‘অপারেশন সিঁদুর’–এর কারণে ভারতে বন্ধ করে দেওয়া সব বিমানবন্দর আজ সোমবার থেকে আবার চালু হয়ে গেল। ৭ মে পাকিস্তানে ঝটিকা আক্রমণের পর উত্তর ও উত্তর–পশ্চিম ভারতের মোট ৩২টি বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ থেকে সেগুলো আবার চালু হয়ে যাচ্ছে। ভারতের এয়ারপোর্ট অথরিটি (এএআই) আজ এ কথা জানিয়েছে।

গত শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু তা সত্ত্বেও রাতে কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের কোনো কোনো লক্ষ্যবস্তুতে পাকিস্তান আঘাত হানে। ভারতীয় সেনারা তা প্রতিহত করে বলে জানান তাঁরা। গতকাল রোববার নতুন করে কোনো আক্রমণ না হওয়ায় আজ থেকে বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দিল্লি বিমানবন্দরের ওপর চাপ অনেকটাই কমে যাবে।

বন্ধ করে দেওয়া বিমানবন্দরগুলোর মধ্যে ছিল কাশ্মীরের শ্রীনগর, জম্মু, অবন্তীপুর; পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, আধমপুর, আম্বালা, লুধিয়ানা, পাঠানকোট, পাটিয়ালা, হালওয়ারা, ভাটিন্ডা; হিমাচল প্রদেশের শিমলা, কুলু মানালি, কাংড়া; রাজস্থানের জয়সলমির, যোধপুর, বিকানির, উত্তরলাই, কিষেনগড়; লাদাখের লেহ, থোইসে; গুজরাটের ভূজ, কান্ডলা, মুন্দ্রা, রাজকোট, পোরবন্দর, নালিয়া, কেশড ও উত্তর প্রদেশের হিন্দন ও সারসোয়া।

গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসবাদীদের হানায় ২৬ জন নিহত হওয়ার পর ৩০ এপ্রিল ভারতীয় আকাশসীমা পাকিস্তানি বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তানও একই ব্যবস্থা নেয়। যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতের আকাশসীমা উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা এখনো আসেনি। যেমন সিন্ধু পানিচুক্তির বিষয়টিও এখনো স্থগিত রয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ