‘জারভো ৬৯’–কে মনে আছে?

সেই যে যখন–তখন হুটহাট খেলার মাঠে ঢুকে পড়েন। অদ্ভুত কাণ্ড–কীর্তি করে বেড়ান। ক্রিকেট, ফুটবল, রাগবি থেকে অলিম্পিক মঞ্চ—কোন জায়গায় দেখা যায়নি তাঁকে! মাঠের ভেতর থেকে নিরাপত্তাকর্মীরা তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছেন—এমন দৃশ্য তো অনেকেরই দেখা।

এবার সেই জারভোকে ফুটবল মাঠে নিষিদ্ধ করতে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্টের পুলিশ। এ নিয়ে ক্ষুব্ধ জারভোর অভিযোগ, ইংল্যান্ডে মানবাধিকার বলে কিছু নেই।

‘জারভো ৬৯’ নামে পরিচিত হলেও তাঁর মূল নাম ড্যানিয়েল জারভিস। মূল পরিচিতি ইউটিউব প্রাঙ্ক স্টার হিসেবে। ভিডিওমাধ্যমটিতে তাঁর অনুসারী দুই লাখের বেশি। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড–আয়ারল্যান্ড ফুটবল ম্যাচে ম্যাচপূর্ব লাইনআপে ঢুকে যাওয়া, তারও আগে ইংল্যান্ড–ভারত ক্রিকেট ম্যাচে মাঠে ঢুকে বোলিং করা, বিবিসি ম্যাচ অব দ্য ডে অনুষ্ঠানে প্রাপ্তবয়স্ককেন্দ্রিক শব্দ বাজিয়ে দেওয়া.

.. এমন অনেক অদ্ভুত কাণ্ডই তিনি ঘটিয়েছেন।

ইংল্যান্ডের আইনে মাঠে ঢুকে পড়া ফৌজদারি অপরাধ নয়। যে কারণে জারভোকে মাঠ থেকে বের  করে দেওয়া ছাড়া বিশেষ কিছু করার থাকে না পুলিশের। কেন্ট অনলাইন জানিয়েছে, সম্প্রতি সেখানকার পুলিশ আদালতের কাছে জারভোকে ফুটবল মাঠে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে আবেদন করেছে। এ নিয়েই মঙ্গলবার মেডওয়ে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হন জারভো।

পরে সেখান থেকে বেরিয়ে ৩৭ বছর বয়সী এই ইউটিউবার কেন্ট অনলাইনকে বলেন, ‘আমার মনে হয় তারা (পুলিশ) মনগড়া কথা বলছে। এমন কিছু আমি আগে শুনিনি। কেউ কোনো অপরাধ করলে আগে গ্রেপ্তার হতো, তারপর আদালতে যেতে হতো। এই দেশ থেকে মানবাধিকার উধাও হয়ে গেছে। ব্যাপারটা এখন তামাশা হয়ে দাঁড়িয়েছে।’

পুলিশের তাঁর প্রতি ‘বিদ্বেষ’ আছে দাবি করে খেলার মাঠে নিজের অদ্ভুত কাণ্ড–কীর্তির পক্ষে সাফাইও গেয়েছেন জারভো, ‘আমি সত্যিই কোনো ভুল কাজ করছি না, আমি শুধু লোকেদের হাসাচ্ছি। কিছু লোক বলে আমার আরও পরিণত হওয়া উচিত। তবে আমি বেশির ভাগ লোককে হাসাই। মানুষকে খুশি করতে আমার ভালো লাগে।’

অবশ্য প্রথম দিকে প্রাঙ্ক করতে যতটা উত্তেজনা অনুভব করতেন, এখন ততটা করেন না বলেও জানিয়েছেন জারভো।

মঙ্গলবার আদালতে হাজির হওয়ার পর ডিস্ট্রিক্ট জজ রবার্ট ব্রাউন জারভোকে জিজ্ঞেস করেন, এটি দেওয়ানি বিষয়। তিনি পুলিশের আবেদনের বিষয়টি নিয়ে লড়াই করতে চান কি না? জারভো এতে সম্মতি জানালে আদালত পরবর্তী শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছেন।

তত দিন পর্যন্ত খেলাধুলার ইভেন্টে ঝঞ্ঝাট তৈরি না করার শর্তে তাঁকে জামিন দিয়েছেন আদালত। একই সময় পর্যন্ত ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ম্যাচে তাঁর প্রবেশাধিকারে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে, যা যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের বাইরে সব জায়গার জন্য প্রযোজ্য।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ