সময়োপযোগী গ্রাহক চাহিদা পূরণে সব ধরনের প্রযুক্তি ব্র্যান্ড স্মার্টফোনে নিত্যনতুন ফিচার ও আধুনিকতা যুক্ত করছে। দীর্ঘস্থায়িত্ব আর টেকসই নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। ফ্যাশন ও দৃষ্টিনন্দন অবয়বে গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যসব বাহ্যিক ডিজাইন। নির্মাতারা বলছে, এসব শর্ত পূরণ করে বাংলাদেশে নতুন স্মার্টফোন মডেল সি৭৫এক্স উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। আর্মরশেল প্রটেশনযুক্ত ড্যামেজ-প্রুফ ফিচার ফোন এটি। সাশ্রয়ী বাজেটের মডেল দিয়ে করা যাবে আন্ডারওয়াটার ফটোগ্রাফি।
আইপি রেটিং
মডেলটি পানি, ধুলা ও হুট করে পড়ে গেলে সুরক্ষা পায়। আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং ও মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড মডেল এটি। মূলত আইপি৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি৬৮ পানির নিচে আর আইপি৬৯ হাই- প্রেশার, হাই- টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ডিভাইসের সুরক্ষা দেয়।
সার্টিফিকেশন তত্ত্ব বলছে, মডেলটি ০.
ক্যামেয়ার ফ্লিকার লেন্স
মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও পেছনের প্যানেলে ফ্লিকার লেন্স। একে অক্সিলারি লেন্স বলে। ফ্লিকার বা অক্সিলারি লেন্সের প্রধান কাজ হলো আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করা, যা ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সহায়তা করে। অন্যদিকে পেছনের প্যানেলে সৌন্দর্য বাড়াতে রাখা হয়েছে বাম্প। পুরোপুরি বন্ধ রাখা বাম্পটি সেন্সর এরিয়া হিসেবেও কাজ করে। বাম্পে দুবার টাচ করলে কিউআর কোড স্ক্যান করা যাবে। রয়েছে
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ার, সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ৫ মিনিটের চার্জে কথা বলা যায় তিন ঘণ্টা। পূর্ণ চাজে সাত ঘণ্টা টানা গেমিং, ১৩.২ ঘণ্টা ধারাবাহিক ইউটিউব ভিডিও প্লে আর স্ট্যান্ডবাই থাকবে ২৪ ঘণ্টা। ডিভাইস ফিচারে গুগল জেমিনি চ্যাটবট, যা গ্রাহকের প্রশ্নোত্তর, দ্রুত কিছুর অনুসন্ধান আর সব অ্যাপের মধ্যে নির্বিঘ্ন এআই স্মার্ট লুপ, এআই ইমেজ এডিটিং, অর্থাৎ ব্লারি বা ঘোলা ছবিকে স্পষ্ট করা সুবিধা দেবে। র্যাম ৬ জিবি আর স্টোরেজ ১২৮ জিবি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভোলাগঞ্জে সাদাপাথর লুট: ৬ দপ্তর ও বেলার কাছে নথি চেয়েছে দুদক
সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে ছয়টি সরকারি দপ্তর ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কার্যালয়ের কাছে নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথকভাবে এসব চিঠি পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যে দপ্তরগুলোর কাছে নথি তলব করা হয়েছে, সেগুলো হলো সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন অফিস, পুলিশ সুপারের কার্যালয়, কোম্পানীগঞ্জ থানা, খনিজ সম্পদ ব্যুরো ও খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয় এবং বেলার সিলেট অফিস।
দুদক সূত্র জানায়, চিঠিগুলোয় যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ভোলাগঞ্জ এলাকায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) যেসব তদন্ত করেছে, তার সত্যায়িত কপি ও তদন্ত কর্মকর্তাদের বিস্তারিত পরিচয়; কী পরিমাণ পাথর উত্তোলন বা আত্মসাৎ করা হয়েছে এবং কতটা অবশিষ্ট রয়েছে, তার তথ্য; পাথর উত্তোলনের কারণে রাষ্ট্রের আর্থিক ক্ষতির হিসাব; পাথর লুট নিয়ে বিএমডি থেকে দায়ের করা মামলার এজাহারের কপি, মামলার তদন্তকারী কর্মকর্তার নাম ও গ্রেপ্তারকৃতদের তালিকা এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ও দায়ী সরকারি–বেসরকারি ব্যক্তিদের নাম।
আরও পড়ুনপাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট, ঘটল কীভাবে ১৪ আগস্ট ২০২৫এর আগে ৩ সেপ্টেম্বর দুদক জানিয়েছিল, ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ অর্ধশতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। উপপরিচালক রাশেদুল হাসানের নেতৃত্বে একটি দল অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অভিযানে প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ধরন বিবেচনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।