অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
Published: 13th, May 2025 GMT
বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শাকিল আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল বগুড়া সদর উপজেলার উত্তর সাত শিমুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল মোটরসাইকেলযোগে বগুড়া শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোমরপুর এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
চমক বললেন, স্বামীকে রাজার মত গড়ে তুলেছি
গত বছরে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়ি পরে বিয়ে করেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিয়ের পরে স্বামী আজমান নাসির সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে দেখা যায়। এর তিনি ঘরতে গেছেন আন্দামানে।
সম্প্রতি রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ঘুরতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে এ দম্পতিকে বেশ হাসিখুশি দেখা গেছে।
শেয়ার করা ছবিতে দেখা যায়, ওয়েস্টার্ন পোশাকে চমক ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন।
ক্যাপশনে স্বামীকে নিয়ে লিখেছেন, ‘সে এখন আগের মতো শুধু একজন মানুষ না, তাকে এখন আমি রাজা হিসেবে গড়ে তুলেছি। আমার প্রিয় তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখবো। পাশাপাশি একসঙ্গে থাকবো, একসঙ্গে নিশ্বাস নিবো।’
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন।
তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।