পর্তুগালের হয়ে ছেলের অভিষেকে ‘গর্বিত’ রোনালদো
Published: 13th, May 2025 GMT
ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ২১৯ বার মাঠে নেমেছেন। ২০০৩ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর করেছেন ১৩৬ গোল। তিনিই এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার। সেই রোনালদো আজ নতুন করে গর্বিত এই পর্তুগালের জার্সিকে ঘিরে—ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের গায়েও যে উঠেছে দেশের জার্সি। পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় ব্লাকদো মার্কোভিচ টুর্নামেন্টে খেলতে নেমেছে রোনালদো জুনিয়র। প্রথম ম্যাচে জাপানকে ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে তার দল।
এই ম্যাচে অবশ্য শুরুর একাদশে সুযোগ মেলেনি আল নাসের তারকার ছেলের। আন্তর্জাতিক ফুটবলের যাত্রাটা সে শুরু করে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে। এই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। ছেলের খেলা দেখতে নিয়মিত মাঠে যাওয়া দোলোরেস নাতির অভিষেক দেখার আগেই ইনস্টাগ্রামে পোস্ট করেন, ‘শুভকামনা পর্তুগাল।’ এরপর মাঠে বসে দেখেছেন ম্যাচও।
ম্যাচ শেষে দাদির কাছ থেকে অভিনন্দন পেলেন ক্রিস্টিয়ানো জুনিয়রের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল