রাজবাড়ীর গোয়ালন্দে একক ব্যক্তির বিরোধিতায় গ্রামীণ রাস্তা নির্মাণের কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে করে এলাকাবাসী।

সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজি গফুর মন্ডল পাড়া ও ভোলাই মাতুব্বর পাড়া গ্রামে গিয়ে এ পরিস্থিতি দেখা যায়।

এ সময় গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির খান, জাতীয়তাবাদী যুবদলের উজানচর ইউনিয়ন শাখার আহ্বায়ক আরজু প্রামাণিক, সদস্য সচিব ফজলুর রহমান খান ফেলু, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ খান শিমুল, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রহিমা বেগমসহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তার নির্মাণকাজ চলছিল। হটাৎ রাস্তার মাথার অংশের বাড়িওয়ালা রাস্তা আটকিয়ে ঘর নির্মাণ করে। আমরা ঘরটি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করে রাস্তার নির্মাণকাজ শুরু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তবে অভিযুক্ত মো.

সাইদ জানান, এখানে সরকারি কোনো জায়গা নেই। তার নিজস্ব জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করছে মেম্বার ও এলাকাবাসী।

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ