অগ্নিদুর্ঘটনা হইতে চট্টগ্রাম নগরীর সুরক্ষায় পৌনে দুইশত ‘ফায়ার হাইড্রেন্ট’ তথা সড়কের ধারে কৃত্রিম জলস্তম্ভ স্থাপন করা হইলেও একটিতেও পানি মিলে নাই। কবি জীবনানন্দ দাশের কবিতায় হাইড্রেন্ট খুলিয়া কুষ্ঠ রোগীর শরীর ধুইবার সৌভাগ্য হইয়াছিল বটে, কিন্তু চট্টগ্রাম নগরবাসীর এক দিনের জন্যও সেই সৌভাগ্য হয় নাই।
অথচ ছয় বৎসর যাবৎ এই সকল যন্ত্র স্থাপিত হইয়াছিল নগরীর অগ্নিনিরাপত্তায়, যথায় চট্টগ্রাম ওয়াসার গচ্চা গিয়াছে চার কোটি টাকা। বুধবার সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সহজে অগ্নিনির্বাপণে এই সকল ‘ফায়ার হাইড্রেন্ট’ স্থাপন করা হইলেও ব্যবহারের পূর্বেই অচল হইয়া পড়িয়াছে। এমনকি ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণে গিয়া ঐ সকল যন্ত্র ব্যবহারের চেষ্টা করিয়াও ব্যর্থ হইয়াছে। ইহাতে স্পষ্ট, কারিগরি ত্রুটি-সংবলিত প্রকল্পটির গোড়াতেই গলদ রহিয়াছে।
প্রশ্ন হইল, চট্টগ্রামে এই সকল যন্ত্র স্থাপনকালে কেন উহার যথার্থতা নিরূপণ করা হয় নাই? বিভিন্ন দেশের নমুনা লইয়া এই প্রকল্প গ্রহণ করা হইলেও দেখা যাইতেছে, ঐ সকল যন্ত্রের পানির লাইন ওয়াসার বসতবাড়িতে সরবরাহে ব্যবহৃত মূল পানির লাইনের সহিত যুক্ত করিয়া দেওয়া হইয়াছে। অথচ বিশেষজ্ঞগণ বলিয়াছেন, এই প্রকার ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই। হাইড্রেন্ট প্রকল্প বাস্তবায়নের পূর্বে পৃথক নকশার ব্যবস্থা করা উচিত ছিল বলিয়াও বিশেষজ্ঞরা মত দিয়াছেন। এতদ্ব্যতীত পানির চাপের পরিমাণ লইয়াও সমস্যা রহিয়াছে। এই প্রকার ত্রুটি লইয়া বাস্তবায়িত প্রকল্পের পরিণতি যাহা হইবার তাহাই হইয়াছে। খনার বচন রহিয়াছে– ‘থেকে বলদ না বয় হাল, তার দুঃখ সর্বকাল’। চট্টগ্রাম নগরীর হাইড্রেন্টের গোড়ায় জলজ গলদ সেই বচনেরই সার্থক বাস্তবায়ন করিয়াছে!
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের হিসাব অনুযায়ী, দেশে প্রতি বৎসর ২০ সহস্রাধিক অগ্নিকাণ্ড ঘটে, যথায় হতাহত মানুষের সংখ্যাও স্বল্প নহে। চট্টগ্রামে প্রতি বৎসর অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়। চট্টগ্রাম জেলায় গত পাঁচ বৎসরে ছোট-বড় মিলাইয়া সাত সহস্রাধিক অগ্নিকাণ্ড ঘটিয়াছে। আমরা জানি, পানির উৎসের অভাবেই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি অধিক হয়। চট্টগ্রামে পর্যাপ্ত পুকুর কিংবা জলাধার না থাকিবার কারণে অগ্নিনির্বাপণে গিয়া হিমশিম খাইতে হয় ফায়ার সার্ভিসকে। তন্নিমিত্তেই ফায়ার সার্ভিসের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করিয়াছিল চট্টগ্রাম ওয়াসা। এই সকল যন্ত্র স্থাপন করা হইলেও কারিগরি ও পদ্ধতিগত ত্রুটির কারণে উহা ‘অকেজো’ প্রকল্পে পরিণত হইয়াছে। অথচ ফায়ার হাইড্রেন্ট প্রকল্পটির যথার্থ বাস্তবায়ন হইলে পানি সংকট সহজে দূর হইত, যাহাতে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণও হ্রাস করা সম্ভব হইত।
সমকালের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে সর্বশেষ গত ১৫ এপ্রিল শর্টসার্কিট হইতে নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি ভবনের তৃতীয় তলায় খেলনার গুদামে অগ্নিকাণ্ড ঘটিলে পানি সংকটের কারণে উহা নির্বাপণে ফায়ার সার্ভিস কর্মীদের হিমশিম খাইতে হয়। ঐ সময় হাইড্রেন্টে চেষ্টা করিয়াও লাভ হয় নাই। আমরা মনে করি, বিশেষজ্ঞ পর্ষদ গঠন করিয়া শুরুতেই এই প্রকল্পের ত্রুটি উন্মোচন করিতে হইবে এবং তৎপরামর্শ অনুযায়ী ঐ সকল যন্ত্র ব্যবহারোপযোগী করিবার চেষ্টা প্রয়োজন।
যাহাদের পরামর্শ ও তত্ত্বাবধানে প্রকল্পের নামে সরকারের অর্থ গচ্চা গিয়াছে, তাহাদেরও জবাবদিহি জরুরি। ইহার সহিত অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থাও শক্তিশালী করা জরুরি। অগ্নিকাণ্ডের স্থানীয় কারণ অনুসন্ধানে মনোযোগী হওয়া এবং জাতীয় নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবনগুলিতে জরুরি নির্গমন পথ থাকা জরুরি। শুধু নিয়ম মানিয়া ভবন নির্মাণ ও আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকিলেই হয় না, সেইগুলির যথাযথ ব্যবহারও গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ড ঘটিলে উহা নির্বাপণের সম্ভাব্য ব্যবস্থাপনাও দরকার। এই ক্ষেত্রে ফায়ার হাইড্রেন্ট প্রকল্পের ব্যর্থতা সম্মুখে রাখিয়াই ব্যবস্থা লইতে হইবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রকল প র ব যবস থ ব যবহ র অন য য় হইয় ছ নগর র হইল ও
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম