই কাম্য নয়
  • এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১০ আগস্ট
  • প্রেমে সাড়া না পেয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, আড়াই মাস পর উদ্ধার
  • বাউবির এসএসসি ফলাফল পুনর্নিরীক্ষণ, পুনঃপরীক্ষা ফি জমাদান ও ফলাফল সংশোধনের জরুরি নির্দেশনা
  • চট্টগ্রামে নারী শিক্ষার্থীদের কেয়ারগিভিং কোর্স, সম্পূর্ণ বিনা খরচে