ফর্টিসের ধাক্কায় কাঁপল সাদাকালো দেয়াল, কিন্তু ভাঙল না
Published: 9th, May 2025 GMT
প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ হারতে বসেছিল ফর্টিস এফসির কাছে। তবে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে হার এড়াতে পেরেছে সাদাকালোরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের পিয়াস আহমেদ নোভা ম্যাচের ২৩তম মিনিটে ঝলক দেখান। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে সাদাকালোর বিপদ বাড়িয়েছিলেন। তবে বদলি হিসেবে নামা মাহবুব আলম ৭৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ এক শটে গোল করে সমতা ফেরান এবং হার বাঁচান মোহামেডানের। সাদাকালোকে ১ পয়েন্ট এনে দিয়ে ম্যাচসেরা হয়েছেন মাহবুব।
আরও পড়ুনমোহামেডানের কাছে ১৮ মিনিটে ৪ গোল খেয়ে উড়ে গেছে ফর্টিস ২৯ মার্চ ২০২৪১৮ ম্যাচের লিগে ১৪ ম্যাচ খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে এখন ৮ পয়েন্ট এগিয়ে মোহামেডান। তবে আবাহনী এক ম্যাচ কম খেলেছে। আগামীকাল ১৪তম রাউন্ডে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে আবাহনী জিতলে মোহামেডান এগিয়ে থাকবে ৫ পয়েন্ট।
মোহামেডান আজ সেরা ছন্দে ছিল না। রক্ষণ ভুল করেছে। আক্রমণভাগও সুবিধা করতে পারেনি। মোজাফফরভ দূরপাল্লার কয়েকটি শটে চেষ্টা করেছিলেন। কিন্তু গোল আসেনি। মোহামেডান নিজেদের বরং ভাগ্যবান ভাবতে পারে।
গোলের পর ফর্টিস এফসির ফুটবলাররা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফর ট স
এছাড়াও পড়ুন:
‘এটা তো চাপের খেলা’—বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারত কোচ
বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উত্তাপ, উত্তেজনা নতুন নয়। তবে এবারের লড়াইটা ভারতের জন্য বাড়তি চাপেরও। প্রতিপক্ষের মাঠ, গ্যালারিভর্তি দর্শক আর হামজা-শমিতে উজ্জীবিত বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স—সব মিলিয়ে হয়তো কঠিন পরীক্ষাতেই পড়তে হবে সফরকারীদের। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের কোচের কণ্ঠেও ফুটে উঠল তেমনটাই।
আগামীকাল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তার আগে আজ একটি হোটেলে ভারতীয় দলের কোচ খালিদ জামিল বলেন, ‘এটা তো চাপের খেলা’।
এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ ও ভারত দুই দলেরই বিদায় আগেই নিশ্চিত হয়েছে। তবু বাংলাদেশের দর্শকদের মধ্যে ভারত ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ। যার বড় প্রমাণ অনলাইনে টিকিট ছাড়ার ৬ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাওয়া।
এর পাশাপাশি প্রতিপক্ষের মাঠে খেলাটা যে সব সময়ই কঠিন, সেই বাস্তবতা জানেন জামিলও। তাঁর দলের ওপর চাপ আছে কি না প্রশ্নে ভারত কোচ বলেন, ‘হ্যাঁ, চাপ আছে। আমাদের তা মানতে হবে। সবাই জানে এটি একটি চাপের ম্যাচ। তবে সে জন্য আমাদের একটি ইতিবাচক ফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’
গত ২৫ মার্চ শিলংয়ে দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ৪ গোল, যার মধ্যে দুটি করেছেন বৃহস্পতিবার নেপালের বিপক্ষে।
ভারত কোচ অবশ্য একক কোনো খেলোয়াড়কে নিয়ে ভাবতে নারাজ, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না। বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে। এটা খুব সিরিয়াস গেম।’
১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারত জিতেছে ১৬টিতে, বাংলাদেশ ২টিতে। ড্র বাকি ১৪টি (২০০৩ সাফে বাংলাদেশের গোল্ডেন গোলে জয়ের ম্যাচসহ)।