ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলোচনায় আসা নারী ফারিয়া হক টিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার ইন্সপেক্টর এ কে এম মঈন উদ্দিন পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে টিনাকে গ্রেপ্তার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ মামলার প্রধান আসামি ও জবানবন্দি দেওয়া আসামিসহ মোট ৬ জন বর্তমানে কারাগারে আছে। 

টিনার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেপ্তার আসামি মাহাদী হাসান ঘটনার সঙ্গে জড়িত মর্মে আসামি টিনার নাম উল্লেখ করেছেন। তদন্তের স্বার্থে টিনাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা প্রয়োজন।

এর আগে গত ২০ এপ্রিল নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভুক্তভোগী জাহিদুল ইসলাম পারভেজ মিডটার্ম পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে পুরী-সিংগারার দোকানে আড্ডা ও হাসাহাসি করছিল। বিকাল ৩টায় আসামি ১ থেকে ৩ নাম্বার আসামি তার কাছে হাসাহাসির কারণ জানতে চাওয়ার উভয়ের মাঝে তর্ক শুরু হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ প্রক্টর মীমাংসা করেন। বিকাল ৪টা ৪০ মিনিটে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা ছুরি, চাকু, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে পারভেজ ও তার বন্ধুদের ওপর হামলা করে। এতে পারভেজ মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাবিতে শোক দিবস পালন করা তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় দেশের কয়েকজন তারকাদের কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ছবিতে প্রতিবাদী জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আয়োজকরা এটিকে ‘মুজিববাদী ও সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে’ প্রতিবাদ কর্মসূচি হিসেবে অভিহিত করেছেন।

কর্মসূচিতে জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সাকিব খান, সাকিব আল হাসান, ফারাবি হাফিজ, আব্দুল নূর তুষার, নাজিফা তুষি এবং আর্টসেল ব্যান্ডের লিঙ্কনসহ বিভিন্ন তারকার ছবিতে জুতা নিক্ষেপ করেন অংশগ্রহণকারী ছাত্র-জনতা। এ সময় তারা তারকাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

আরো পড়ুন:

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ডাকসুর মনোনয়ন ফরম নিলেন ঢাবি শিক্ষার্থী

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যে তারকারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন, তারা দেশে পুনরায় ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠা করতে চাইছেন। এই কর্মসূচির মাধ্যমে তারা সেই সকল তারকাদের প্রতি তাদের অনাস্থা এবং ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী ঢাবির এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল হক বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শুধু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ফ্যাসিজম কায়েম করেছিল। মুজিববাদী চেতনাকে ব্যবহার করে এই সাংস্কৃতিক ফ্যাসিজম গড়ে তোলা হয়েছিল।”

তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা রক্ত দিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। কিন্তু ১ বছরের মাথায় তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সেই পুরোনো ‘বাকশালি ও মুজিববাদী’ বয়ান ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাদের সাংস্কৃতিক ফ্যাসিজম ফিরিয়ে আনার অপচেষ্টার বিরুদ্ধেই আমাদের এ কর্মসূচি।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ