ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের সামনে পাঁচটি দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল। তবে ১৪ বছর বয়সী রোনালদো জুনিয়র পিতৃভূমি পর্তুগালকেই বেছে নিয়েছেন। সম্প্রতি তাঁকে প্রথমবারের মতো ডাকা হয়েছে পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলে।

সব ঠিক থাকলে ক্রোয়েশিয়ায় আজ শুরু হতে যাওয়া ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে জাপান অনূর্ধ্ব–১৫ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে রোনালদো জুনিয়রের। তবে পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো খেলতে নামার আগেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র।

সংবাদ সম্মেলনে রোনালদো জুনিয়র কথা বলেছেন একদম সাবলীলভাবে। অনুশীলন করেছেন বাবার সিআরসেভেন ব্র্যান্ডের মার্কুরিয়াল (তেজস্বী) বুট ও কিলিয়ান এমবাপ্পের জন্য নাইকির বানানো বিশেষ বুট পরে, যা সবার নজর কেড়েছে।

পর্তুগালের সিদাদে দো ফুটবল কমপ্লেক্সে গত রোববার অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেন রোনালদো জুনিয়র। বল নিয়ে লম্বা সময় ধরে কারিকুরি করতে দেখা যায় তাঁকে। সেই সময়ই একবার বাবা ক্রিস্টিয়ানো রোনালদো এবং আরেকবার রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের বুট পরেছিলেন।

ক্রোয়েশিয়ায় পৌঁছানোর পর স্থানীয় মাঠে আজ সকালেও সেসব বুট পরে অনুশীলন করেছেন রোনালদো জুনিয়র। পরে অবশ্য পর্তুগাল দলের বর্তমান কিট স্পনসর পিউমার বুট পরে সতীর্থদের সঙ্গে বল দেওয়া–নেওয়া করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে ক্রোয়েশিয়ায় গেছেন দাদি মারিয়া দোলোরেস আভেইরো।

এমবাপ্পে নাইকির সুপারফ্লাই বুট পরে খেলেন, যেগুলো বেগুনি ও সবুজ রঙের। রোনালদোকে তাঁর ক্যারিয়ারের বেশির ভাগ সময় মার্কুরিয়াল সিরিজের বুট পরে খেলতে দেখা গেছে।

রোনালদো জুনিয়রের অনুশীলন দেখতে গিয়েছিলেন দাদি মারিয়া দোলোরেস আভেইরো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ত গ ল র ব ট পর এমব প প

এছাড়াও পড়ুন:

ভিডিও ভাইরাল: ২১ বছর ধরে কারাবন্দী বারগুতিকে হুমকি দিয়ে এলেন বেন–গভির

ইসরায়েলের কারাগারে গিয়ে সুপরিচিত ফিলিস্তিনি বন্দী মারওয়ান বারগুতিকে হুমকি দিচ্ছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন–গভির। প্রকাশিত একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।

ইসরায়েলি কারাগারের এ ভিডিওতে বেন–গভিরকে বলতে শোনা যায়, ‘ইসরায়েলের বিরোধিতা করলে যে কেউ “ধ্বংস” হয়ে যাবে।’

এ ভিডিওর মধ্য দিয়ে অনেক বছর পর বারগুতিকে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল। ভিডিওতে তাঁকে বয়সের ভারে ক্ষীণ হয়ে পড়া, সাদা স্যান্ডো গেঞ্জি পরা একজন ব্যক্তি ও প্রায় অচেনারূপে দেখা যায়।

যে-ই ইসরায়েলের জনগণের সঙ্গে ঝামেলা করবে, আমাদের সন্তানদের হত্যা করবে, আমাদের নারীদের হত্যা করবে, তাঁকে আমরা ধ্বংস করে দেব। আমাদের হারাতে পারবে না।ইতামার বেন–গভির, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী

গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিও। তাতে দেখা যায়, বেন–গভির বারগুতিকে বলছেন, ‘যে–ই ইসরায়েলের জনগণের সঙ্গে ঝামেলা করবে, আমাদের সন্তানদের হত্যা করবে, আমাদের নারীদের হত্যা করবে, তাঁকে আমরা ধ্বংস করে দেব। আমাদের হারাতে পারবে না।’

২০০৪ সাল থেকে কারাগারে আছেন ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতি। ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) নিয়ন্ত্রণকারী দল ফাতাহর একজন শীর্ষ নেতা তিনি। ২০০০–২০০৫ সালে ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদায় (গণ–অভ্যুত্থান) নেতৃত্ব দেওয়ায় ও জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার কারণে তাঁকে নিশানা করে ইসরায়েল।

মারওয়ানের ছেলে কাসেম বারগুতি মিডল ইস্ট আইকে বলেন, ভিডিও প্রকাশের পর পরিবার গভীরভাবে তাঁর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

কাসেম বলেন, ‘দুই বছর ধরে তাঁকে (মারওয়ান) হুমকি ও আক্রমণের একটি ধারাবাহিকতা চলছে। (গাজায়) যুদ্ধ শুরুর পর প্রথমবার তাঁকে দুই বছর আগে আক্রমণ করা হয় এবং তিনি আহত হন।’

২০০৪ সাল থেকে কারাগারে আছেন ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতি। ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) নিয়ন্ত্রণকারী দল ফাতাহর একজন শীর্ষ নেতা তিনি। ২০০০-২০০৫ সালে ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদায় নেতৃত্ব দেওয়ায় ও জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার কারণে তাঁকে নিশানা করে ইসরায়েল।

মারওয়ান বারগুতির ছেলে আরও বলেন, ‘আজ পরিষ্কার হয়ে গেছে যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন–গভির, যিনি ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তা নেতৃত্বের প্রতিনিধি, তাঁর জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলেছেন।’

কাসেমের মতে, ‘স্পষ্টভাবে বলা যায় যে তাঁকে (মারওয়ান) তাঁর সেলের ভেতরে হত্যা করার সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন করা ও নিশানা বানানো আসলে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যারই অংশ।’

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বেন–গভির কারা কমিশনার কোবি ইয়াকোবির সঙ্গে তেল আবিবের গানোট কারাগারে যান। সেখানে ‘বন্দী সন্ত্রাসী’দের পরিস্থিতি খারাপ হওয়ার বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করেন তাঁরা।

কারাগারে মারওয়ান বারগুতিকে বেন–গভিরের হুমকি দেওয়ার একটি দৃশ্য

সম্পর্কিত নিবন্ধ

  • ভিডিও ভাইরাল: ২১ বছর ধরে কারাবন্দী বারগুতিকে হুমকি দিয়ে এলেন বেন–গভির
  • ফুটবল দলবিহীন শেষ দেশ মার্শাল দ্বীপপুঞ্জের ঐতিহাসিক অভিষেক
  • ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে রেকর্ড লাফ