‘জারভো ৬৯’–কে মনে আছে?

সেই যে যখন–তখন হুটহাট খেলার মাঠে ঢুকে পড়েন। অদ্ভুত কাণ্ড–কীর্তি করে বেড়ান। ক্রিকেট, ফুটবল, রাগবি থেকে অলিম্পিক মঞ্চ—কোন জায়গায় দেখা যায়নি তাঁকে! মাঠের ভেতর থেকে নিরাপত্তাকর্মীরা তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছেন—এমন দৃশ্য তো অনেকেরই দেখা।

এবার সেই জারভোকে ফুটবল মাঠে নিষিদ্ধ করতে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্টের পুলিশ। এ নিয়ে ক্ষুব্ধ জারভোর অভিযোগ, ইংল্যান্ডে মানবাধিকার বলে কিছু নেই।

‘জারভো ৬৯’ নামে পরিচিত হলেও তাঁর মূল নাম ড্যানিয়েল জারভিস। মূল পরিচিতি ইউটিউব প্রাঙ্ক স্টার হিসেবে। ভিডিওমাধ্যমটিতে তাঁর অনুসারী দুই লাখের বেশি। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড–আয়ারল্যান্ড ফুটবল ম্যাচে ম্যাচপূর্ব লাইনআপে ঢুকে যাওয়া, তারও আগে ইংল্যান্ড–ভারত ক্রিকেট ম্যাচে মাঠে ঢুকে বোলিং করা, বিবিসি ম্যাচ অব দ্য ডে অনুষ্ঠানে প্রাপ্তবয়স্ককেন্দ্রিক শব্দ বাজিয়ে দেওয়া.

.. এমন অনেক অদ্ভুত কাণ্ডই তিনি ঘটিয়েছেন।

ইংল্যান্ডের আইনে মাঠে ঢুকে পড়া ফৌজদারি অপরাধ নয়। যে কারণে জারভোকে মাঠ থেকে বের  করে দেওয়া ছাড়া বিশেষ কিছু করার থাকে না পুলিশের। কেন্ট অনলাইন জানিয়েছে, সম্প্রতি সেখানকার পুলিশ আদালতের কাছে জারভোকে ফুটবল মাঠে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে আবেদন করেছে। এ নিয়েই মঙ্গলবার মেডওয়ে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হন জারভো।

পরে সেখান থেকে বেরিয়ে ৩৭ বছর বয়সী এই ইউটিউবার কেন্ট অনলাইনকে বলেন, ‘আমার মনে হয় তারা (পুলিশ) মনগড়া কথা বলছে। এমন কিছু আমি আগে শুনিনি। কেউ কোনো অপরাধ করলে আগে গ্রেপ্তার হতো, তারপর আদালতে যেতে হতো। এই দেশ থেকে মানবাধিকার উধাও হয়ে গেছে। ব্যাপারটা এখন তামাশা হয়ে দাঁড়িয়েছে।’

পুলিশের তাঁর প্রতি ‘বিদ্বেষ’ আছে দাবি করে খেলার মাঠে নিজের অদ্ভুত কাণ্ড–কীর্তির পক্ষে সাফাইও গেয়েছেন জারভো, ‘আমি সত্যিই কোনো ভুল কাজ করছি না, আমি শুধু লোকেদের হাসাচ্ছি। কিছু লোক বলে আমার আরও পরিণত হওয়া উচিত। তবে আমি বেশির ভাগ লোককে হাসাই। মানুষকে খুশি করতে আমার ভালো লাগে।’

অবশ্য প্রথম দিকে প্রাঙ্ক করতে যতটা উত্তেজনা অনুভব করতেন, এখন ততটা করেন না বলেও জানিয়েছেন জারভো।

মঙ্গলবার আদালতে হাজির হওয়ার পর ডিস্ট্রিক্ট জজ রবার্ট ব্রাউন জারভোকে জিজ্ঞেস করেন, এটি দেওয়ানি বিষয়। তিনি পুলিশের আবেদনের বিষয়টি নিয়ে লড়াই করতে চান কি না? জারভো এতে সম্মতি জানালে আদালত পরবর্তী শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছেন।

তত দিন পর্যন্ত খেলাধুলার ইভেন্টে ঝঞ্ঝাট তৈরি না করার শর্তে তাঁকে জামিন দিয়েছেন আদালত। একই সময় পর্যন্ত ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ম্যাচে তাঁর প্রবেশাধিকারে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে, যা যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের বাইরে সব জায়গার জন্য প্রযোজ্য।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের সঙ্গে বিএসইসি’র মতবিনিময়

পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারের অংশীজনদের সমন্বয় ও সংযোগ বৃদ্ধির জন্য প্রতি মাসের শেষ বৃহস্পতিবার একটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এই সভায়। এছাড়া বিনিয়োগের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে।

শনিবার (১৭ মে) পুঁজিবাজারের চলমান মন্দা অবস্থায় করণীয় নিয়ে অংশীজন বা স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সভায় কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং বিএসইসির নির্বাহী পরিচালক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারের অংশীজনদের মধ্যে ঢাকা স্টক এক্সেচেঞ্জ পিএলসি (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই), ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ডিবিএ), মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শীর্ষ প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে উক্ত সভায় আলোচনা হয়। এতে পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া সভা ও তার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান ন্যূনতম ১০ শতাংশ করা, পুঁজিবাজারে ১ লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়ের ওপর আরোপিত কর মওকুফ করা, পরিকল্পনা অনুসরণ করে নেগেটিভ ইক্যুইটির উত্তোরণ ও স্থায়ী সমাধান করা, বিও হিসাবে মেইনটেইন্যান্স ফি মওকুফ করা, ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ করা, ব্রোকারদের টার্নওভারের ওপর প্রদত্ত অগ্রিম কর (এআইটি) হ্রাস করা, দেশের ভালো মৌলভিত্তি সম্পন্ন বৃহৎ দেশীয় কোম্পানি, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি কিংবা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। 

গভর্নমেন্ট বা সরকারি সিকিউরিটিজের নিলাম পুঁজিবাজারের এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে আনয়ন, সিকিউরিটিজ হাউজে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে গঠনমূলক এবং সমন্বিত গ্রাহক হিসাবের হতে প্রাপ্ত আয়ের অর্থের ব্যবহার বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে মিউচ্যুয়াল ফান্ডসমূহের চলতি অর্থবছরের অর্জিত আয়ের ২০ শতাংশ প্রভিশনিং করে বাকি ৮০ শতাংশ ইউনিটহোল্ডাদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে বিতরণ করার প্রস্তাবনা পেশ করেন।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ