পর্তুগালের হয়ে ছেলের অভিষেকে ‘গর্বিত’ রোনালদো
Published: 13th, May 2025 GMT
ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ২১৯ বার মাঠে নেমেছেন। ২০০৩ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর করেছেন ১৩৬ গোল। তিনিই এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার। সেই রোনালদো আজ নতুন করে গর্বিত এই পর্তুগালের জার্সিকে ঘিরে—ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের গায়েও যে উঠেছে দেশের জার্সি। পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় ব্লাকদো মার্কোভিচ টুর্নামেন্টে খেলতে নেমেছে রোনালদো জুনিয়র। প্রথম ম্যাচে জাপানকে ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে তার দল।
এই ম্যাচে অবশ্য শুরুর একাদশে সুযোগ মেলেনি আল নাসের তারকার ছেলের। আন্তর্জাতিক ফুটবলের যাত্রাটা সে শুরু করে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে। এই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। ছেলের খেলা দেখতে নিয়মিত মাঠে যাওয়া দোলোরেস নাতির অভিষেক দেখার আগেই ইনস্টাগ্রামে পোস্ট করেন, ‘শুভকামনা পর্তুগাল।’ এরপর মাঠে বসে দেখেছেন ম্যাচও।
ম্যাচ শেষে দাদির কাছ থেকে অভিনন্দন পেলেন ক্রিস্টিয়ানো জুনিয়রের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রেড কার্পেটের পোশাক বদলাতে বাধ্য হলেন হ্যালি বেরি
এ বছরের কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রেস কনফারেন্সে হ্যালি বেরি জানিয়েছেন, নতুন রেড কার্পেট নিয়মের কারণে তাকে শেষ মুহূর্তে নিজের পোশাক বদলাতে হয়েছে। উৎসব শুরুর ঠিক আগে আয়োজকেরা ঘোষণা দিয়েছেন যে, এবার থেকে রেড কার্পেটে নগ্নতা এবং অতিরিক্ত আকারের পোশাক, যেমন লম্বা ট্রেন যুক্ত গাউন, নিষিদ্ধ।
বেরি বলেন “আমি গুপ্তার এক অসাধারণ পোশাক পরার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটার ট্রেন এত বড় যে নিয়ম লঙ্ঘন হয়ে যেত। আমি নিয়ম ভাঙতে চাই না। নগ্নতা নিষিদ্ধ করাটাও সম্ভবত এক ভালো নিয়ম।
কেন এই পরিবর্তন?
১২ মে, সোমবার আয়োজকদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় যেখানে বলা হয়—নতুন নিয়মগুলো উৎসবের সাংগঠনিক কাঠামো ও ফরাসি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়:
“এই বছর, কান উৎসবের চার্টারে কিছু নিয়ম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা অনেকদিন ধরেই প্রচলিত ছিল। উদ্দেশ্য সরাসরি পোশাক নিয়ন্ত্রণ নয়, বরং পুরোপুরি নগ্নতা নিষিদ্ধ করা এবং এমন পোশাক রোধ করা যা অন্য অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।”
উৎসব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বসে পড়া বা রুমে প্রবেশের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এমন পোশাক পরা অতিথিদের প্রবেশে বাধা দেওয়ার অধিকার রাখে কর্তৃপক্ষ।