ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় ফতুল্লা আন্তজার্তিক স্টেডিয়ামের সামনে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ পরিকল্পনায় নাভিঃশ্বাস হয়ে উঠেছে এলাকাবাসী।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি এবং একের পর এক মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েও কোন প্রতিকার না হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার করছে।

এতোকিছুর পরও ট্রাকস্ট্যান্ড নির্মাণ কাজ অব্যাহত থাকায় জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে। মূলতঃ নারায়ণগঞ্জের তথাকথিত গডফাদার শামীম ওসমানের অন্যতম ক্যাডার শাহ নিজামের সহযোগী জনৈক সেলিম ও তার কতিপয় দালাল ওসমান পরিবারের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য নিয়েই এহেন অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়,একনেকে ট্রাকস্ট্যান্ড নির্মাণের বিষয়ে লিংক রোডের চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত যে কোন সুবিধাজনক জায়গায় করার কথা বলা হয়েছে। লামপাড়া স্টেডিয়ামের সামনেই করতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই।

ইচ্ছে করলে নওম পার্ক (নাসিম ওসমান পার্ক) জায়গাটিতেও করতে পারে ৫ আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর হতে ওই জায়গাটি সরকারের খাস জমি হিসেবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অথচ রহস্যজনক কারণে সেলিম গং নিজ স্বার্থ হাসিল করতে ফতুল্লা আন্তজার্তিক স্টেডিয়ামের ওই স্থানটিকেই বেছে নিয়েছে।

এলাকাবাসীর মতে, সেলিম গং স্ট্যান্ড নির্মাণের নামে আওয়ামী দোসর শামীম ওসমান ও শাহ নিজামের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছেন। তারা আরো জানান.

এই অঞ্চলে আমাদের শত শত পরিবারের বসবাস। এখানে আমাদের রুটি রোজগারের সংস্থান রয়েছে।

তার উপরে এলাকায় একটি আন্তজার্তিক স্টেডিয়াম রয়েছে সব মিলিয়ে আমাদের এলাকাটিকে জ্যামের নগরী করার পরিকল্পনা করছে তারা। তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিত। এই স্থানেই ট্রাকস্ট্যান্ড করতে হবে এমনতো কোন কথা নেই। সামনে প্রচুর সরকারি জায়গা রয়েছে।

নওম পাকর্ (নাসিম ওসমান পার্ক),জালকুড়ি ময়লার ভাগারসহ পরিকত্যক্ত অনেক জায়গা রয়েছে সেখানে না করে একরকম গোঁড়ামী করে সেলিম গং ট্রাকস্ট্যান্ডটি করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

তারা হয়তো বা বড় ধরণের কোন চুক্তি নিয়েই এই কাজটি করছি। এলাকাবাসীর জোরালো দাবি,সড়ক ও জনপথ বিভাগ জন সাধারণের জান মালের বিষয়টি বিবেচনা করে স্ট্যান্ডটি যেন অন্যত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

অন্যথায় জীবন দেয়া হবে তবু লামাপাড়াবাসী তাদের স্টেডিয়ামের সৌন্দর্য বিনষ্ট হতে দিবে না। একই সাথে অত্র অঞ্চলের পরিবেশ সমুন্নত রাখতে তারা যে কোন পরিস্থিতি মোকাবেলায় দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক ব স ম ওসম ন

এছাড়াও পড়ুন:

বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্

১০ ডিসেম্বর  আন্তর্জাতিক  মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল- (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) প্রতি বছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় পালন করা হলো  বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫। 

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি  এড.সাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সংগঠনের  সাধারণ সম্পাদক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ এর  সার্বিক তত্বাবধানে ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা নিয়ে  কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এবারের বিশ্ব মানবাধিকার দিবস কে জনবান্ধব রাজনীতির দাবিকে প্রতিবাদ্য করে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে হিউম্যান এইড (হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল) 

সেই সাথে হিউম্যান এইড এর উদাত্ত আহ্বান, এদেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো  বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে। এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে।

ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবি রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু,  সাংবাদিক ও মানবাধিকার কর্মী সনিয়া দেওয়ান  প্রীতি, বাংলাদেশ  রাইটার্স ক্লাবের নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক মনির হোসেন, এন এ এন টিভি জেলা প্রতিনিধি শাহজাহান সহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল  নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কমল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ বশির সরকার, সহ অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক জি এ  রাজু, প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম, যুগ্ন প্রচার সম্পাদক রঞ্জন চৌহান, সদস্য মোঃ ফিরোজ খান সহ আরো  অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সর্বপরি, হিউম্যান এইড বলতে চায়- দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
  • বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ  
  • নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম
  • সোনারগাঁয়ে এনসিপির উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ
  • সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু
  • রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া 
  • ‎মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্