হিসাববিজ্ঞান বিষয়ে এ+ পেতে চাও, গাণিতিক সমাধান ঠিক করো
Published: 6th, May 2025 GMT
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, হিসাববিজ্ঞান বিষয়টি ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটি একটি প্রায়োগিক বিষয়। মনে রেখো, এখানে গাণিতিক সমস্যা সমাধান করে দেখানোর বিষয় রয়েছে। রেওয়ামিল, দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা ও খতিয়ানের অধ্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হিসাববিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর পেতে চাইলে নিচের টিপসগুলো মনে রেখো।
নম্বর বিভাজন জেনে নাও
পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে ৩০টি প্রশ্ন থেকে ৩০টির উত্তর দিতে হবে। আর সৃজনশীল অংশে ১১টি প্রশ্ন থাকবে। ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৭টির উত্তর দিতে হবে। সৃজনশীল অংশের প্রশ্ন নির্বাচনে তোমাকে সতর্ক থাকতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সময়ের বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে।
বহুনির্বাচনি অংশ
বহুনির্বাচনিতে ভালো করতে নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালোভাবে রিভিশন দেবে। পুরো বই থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর আসবে। তাই পুরো বই ভালো করে রিভিশন দেব। চারটি বিকল্প উত্তরের মধ্যে সবচেয়ে সঠিক উত্তরটি বেছে নেবে। বহুনির্বাচনির উত্তরপত্রে টিক দেওয়ার সময় কোনো কাটাকাটি করবে না।
সৃজনশীল অংশ
সৃজনশীল প্রশ্ন থেকে এমন অঙ্ক বাছাই করবে, যেন ২৫ মিনিটের মধ্যে প্রতিটি প্রশ্নের (ক+খ+গ) উত্তর দিতে পারো। নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রে শুরু থেকেই পড়ে যেটি পারবে এবং নিশ্চিত থাকবে, সেটির সঙ্গে সঙ্গে সঠিক উত্তর দিতে চেষ্টা করবে। অন্যথায় সম্পূর্ণ প্রশ্নপত্র একনাগাড়ে পড়তে শুরু করলে কোন কোন প্রশ্নের উত্তর দেবে, তা নির্বাচন করতে অধিক সময় নষ্ট হয়ে যেতে পারে। সৃজনশীল প্রশ্নের উত্তর ঠিক করে লিখবে। চারটি ধাপ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখা শেষ করবে।
আরও পড়ুনপ্রাথমিকে বৃত্তিও চালু করতে যাচ্ছি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা০৩ মে ২০২৫সময়কে কাজে লাগাও
যেকোনো পরীক্ষায় ভালো করার পূর্বশর্ত হচ্ছে, সে বিষয়ে মনোযোগ দিয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া। হিসাববিজ্ঞানের জন্যও সেটা প্রযোজ্য। সব অধ্যায়ের অঙ্কগুলো আবার রিভিশন দেওয়ার উপযুক্ত সময় এটাই। এসএসসি পরীক্ষার আগের এ সময়টা কাজে লাগাও বেশি বেশি অনুশীলনের মাধ্যমে। এতে অঙ্কগুলোর উত্তর নিয়ে আত্মবিশ্বাস বাড়বে।
ছক কেটে অঙ্ক করবে—
হিসাববিজ্ঞানে যতটুকু সময় দিয়েছ, তার পুরোটাই কাজে লাগাবে পরীক্ষার হলে আর পরীক্ষার খাতায়। অঙ্কগুলো ভালোমতো ছক কেটে খাতায় করবে। নিয়মিত ছক কেটে অঙ্ক অনুশীলন করেছ, তাই পরীক্ষার হলে ছকের পেছনে নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে পারবে। এতে পরীক্ষায় ছক কেটে অঙ্ক করতে গিয়ে সময় নিয়ে হিমশিম খেতে হবে না। পরীক্ষার আগে পর্যাপ্ত অনুশীলন করেছ তাই অন্যদের তুলনায় এগিয়ে যেতে পারবে। মনে অবশ্যই আত্মবিশ্বাস রাখবে।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষার দুই মাস বাকি, পরীক্ষার্থীদের করণীয় ১০ পরামর্শ০১ মে ২০২৫গাণিতিক সমাধান
প্রশ্নের গাণিতিক উত্তরগুলো বুঝে সমাধান করবে। গাণিতিক সমাধানের বিষয়টি করার সময় অবশ্যই হিসাব ঠান্ডা মাথায় করবে।
এখানে কাটাকাটি হওয়ার আশঙ্কা থাকে, তা বিশেষভাবে মনে রাখবে। কোনো প্রশ্নের উত্তর ভুল সমাধানের সুযোগ নেই। উত্তর ভুল হলে নম্বর কাটা যাবে।
জেনে রাখো দরকারি তথ্য
১.
২. ঋণ গ্রহণ করার ফলে বৃদ্ধি পাবে সম্পদ ও দায়।
৩. জাবেদাকে বলা হয় প্রাথমিক বই।
৪. আধুনিক হিসাববিজ্ঞানের মূলভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি।
৫.খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই।
৬.জের টানার অপর নাম ব্যালেন্সিং।
৭. খতিয়ানকে বলা হয় সব বইয়ের রাজা ও প্রধান বই।
৮. জাবেদা ও খতিয়ানের ভুলত্রুটি উদ্ঘাটন ও সংশোধন করে রেওয়ামিল।
লেখা: মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর হাইস্কুল ও কলেজ, ঢাকা
আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র স জনশ ল ছক ক ট খত য় ন
এছাড়াও পড়ুন:
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, এবার পরীক্ষা কেন্দ্র ২টি, ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারই প্রথম শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসেও পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। দুটি কেন্দ্রেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
আজ রোববার রুয়েটের বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই ভর্তি পরীক্ষায় ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুনএইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী৪ ঘণ্টা আগেআবেদনের যোগ্যতাভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ২০২৫ সালে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ পেতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে মোট জিপিএ ১৪ থাকতে হবে।
ও এবং এ লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে আলাদাভাবে বি গ্রেড পেতে হবে। আবেদনকারীর এ লেভেল সনদ অবশ্যই ২০২৪ সালের নভেম্বর বা তার পরের হতে হবে।
আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।
আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫