দলের সঙ্গে যোগ দিয়ে খেলার জন্য ‘অ্যাভেইলেভেল’ রিশাদ-রানা
Published: 17th, May 2025 GMT
উৎকণ্ঠা ও সংশয়ের কঠিন সময় কাটাতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাদেরকে। পরে অবশ্য সুস্থমতো দেশে ফিরতে পেরেছেন তারা।
এর পর জাতীয় দলের জার্সিতে খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন রিশাদ ও রানা। এবার বিমানবন্দরে পড়লেন ঝামেলায়। ভিসা-সংক্রান্ত ঝামেলার কারণে গত দুই দিন দুবাই বিমানবন্দরে কাটাতে হয়েছে তাদেরকে।
বাংলাদেশ জাতীয় দল দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গেছে সংযুক্ত আরব আমিরাতে। রিশাদ ও রানা বাদে বাকি সব ক্রিকেটার, কোচিং এবং সাপোর্টিং স্টাফ বিমানবন্দর ত্যাগ করতে পারলেও ইমিগ্রেশন বিভাগ আটকে রেখেছিলেন তাদেরকে।
টানা দুদিন বিমানবন্দরে কাটানোর পর গতকাল রাত ২টার পর তাদেরকে দুবাই প্রবেশের অনুমতি দেয় সংশ্লিষ্টরা। এর পর দলের সঙ্গে যোগ দেন তারা। আজ তারা খেলার জন্য অ্যাভেইলেভেল তা নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।
তবে, বিমানবন্দরের ইমিগ্রেশনে কেন তাদেরকে আটকে রাখা হয়েছিল, তার সদুত্তর দিতে পারেননি ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেছেন, “আমরা আসলে নিশ্চিত করে বলতে পারছি না, কেন তাদের আটকে রাখা হয়েছিল। আমরা ধারণা করছি, পাকিস্তান থেকে ওরা ফিরেছিল। ওদের কেবল ট্রানজিট ভিসা ছিল। এন্ট্রি-এক্সিট জটিলতা হয়ত তৈরি হয়েছিল। এতটুকুই বলতে পারি। গতকাল রাতেই তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ খেলার জন্য অ্যাভেইলেভেল আছেন।”
বাংলাদেশ ক্রিকেট দল দুই দিন দুবাইয়ে অনুশীলন করেছে। আজ রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টি খেলতে শারজাহতে মাঠে নামবে বাংলাদেশ দল। রিশাদ ও রানা কোনো অনুশীলন ছাড়া ম্যাচ খেলতে নামবেন কি না, সেটা বিরাট প্রশ্ন।
ঢাকা/ইয়াসিন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হয় ছ ল ত দ রক
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি