পশ্চিম সীমান্তজুড়ে রাতে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
Published: 9th, May 2025 GMT
পুরো পশ্চিমাঞ্চলীয় সীমান্তে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্য গোলাবারুদ ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। বৃহস্পতিবার মধ্যরাতে এসব হামলা হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী এ দাবি করেছে।
তবে ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
রয়টার্সের এক সাংবাদিক বলেন, এর আগে গত রাতে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের সময় চারপাশ আলোকিত হয়ে ওঠে। শহরে শোনা যায় সাইরেনের শব্দ। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। পাকিস্তানের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
তবে পাকিস্তানই এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে ভারতের সামরিক বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে এ বাহিনীর একটি সূত্র বলেছে, পাকিস্তান থেকে জম্মু অঞ্চলের সাতওয়ারি, সাম্বা, রণবীর সিং পুরা ও আরনিয়া এলাকা লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে সেগুলো ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা কমছে না। দুদেশের মধ্যে এ উত্তেজনার শুরু ২২ এপ্রিল। সেদিন পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সখীপুরে কথা–কাটাকাটির জেরে দুই ভাইয়ের ওপর ককটেল হামলার অভিযোগ, গ্রেপ্তার ১
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কথা–কাটাকাটির জেরে দুই ভাইয়ের ওপর ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণে আহত দুজনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই ভাই হলেন উপজেলার তৈলধারা গ্রামের আবু সাঈদের ছেলে মাসুম পারভেজ (৫৫) ও মঞ্জুর মোর্শেদ (৪৩)। আহত মাসুম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে জানিয়েছেন তাঁর ছেলে সনেট পারভেজ।
এ ঘটনায় আজ শুক্রবার বেলা ১১টায় আহত দুই ভাইয়ের বাবা আবু সাঈদ বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। গতকাল রাতে আটক ইমরুল হাসান (২৩) নামের এক তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে গড়বাড়ি গ্রামের আসাদুল ইসলামের সঙ্গে আহত দুই ভাইয়ের কথা–কাটাকাটি হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই সহোদর দুটি মোটরসাইকেলে গড়বাড়ি বাজার থেকে তৈলধারা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে বারমুন্ডলিয়া এলাকায় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের গতি রোধ করে তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যান। এতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ও পরে রাজধানী ঢাকায় পাঠানো হয়।
ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উপজেলার গড়বাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে ইমরুল হাসানকে আটক করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।