সাম্য হত্যাকারীদের গ্ৰেপ্তারের দাবিতে রাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
Published: 15th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্ৰেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় তারা কালো ব্যাজ ধারণ করেন।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে কোন সন্ত্রাসী সংগঠন থাকবে না। কোন হত্যাকারীর ঠাঁই হবে না, আমরা ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে বর্জ্রকন্ঠে রাজপথে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেষ্ঠ বিদ্যাপীঠে একজন ছাত্রের মৃত্যু বাংলাদেশের জন্য একটি অশনিসংকেত।”
তিনি আরো বলেন, “জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, আমার ভাই সাম্য হত্যার খুনিদের অতিদ্রুত গ্রেপ্তারসহ বিচার করতে হবে, ঢাবি ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা রাবি শাখা ছাত্রদল কঠোর আন্দোলন গড়ে তুলবো।”
শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, “যারা দিল্লির দাসত্ব করে এবং পিন্ডির দাসত্ব করে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশপন্থীদের হত্যা করছে। ২১, ৭১ এবং ২৪ প্রত্যেকটি বাংলাদেশের ভিত্তি। এই তিনটি বিষয়ে মিমাংসা না করা, বাংলাদেশের বিরোধী শক্তিদের বিচার না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কোনো রকম সুযোগ দিবে না ছাত্রদল।”
এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এ বিষয়টাকে ভিন্নভাবে প্রভাবিত করার পাঁয়তারা করছেন।”
ঢাকা/ফাহমিদুর/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন