আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধার তালিকায়, প্রতিবাদ করায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Published: 9th, May 2025 GMT
নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নরসিংদী শহরের বিলাসদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মিনহাজুর রহমান (১৭) নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। সে শহরের বাসাইল এলাকার মানিক মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় অভিযুক্ত শাহ আলম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইভা আলমের স্বামী। তিনি সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব। শাহ আলম, তাঁর ভাই শাহেদ হোসেনসহ অন্তত ২০ জন হামলা করেন বলে অভিযোগ। তাঁরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ শুক্রবার ঘটনা জানাজানির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
আহত শিক্ষার্থীর সহপাঠী ও স্বজনেরা জানান, জুলাই আন্দোলনে আহতদের তালিকা প্রস্তুতের সময় আন্দোলনে অংশ না নিলেও ইভা আলম ও শাহ আলম দম্পতির মেয়ের নাম জুলাইযোদ্ধ হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়। পরে মিনহাজুর রহমানসহ নরসিংদী সরকারি কলেজ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জুলাইযোদ্ধার তালিকা থেকে স্বৈরাচারের দোসরদের নাম বাদ দিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। সম্প্রতি জুলাইযোদ্ধাদের অনুদানের চেক বিতরণ করে জেলা প্রশাসন। কিন্তু সেখানে আহত হিসেবে অনুদান পাননি ইভা–শাহ আলম দম্পতির মেয়ে। এরপর জেলা প্রশাসক বরাবর আবেদন করা শিক্ষার্থীদের হুমকি দিয়ে আসছিল ইভা ও শাহ আলম দম্পতি।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ফেরার সময় মিনহাজুর রহমানের ওপর শাহ আলম ও তাঁর ভাই শাহেদ হোসেন দলবল নিয়ে হামলা করেন। এ সময় দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ওই কলেজছাত্রের ফুসফুসে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
হামলার সময় মিনহাজুর রহমানের সঙ্গে ছিলেন তাঁর সহপাঠী সাজিদ হোসেন। তিনি বলেন, জেলা প্রশাসনের কাছে আবেদনের পর থেকে তাঁদের হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল রাতে অন্তত ২০ জনের মতো লোক মিনহাজুরকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়েছে। তারা সবাই আওয়ামী লীগের ক্যাডার।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত শাহ আলম ও ইভা আলমের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ হ আলম
এছাড়াও পড়ুন:
৮ ম্যাচে ৮ জয়, ২২ গোল, কোনো গোল খায়নি—বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের অবিশ্বাস্য রেকর্ড
ম্যাচ ৮
জয় ৮
গোল ২২
বিপক্ষে গোল ০
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এমন নিখুঁত পরিসংখ্যান ইংল্যান্ডের।
ওয়েম্বলিতে গত ২১ মার্চ আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই শুরু করেছিল ইংল্যান্ড। টমাস টুখেলের ইংল্যান্ডের কোচ হিসেবে সেটা ছিল প্রথম ম্যাচ। ২৪০ দিন পর তিরানায় গতকাল রাতে সেই আলবেনিয়াকেই একই স্কোরলাইনে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের বিশ্বকাপ বাছাই শেষ করল টুখেলের দল। ইউরোপের প্রথম দল হিসেবে অক্টোবরেই বিশ্বকাপে খেলার টিকিট তো পেয়েছেই, বাছাইপর্বটা শেষ করার পথে দারুণ এক রেকর্ডও গড়েছে ‘থ্রি লায়ন্স’রা।
বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে অন্তত ছয় ম্যাচ খেলতে হয়েছে—হিসাবটি করা হয়েছে এই বিবেচনায়। তিরানায় আলবেনিয়ার জালে ২ গোল করা ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনও আন্তর্জাতিক ম্যাচে গোলের পরিসংখ্যানে পেছনে ফেলেছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তোকে। ইংল্যান্ডের হয়ে ১১২ ম্যাচে এ নিয়ে ৭৮ গোল হলো কেইনের। ব্রাজিলের হয়ে নাসিমেন্তোর গোলসংখ্যা ৯২ ম্যাচে ৭৭টি—ওহ ভদ্রলোকের আরেক নাম পেলে!
দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড স্ট্রাইকার কেইন গোল পেয়েছেন