আজ ২৫ বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও ছায়ানট।

কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে তিন দিনব্যাপী ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্যবস্থাপনায় থাকছে কুষ্টিয়া জেলা প্রশাসন।

আজ থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হবে শনিবার। এতে আবৃত্তি, একক গান ও সমবেত নৃত্য থাকবে। আবৃত্তি করবেন সফিউল আলম ও বন্যা; গান পরিবেশন করবেন সুমা রানী রায়, বুলবুল ইসলাম। নাচবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী রবীন্দ্র-উৎসব আয়োজন করেছে ছায়ানট। আজ ও আগামীকাল শুক্রবার ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। এতে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি থাকছে। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। আয়োজনটি ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হবে।

রবীন্দ্রজয়ন্তীতে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘হেলেন কেলার’ নাটকের মঞ্চায়ন করবে স্বপ্নদল। হেলেন কেলারের জীবনযুদ্ধে রবীন্দ্রদর্শন কীভাবে সহায় হয়ে ওঠে, তা তুলে ধরা হয়েছে নাটকে। আজ রাত ১১টায় বিটিভিতে রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠানমালায় স্বপ্নদলের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রচারিত হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন রব ন দ র শ ল পকল এক ড ম ছ য় নট

এছাড়াও পড়ুন:

সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে নিবন্ধন শুরু

আড়াইহাজারের সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ১,০০০ টাকা (সর্বনিম্ন) নিবন্ধন ফি জমা দিতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে অতিরিক্ত অনুদানও গ্রহণ করা হবে।

শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে প্রকাশিতব্য স্মারক গ্রন্থের জন্য বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, গল্প, প্রবন্ধ (অরাজনৈতিক) ইত্যাদি রচনা আহ্বান করা হয়েছে। রচনা জমা দেওয়ার শেষ তারিখও আগামী ৩০ অক্টোবর।

এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে অথবা সমন্বয়কারী মো. সেলিমের (মোবাইল: ০১৯১৪-৯৭১৪৬১) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশেষ প্রয়োজনে মোবাইল: ০১৯১২-৫৯০৩৬৯, ০১৯১২-২৫৬৬৬৬।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে নিবন্ধন শুরু
  • আ.লীগ কর্মীদের প্রবেশ, দুধে ধোয়া হলো বিএনপির অফিস
  • জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে বিজয় মিছিল, দোয়া মাহফিল
  • হাসিনার বিচার বিএনপি না করলে কারা করবে, প্রশ্ন গয়েশ্বর রায়ের
  • রাবিতে বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ ৮৩ শিক্ষার্থী
  • ইবির জুলাই বিপ্লব অনুষ্ঠানে উপেক্ষিত অন্য ধর্মগ্রন্থ পাঠ
  • ৫ আগস্ট রাবিতে কোনো প্রোগ্রাম করেনি ছাত্রদল-বাম