বাবার সিআরসেভেন বুটের সঙ্গে এমবাপ্পের বুট পরেও অনুশীলনে রোনালদোর ছেলে
Published: 13th, May 2025 GMT
ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের সামনে পাঁচটি দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল। তবে ১৪ বছর বয়সী রোনালদো জুনিয়র পিতৃভূমি পর্তুগালকেই বেছে নিয়েছেন। সম্প্রতি তাঁকে প্রথমবারের মতো ডাকা হয়েছে পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলে।
সব ঠিক থাকলে ক্রোয়েশিয়ায় আজ শুরু হতে যাওয়া ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে জাপান অনূর্ধ্ব–১৫ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে রোনালদো জুনিয়রের। তবে পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো খেলতে নামার আগেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র।
সংবাদ সম্মেলনে রোনালদো জুনিয়র কথা বলেছেন একদম সাবলীলভাবে। অনুশীলন করেছেন বাবার সিআরসেভেন ব্র্যান্ডের মার্কুরিয়াল (তেজস্বী) বুট ও কিলিয়ান এমবাপ্পের জন্য নাইকির বানানো বিশেষ বুট পরে, যা সবার নজর কেড়েছে।
পর্তুগালের সিদাদে দো ফুটবল কমপ্লেক্সে গত রোববার অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেন রোনালদো জুনিয়র। বল নিয়ে লম্বা সময় ধরে কারিকুরি করতে দেখা যায় তাঁকে। সেই সময়ই একবার বাবা ক্রিস্টিয়ানো রোনালদো এবং আরেকবার রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের বুট পরেছিলেন।
ক্রোয়েশিয়ায় পৌঁছানোর পর স্থানীয় মাঠে আজ সকালেও সেসব বুট পরে অনুশীলন করেছেন রোনালদো জুনিয়র। পরে অবশ্য পর্তুগাল দলের বর্তমান কিট স্পনসর পিউমার বুট পরে সতীর্থদের সঙ্গে বল দেওয়া–নেওয়া করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে ক্রোয়েশিয়ায় গেছেন দাদি মারিয়া দোলোরেস আভেইরো।
এমবাপ্পে নাইকির সুপারফ্লাই বুট পরে খেলেন, যেগুলো বেগুনি ও সবুজ রঙের। রোনালদোকে তাঁর ক্যারিয়ারের বেশির ভাগ সময় মার্কুরিয়াল সিরিজের বুট পরে খেলতে দেখা গেছে।
রোনালদো জুনিয়রের অনুশীলন দেখতে গিয়েছিলেন দাদি মারিয়া দোলোরেস আভেইরো.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ত গ ল র ব ট পর এমব প প
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান
বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে স্টেডিয়ামভিত্তিক আলট্রা-রান প্রতিযোগিতা, আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে।
কোস্টাল আলট্রা বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। কোস্টাল আলট্রা বাংলাদেশ এ বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার মেরিন ড্রাইভে দেশের ইতিহাসে দীর্ঘতম দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় ৫০ কিলোমিটার থেকে শুরু করে ২০০ কিলোমিটার—চার ক্যাটাগরিতে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন।
আলট্রা-রান মূলত ম্যারাথনের প্রচলিত ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বের দৌড়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের নানা দেশে এ ধরনের দৌড়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে স্টেডিয়াম আলট্রা-রান একটু আলাদা, এখানে নির্দিষ্ট দূরত্ব নয়; বরং নির্দিষ্ট সময় ধরে দৌড়াতে হয়। নির্দিষ্ট সময়ে কে কত দূর দৌড়াতে পারেন, সেই হিসাবেই নির্ধারিত হন বিজয়ী।
আয়োজকেরা জানিয়েছেন, ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’–এ থাকছে সময়ভিত্তিক চার ক্যাটাগরি ৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ৬ ঘণ্টা। আন্তর্জাতিক মান পূরণ সাপেক্ষে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানানো হয়েছে। দৌড়বিদদের সহায়তায় কাজ করবেন প্রায় ২০০ স্বেচ্ছাসেবক।
ইভেন্টে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টা থেকে। বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত দৌড়বিদেরাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদন করা যাবে সংগঠনটির ওয়েবসাইটে: coastalultra.com