প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ হারতে বসেছিল ফর্টিস এফসির কাছে। তবে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে হার এড়াতে পেরেছে সাদাকালোরা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের পিয়াস আহমেদ নোভা ম্যাচের ২৩তম মিনিটে ঝলক দেখান। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে সাদাকালোর বিপদ বাড়িয়েছিলেন। তবে বদলি হিসেবে নামা মাহবুব আলম ৭৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ এক শটে গোল করে সমতা ফেরান এবং হার বাঁচান মোহামেডানের। সাদাকালোকে ১ পয়েন্ট এনে দিয়ে ম্যাচসেরা হয়েছেন মাহবুব।

আরও পড়ুনমোহামেডানের কাছে ১৮ মিনিটে ৪ গোল খেয়ে উড়ে গেছে ফর্টিস ২৯ মার্চ ২০২৪

১৮ ম্যাচের লিগে ১৪ ম্যাচ খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে এখন ৮ পয়েন্ট এগিয়ে মোহামেডান। তবে আবাহনী এক ম্যাচ কম খেলেছে। আগামীকাল ১৪তম রাউন্ডে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে আবাহনী জিতলে মোহামেডান এগিয়ে থাকবে ৫ পয়েন্ট।

মোহামেডান আজ সেরা ছন্দে ছিল না। রক্ষণ ভুল করেছে। আক্রমণভাগও সুবিধা করতে পারেনি। মোজাফফরভ দূরপাল্লার কয়েকটি শটে চেষ্টা করেছিলেন। কিন্তু গোল আসেনি। মোহামেডান নিজেদের বরং ভাগ্যবান ভাবতে পারে।

গোলের পর ফর্টিস এফসির ফুটবলাররা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফর ট স

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ