সময়োপযোগী গ্রাহক চাহিদা পূরণে সব ধরনের প্রযুক্তি ব্র্যান্ড স্মার্টফোনে নিত্যনতুন ফিচার ও আধুনিকতা যুক্ত করছে। দীর্ঘস্থায়িত্ব আর টেকসই নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। ফ্যাশন ও দৃষ্টিনন্দন অবয়বে গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যসব বাহ্যিক ডিজাইন। নির্মাতারা বলছে, এসব শর্ত পূরণ করে বাংলাদেশে নতুন স্মার্টফোন মডেল সি৭৫এক্স উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। আর্মরশেল প্রটেশনযুক্ত ড্যামেজ-প্রুফ ফিচার ফোন এটি। সাশ্রয়ী বাজেটের মডেল দিয়ে করা যাবে আন্ডারওয়াটার ফটোগ্রাফি।
আইপি রেটিং
মডেলটি পানি, ধুলা ও হুট করে পড়ে গেলে সুরক্ষা পায়। আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং ও মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড মডেল এটি। মূলত আইপি৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি৬৮ পানির নিচে আর আইপি৬৯ হাই- প্রেশার, হাই- টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ডিভাইসের সুরক্ষা দেয়।
সার্টিফিকেশন তত্ত্ব বলছে, মডেলটি ০.
ক্যামেয়ার ফ্লিকার লেন্স
মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও পেছনের প্যানেলে ফ্লিকার লেন্স। একে অক্সিলারি লেন্স বলে। ফ্লিকার বা অক্সিলারি লেন্সের প্রধান কাজ হলো আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করা, যা ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সহায়তা করে। অন্যদিকে পেছনের প্যানেলে সৌন্দর্য বাড়াতে রাখা হয়েছে বাম্প। পুরোপুরি বন্ধ রাখা বাম্পটি সেন্সর এরিয়া হিসেবেও কাজ করে। বাম্পে দুবার টাচ করলে কিউআর কোড স্ক্যান করা যাবে। রয়েছে
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ার, সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ৫ মিনিটের চার্জে কথা বলা যায় তিন ঘণ্টা। পূর্ণ চাজে সাত ঘণ্টা টানা গেমিং, ১৩.২ ঘণ্টা ধারাবাহিক ইউটিউব ভিডিও প্লে আর স্ট্যান্ডবাই থাকবে ২৪ ঘণ্টা। ডিভাইস ফিচারে গুগল জেমিনি চ্যাটবট, যা গ্রাহকের প্রশ্নোত্তর, দ্রুত কিছুর অনুসন্ধান আর সব অ্যাপের মধ্যে নির্বিঘ্ন এআই স্মার্ট লুপ, এআই ইমেজ এডিটিং, অর্থাৎ ব্লারি বা ঘোলা ছবিকে স্পষ্ট করা সুবিধা দেবে। র্যাম ৬ জিবি আর স্টোরেজ ১২৮ জিবি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প
ইয়েমেনে বোমা হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে তারা আর লড়াই করতে চায় না। আমরা তাদের এ প্রতিশ্রুতিকে সম্মান জানাব এবং বোমাবর্ষণ বন্ধ করব। হুতিরা আত্মসম্পর্ণ করেছে।
তিনি আরও বলেন, আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব। হুথিরা জানিয়েছে, তারা আর জাহাজ ধ্বংস করবে না। আর আমরা এটির জন্যই বোমাবর্ষণ করছিলাম। আমি মনে করি এটি একটি ইতিবাচক বিষয়। তারা সমুদ্রে চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল। যুক্তরাষ্ট্র হুতিদের ওপর এ মুহূর্ত থেকে বোমা হামলা বন্ধ করে দেবে। খবর আলজাজিরার
গত মার্চের মাঝামাঝি সময় থেকে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ শুরু করে মার্কিন সেনারা। হুতিরা ফিলিস্তিনিদের পক্ষ হয়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীসহ বিভিন্ন জায়গায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। তবে তারা যেন এসব হামলা না চালাতে পারে সেজন্য হুতিদের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ওমান জানায়, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদের এ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ভবিষ্যতে কেউ কারও ওপর এবং লোহিত সাগর ও বাব-আল মান্দাব প্রণালীতে মার্কিন জাহাজের ওপর হামলা চালাবে না। এরমাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক শিপিং সুন্দরভাবে হওয়া নিশ্চিত হয়েছে। তবে হুতিরা এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা দেয়নি।