‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড’ পেল তিন প্রতিষ্ঠান
Published: 15th, May 2025 GMT
দেশে প্রথমবারের মতো ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৫’ দেওয়া হয়েছে। নারীবাদী সবুজ জলবায়ু রূপান্তরে অবদান রাখা ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তা এবং করপোরেট প্রতিষ্ঠানকে স্বীকৃতি ও উৎসাহিত করতে এ আয়োজন করে একশনএইড বাংলাদেশ।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুটি এসএমই প্রতিষ্ঠান এবং একটি করপোরেট প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। এসএমই বিভাগে পুরস্কার পেয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিসের (সিডিপি) আওতাধীন তৃপ্তি বুটিক হাউস ও ইকোলেরি বাংলাদেশ। আর করপোরেট বিভাগে পুরস্কার পেয়েছে আমান স্পিনিং মিলস লিমিটেড।
একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে কূটনীতিবিদ, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি, করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেন।
এবার পুরস্কারের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরুর পর চলতি বছরের ২০ এপ্রিল পর্যন্ত মোট ২৭টি আবেদন জমা পড়ে। এরপর বিচারকদের যাচাই-বাছাইয়ের পর তিনটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করেন।
বিচারক প্যানেল ছিলেন উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, সাপোর্টের কান্ট্রি ম্যানেজার সুরাইয়া আক্তার, ই-কুরিয়ার লিমিটেডের সিইও বিপ্লব ঘোষ রাহুল ও একশনএইড ইন্টারন্যাশনালের আইএইচএআরটির গ্লোবাল রেজিলিয়েন্স অ্যাডভাইজার তানজির হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফারাহ্ কবির বলেন, ‘বাংলাদেশে এই প্রথম একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে ন্যায্য ও নারীবাদী রূপান্তরে এসএমই ও করপোরেট প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, এই পুরস্কার একটি ন্যায্য, টেকসই অর্থনীতি ও সবুজ পৃথিবী গড়ে তোলার দিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক পদক্ষেপ হয়ে থাকবে।’
অনুষ্ঠানে নারীবাদী সবুজ রূপান্তরের গুরুত্ব এবং এ ক্ষেত্রে এসএমই উদ্যোক্তা ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তুলে ধরেন বিচারকমণ্ডলীর সদস্য নাসরিন ফাতেমা আউয়াল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে লোকসংগীত পরিবেশন করা হয়। পরে মনোজ্ঞ জাজ সংগীত পরিবেশন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএআইবিএসের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এবং একশনএইড অস্ট্রেলিয়ার বোর্ড চেয়ার বেলিন্ডা মরিসে, বোর্ড ডিরেক্টর ক্রিস্টিনা স্টেফানোভা প্রমুখ।
এএআইবিএস চেয়ারপারসন ইব্রাহিম খলিল আল-জায়াদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাত উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক
আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে সারাদেশ থেকে সাতজন উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক। শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
প্রাইম ব্যাংক জানায়, অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক উদ্যোক্তা অংশ নেন। ব্যাংকের সাড়ে ১১ হাজারের বেশি সক্রিয় ঋণগ্রহীতার মধ্য থেকে ৬ জন এসএমই উদ্যোক্তা এবং ১ জন কৃষি খাতের উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। উদ্যোক্তার পণ্যের বৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, নিয়োজিত জনবল, প্রাইম ব্যাংকের সঙ্গে সম্পর্ক, উদ্যোক্তার ধরন ইত্যাদি মানদণ্ড এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ । মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার। আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসান ও. রশীদ বলেন, ‘এসএমই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করে, গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে এবং আত্মনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। এ খাতের বিকাশ মানেই সমৃদ্ধি, স্থিতিশীলতা ও সমান সুযোগের সমাজ গঠন। প্রাইম ব্যাংক অনেকদিন ধরেই এমএসএমই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করছে। ১৫০টিরও বেশি শাখা ও উপশাখার মাধ্যমে উদ্যোক্তাদের পাশে আছে। এ স্বীকৃতি উদ্যোক্তাদের আরও উদ্যমী করে তুলবে এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি