‘ফাইনালে ওদের মুখোমুখি হওয়া দুঃস্বপ্নের মতো’— বার্সাকে নিয়ে এনরিকে
Published: 8th, May 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর সেমিফাইনাল শেষে বার্সেলোনার বিদায় নিয়ে হতবাক প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ লুইস এনরিকে। দুই লেগ মিলিয়ে ছয় গোল করেও ফাইনালে উঠতে না পারায় সাবেক বার্সা কোচ এই পরিণতিকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন। তবে একই সঙ্গে স্বীকার করেছেন, ফাইনালে সাবেক ক্লাব বার্সেলোনার মুখোমুখি হওয়াই হতো তার কাছে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’।
৩১ মে মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। তবে সান সিরোতে বার্সেলোনার বিদায়ের ধরন ছিল রীতিমতো নাটকীয়। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে ফ্রান্সেসকো অ্যাচারবির গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই দাভিদে ফ্রাত্তেসির নাটকীয় গোলে বার্সার স্বপ্নভঙ্গ হয়।
গত রাতে আর্সেনালকে হারানোর পর স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো দেপোর্তিভোকে লুইস এনরিকে বলেন, আপনি কল্পনা করতে পারেন? বার্সেলোনা ছয় গোল করেছে সেমিফাইনালে, তবুও ফাইনালে উঠতে পারেনি! বেশিরভাগ মানুষ এটা বিশ্বাসই করবে না।
তিনি আরও যোগ করেন, বার্সেলোনা নিঃসন্দেহে ফাইনালের যোগ্য ছিল। ফলটা ছিল খুব অদ্ভুত। তবে খোলাখুলিভাবে বলছি, ফাইনালে বার্সার মুখোমুখি হওয়া হতো আমার দুঃস্বপ্নের মতো।
এনরিকে বার্সেলোনায় খেলেছেন ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত। পরে এনরিকে বার্সার কোচ হয়ে ফিরেছেন ২০১৪ সালে। তার অধীনেই ২০১৪-১৫ মৌসুমে ট্রেবলসহ পাঁচটি ট্রফি জেতে বার্সা। এদিকে, গত রাতে আর্সেনালকে হারিয়ে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দোরগোড়ায় নিয়ে এসেছেন এনরিকে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ