শাহরিয়ার হত্যার ঘটনায় ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের মানববন্ধন, ছয় দফা দাবি
Published: 15th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’। বৃহস্পতিবার বিকেলে এই মানববন্ধনে তারা ছয়টি দাবি তুলে ধরেছে।
তাঁদের ছয়টি দাবি হলো শাহরিয়ার হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে; বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের অধীনে প্রক্টরিয়াল টিমে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করতে হবে, যা যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে পারবে এবং প্রয়োজনে প্রক্টরিয়াল টিমের সদস্যসংখ্যা বাড়াতে হবে; ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক ব্যবসা ও অপরাধী চক্রের অভয়াশ্রম থেকে মুক্ত করে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গণপূর্ত মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে; বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যান চলাচল ও হর্ন বাজানো সীমিত করতে হবে; নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের লক্ষ্যে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট পরিসরে বহিরাগত নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সব ধরনের মব ভায়োলেন্সের পরিবর্তে আইনের শাসন নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ইসমাঈল নাহিদ বলেন, ‘গত ১০ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃষ্ট মবে বহিরাগত তোফাজ্জলের হত্যাকাণ্ড, আরেকটি সাম্প্রতিক সময়ে ক্যাম্পাস–সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্যের হত্যাকাণ্ড।’
ইসমাঈল নাহিদ বলেন, ‘তোফাজ্জল হত্যার ১০ মাস পার হলেও আমরা বিচারপ্রক্রিয়ার অগ্রগতি দেখতে পাইনি। আমরা চাই প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ নেবে এবং মব ও সন্ত্রাসের বিপক্ষে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা কায়েম করবে।’
ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের (ডিইউআরএইচএ) সদস্য তাপসী রাবেয়া বলেন, ‘ডিইউআরএইচএর পক্ষ থেকে আমরা দ্রুততম সময়ে শাহরিয়ার হত্যার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
প্রশাসনের কাছে প্রক্টরিয়াল টিমের অধীনে একটি কুইক রেসপন্স টিম গঠন করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে যেকোনো জটিল ও বিরূপ পরিস্থিতি সঠিক সময়ে সুষ্ঠুভাবে সমাধান করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয় এলাকায় নির্দিষ্ট পরিসরে বহিরাগত নিয়ন্ত্রণসহ মানসিক ভারসাম্যহীন নিরাপদ ক্যাম্পাস চাই, যেন আর কোনো শিক্ষার্থীকে নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়।’
এ মানববন্ধন সঞ্চালনা করেন ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের যুগ্ম সদস্যসচিব রুকাইয়া রচনা। মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনটির সদস্য ইসরাত জাহান ইমু, আবদুল্লাহ আজিম।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট হত য ক ণ ড র হত য ত করত সদস য
এছাড়াও পড়ুন:
আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ
সোনারগাঁয়ের মেঘনাঘাট ইসলামপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ উঠেছে আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে।
গত কয়েকদিন ধরে হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেড নামের একটি কোম্পানির জমি জোরপূর্বক দখল করে সীমানা প্রচীর নির্মাণ করছে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে।
এ ঘটনায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের সিকিউরিটি হেড ইনচার্জ মো. নূর হোসেন বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীকে আসামী করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
এর আগে একই জমির কাগজপত্র জাল জালিয়াতির অভিযোগে আব্দুল্লাহহেল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত। আদালতের জারি করা গ্রেপ্তারী পরোয়ানার কপি আব্দুল্লাহহেল বারীর স্থায়ী ঠিকানা ঢাকা মেট্রোপলিটন খিলক্ষেত থানায় প্রেরণ করেছে আদালত।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের হোসেনপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের জমি জাল জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারী এক বিঘার বেশি সম্পত্তি রেকর্ড করে নেয়। এ ঘটনায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের পক্ষে লিগ্যাল অফিসার মিলন হোসাইন নারায়ণগঞ্জ আদালতে পিটিশন মামলা দায়ের করেন।
ওই মামলা তদন্তের জন্য নারায়ণগঞ্জ সিআইডি পুলিশকে নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান তদন্ত শেষে আনন্দ শিপইয়ার্ডের জালিয়াতির মাধ্যমে জমি দখলের সত্যতা পেয়ে গত ১৭মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করে।
পাশাপাশি নারায়ণগঞ্জ আমলী আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোনায়া জারি করে। সম্প্রতি ঈদ উল আযহার ছুটিতে হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা ছুটিতে থাকার সুযোগে পুনরায় ওই জমি দখল নিতে রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করে।
এছাড়াও দখলে নেওয়া জমিতে একটি শেড গোডাউন হিসেবে একজন ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। বর্তমানে সেই শেডটি ওই ব্যবসায়ী ভাড়া নিয়ে ব্যবহার করছেন।
আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীর মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দেওয়ার হলেও সাড়া মেলেনি।
আনন্দ শিপইয়ার্ডের এজিএম তাজুল ইসলাম বলেন, এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা নাই। স্থিতিবস্থা বজায় রাখ্রা নির্দেশ দিয়েছে। তবে নিষেধাজ্ঞা ছিল, সেটা উঠে গেছে। বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন বৈরাগী বলেন, অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে আনন্দ শিপইয়ার্ড কর্তৃপক্ষ কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন
বিভিন্ন দাবিতে লিংক রোডে ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নবাসীর মানববন্ধন
বিশিষ্ট ক্রীড়াবিদ ওবায়েদ উল্লাহ মনা'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা মোস্তাফা গ্রেপ্তার
রূপগঞ্জে পিঠা ব্যবসায়ী শাকিলার অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী, মানববন্ধন
বিএনপি নেতা পিএস সেলিম এর বিরুদ্ধে মানববন্ধন
যুবলীগ কর্মী শুভ এখন এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম