উৎকণ্ঠা ও সংশয়ের কঠিন সময় কাটাতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাদেরকে। পরে অবশ্য সুস্থমতো দেশে ফিরতে পেরেছেন তারা। 

এর পর জাতীয় দলের জার্সিতে খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন রিশাদ ও রানা। এবার বিমানবন্দরে পড়লেন ঝামেলায়। ভিসা-সংক্রান্ত ঝামেলার কারণে গত দুই দিন দুবাই বিমানবন্দরে কাটাতে হয়েছে তাদেরকে। 

বাংলাদেশ জাতীয় দল দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গেছে সংযুক্ত আরব আমিরাতে। রিশাদ ও রানা বাদে বাকি সব ক্রিকেটার, কোচিং এবং সাপোর্টিং স্টাফ বিমানবন্দর ত্যাগ করতে পারলেও ইমিগ্রেশন বিভাগ আটকে রেখেছিলেন তাদেরকে। 

টানা দুদিন বিমানবন্দরে কাটানোর পর গতকাল রাত ২টার পর তাদেরকে দুবাই প্রবেশের অনুমতি দেয় সংশ্লিষ্টরা। এর পর দলের সঙ্গে যোগ দেন তারা। আজ তারা খেলার জন্য অ্যাভেইলেভেল তা নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। 

তবে, বিমানবন্দরের ইমিগ্রেশনে কেন তাদেরকে আটকে রাখা হয়েছিল, তার সদুত্তর দিতে পারেননি ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেছেন, “আমরা আসলে নিশ্চিত করে বলতে পারছি না, কেন তাদের আটকে রাখা হয়েছিল। আমরা ধারণা করছি, পাকিস্তান থেকে ওরা ফিরেছিল। ওদের কেবল ট্রানজিট ভিসা ছিল। এন্ট্রি-এক্সিট জটিলতা হয়ত তৈরি হয়েছিল। এতটুকুই বলতে পারি। গতকাল রাতেই তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ খেলার জন্য অ্যাভেইলেভেল আছেন।”

বাংলাদেশ ক্রিকেট দল দুই দিন দুবাইয়ে অনুশীলন করেছে। আজ রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টি খেলতে শারজাহতে মাঠে নামবে বাংলাদেশ দল। রিশাদ ও রানা কোনো অনুশীলন ছাড়া ম্যাচ খেলতে নামবেন কি না, সেটা বিরাট প্রশ্ন। 

ঢাকা/ইয়াসিন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হয় ছ ল ত দ রক

এছাড়াও পড়ুন:

রংপুর-৪ আসনে নির্বাচনে লড়বেন এনসিপির আখতার হোসেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলের সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘কাউনিয়া ও পীরগাছার পক্ষ থেকে আখতার হোসেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। জুলাই গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা- বিচার, সংস্কার ও নতুন সংবিধানের সেই লড়াইয়ে আখতার হোসেন এগিয়ে যাবেন।’ এরপর তিনি আখতারের হাত উঁচিয়ে ধরে তার হাত না ছাড়ার জন্য উপস্থিত জনতার কাছ থেকে প্রতিশ্রুতি নেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আপনাদের এলাকার সন্তান আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছেন। কয়েকবার জেলও খেটেছেন। নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করা সৈনিকের নাম আখতার হোসেন। সে আপনাদের এলাকার গর্ব। আপনারা কীভাবে তাকে শক্তিশালী করবেন ও আরও উচ্চতায় পৌঁছাবেন, সেটা আপনাদের সকলের দায়িত্ব।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এ পথসভায় আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সূচনা করে। দিনভর চলা এ কর্মসূচির সমাপ্তি হয় রাতে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড চত্বরে।

সম্পর্কিত নিবন্ধ