ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় ফতুল্লা আন্তজার্তিক স্টেডিয়ামের সামনে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ পরিকল্পনায় নাভিঃশ্বাস হয়ে উঠেছে এলাকাবাসী।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি এবং একের পর এক মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েও কোন প্রতিকার না হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার করছে।

এতোকিছুর পরও ট্রাকস্ট্যান্ড নির্মাণ কাজ অব্যাহত থাকায় জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে। মূলতঃ নারায়ণগঞ্জের তথাকথিত গডফাদার শামীম ওসমানের অন্যতম ক্যাডার শাহ নিজামের সহযোগী জনৈক সেলিম ও তার কতিপয় দালাল ওসমান পরিবারের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য নিয়েই এহেন অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়,একনেকে ট্রাকস্ট্যান্ড নির্মাণের বিষয়ে লিংক রোডের চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত যে কোন সুবিধাজনক জায়গায় করার কথা বলা হয়েছে। লামপাড়া স্টেডিয়ামের সামনেই করতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই।

ইচ্ছে করলে নওম পার্ক (নাসিম ওসমান পার্ক) জায়গাটিতেও করতে পারে ৫ আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর হতে ওই জায়গাটি সরকারের খাস জমি হিসেবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অথচ রহস্যজনক কারণে সেলিম গং নিজ স্বার্থ হাসিল করতে ফতুল্লা আন্তজার্তিক স্টেডিয়ামের ওই স্থানটিকেই বেছে নিয়েছে।

এলাকাবাসীর মতে, সেলিম গং স্ট্যান্ড নির্মাণের নামে আওয়ামী দোসর শামীম ওসমান ও শাহ নিজামের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছেন। তারা আরো জানান.

এই অঞ্চলে আমাদের শত শত পরিবারের বসবাস। এখানে আমাদের রুটি রোজগারের সংস্থান রয়েছে।

তার উপরে এলাকায় একটি আন্তজার্তিক স্টেডিয়াম রয়েছে সব মিলিয়ে আমাদের এলাকাটিকে জ্যামের নগরী করার পরিকল্পনা করছে তারা। তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিত। এই স্থানেই ট্রাকস্ট্যান্ড করতে হবে এমনতো কোন কথা নেই। সামনে প্রচুর সরকারি জায়গা রয়েছে।

নওম পাকর্ (নাসিম ওসমান পার্ক),জালকুড়ি ময়লার ভাগারসহ পরিকত্যক্ত অনেক জায়গা রয়েছে সেখানে না করে একরকম গোঁড়ামী করে সেলিম গং ট্রাকস্ট্যান্ডটি করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

তারা হয়তো বা বড় ধরণের কোন চুক্তি নিয়েই এই কাজটি করছি। এলাকাবাসীর জোরালো দাবি,সড়ক ও জনপথ বিভাগ জন সাধারণের জান মালের বিষয়টি বিবেচনা করে স্ট্যান্ডটি যেন অন্যত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

অন্যথায় জীবন দেয়া হবে তবু লামাপাড়াবাসী তাদের স্টেডিয়ামের সৌন্দর্য বিনষ্ট হতে দিবে না। একই সাথে অত্র অঞ্চলের পরিবেশ সমুন্নত রাখতে তারা যে কোন পরিস্থিতি মোকাবেলায় দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক ব স ম ওসম ন

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

আজ শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  
  • ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৮০০ কিট দিলেন মামুন মাহমুদ
  • আ’লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শহরে মহানগর বিএনপির বিক্ষোভ
  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন