দেশের পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে সভা ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১১ মে (রবিবার) বেলা ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা’য় এ সভা অনুষ্ঠিত হবে। আর এ সভায় অংশ নিতে আমেরিকা থেকে দেশে ফিরবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। 

বৃহস্পতিবার (৮ মে) সকালে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ৫ মে থেকে শুরু হওয়া সম্মেলন চলবে আগামী ৯ মে পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সম্মেলন শেষে তিনি দেশে ফিরে আসবেন এবং প্রধান উপদেষ্টার আহ্বানে ডাকা সভায় তিনি অংশগ্রহণ করবেন। ওই সভা শেষে তিনি আবার কাতারের সম্মেলনে অংশগ্রহণ করবেন।”

দীর্ঘদিন ধরে অস্থিরতায় রয়েছে দেশের পুঁজিবাজার। পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা দিনের পর দিন হচ্ছেন নিঃস্ব। সৃষ্ট এ সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে বিনিয়োগকারীদের দাবি আমলে নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা।

গত ৬ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ১১ মে (রবিবার) দুপুর ১২ টায় ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা’তে অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা ড.

সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মোহাম্মদ আনিসুজ্জামান চৌধুরী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে, গত ৫ মে যুক্তরাষ্ট্র ও কাতার সফরে যান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পৃথক দুই দেশের দুইটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি ১১ দিনের বিদেশ সফরে রয়েছেন। বিশ্বের সকল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে গত ৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ সম্মেলন শুরু হয়েছে। আগামী ৯ মে পর্যন্ত এ সম্মেলন চলবে। 

এছাড়াও, কাতারে দোহাতে ১২ থেকে ১৫ মে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) ৫০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনেও যোগদান করবেন খন্দকার রাশেদ মাকসুদ।

ঢাকা/এনটি/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ত ব এসইস

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়া অনেকটা সুস্থ, মানসিকভাবেও ‘স্ট্যাবল’: ডা. জাহিদ হোসেন

লন্ডনে চিকিৎসা নেওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘চিকিৎসার পর উনি অনেকটুকু সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি স্ট্যাবল (শক্ত) আছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন।’

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’র সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তাঁর ব্যক্তিগত এই চিকিৎসক। দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে আজ সকালে ঢাকা পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি নিজ বাসভবনে ফেরেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, ‘তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। যদিও দীর্ঘ ১৪ ঘণ্টার ভ্রমণের কারণে তিনি কিছুটা অবসন্ন। আমরা তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

বিএনপির চেয়ারপারসন সবাইকে শুভেচ্ছা, সালাম ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান ডা. জাহিদ হোসেন। খালেদা জিয়ার জন্য কাতারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জাহিদ হোসেন। তিনি বলেন, কাতার সরকার সম্পূর্ণ বিনা মূল্যে এটি দিয়েছে। এ সহায়তার মধ্য দিয়ে জিয়া পরিবারের সঙ্গে তাঁদের যে সম্পর্ক, তার প্রকাশ ঘটিয়েছেন।

খালেদা জিয়া বেলা ১টা ২৫ মিনিটে ‘ফিরোজা’য় পৌঁছান

সম্পর্কিত নিবন্ধ

  • বিএসইসির কাজ আইনের শাসন নিশ্চিত করা, মধ্যস্থতা নয়: আনিসুজ্জামান
  • প্রধান উপদেষ্টা রোববার শেয়ারবাজার নিয়ে বৈঠকে বসছেন
  • এবার ববি উপাচার্যের বাসভবনে তালা
  • এবার উপাচার্যের বাসভবনের মূল ফটকে তালা, বিদ্যুৎ–বিচ্ছিন্নের হুঁশিয়ারি
  • শেয়ারবাজার ইস্যুতে ১১ মে উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান প্রধান উপদেষ্টার
  • বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি পায়নি আইপিডিসি ফাইন্যান্স
  • পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন ডা. জাহিদ হোসেন
  • খালেদা জিয়া অনেকটা সুস্থ, মানসিকভাবেও ‘স্ট্যাবল’: ডা. জাহিদ হোসেন