৫জি সম্প্রচারের আন্তর্জাতিক মান নির্ধারণের নেতৃত্বে সিএমজি
Published: 17th, May 2025 GMT
বিশ্ব মিডিয়া প্রযুক্তিতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে, চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) নেতৃত্বে পরিচালিত একটি নতুন আন্তর্জাতিক মান শুক্রবার আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। যা ৫জি নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিও ও অডিও সম্প্রচার আরো সহজ ও কার্যকর করবে।
নতুন মানটির নাম আইটিইউ-আর-বিটি ২৫৫০। এতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে সম্প্রচারকারীরা ৫জি প্রযুক্তি ব্যবহার করে উচ্চমানের কনটেন্ট উৎপাদন ও শেয়ার করতে পারে। মানটি অনুমোদন করেছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা, যা জাতিসংঘের অধীন বৈশ্বিক যোগাযোগ মান নির্ধারণকারী সংস্থা।
এটি সিএমজি-এর তৈরি ষষ্ঠ আন্তর্জাতিক সম্প্রচার মান, যা টেলিভিশন ও অনলাইন ভিডিও কিভাবে তৈরি, শেয়ার ও সর্বোচ্চ মানে উপস্থাপন করা হবে, তা নির্ধারণ করে।
এই নতুন মানের ধারণাটি প্রথম উত্থাপন করা হয় ২০২৪ সালের শুরুতে। এটি ৫জি ব্যবহার করে বড় অনুষ্ঠান সম্প্রচারে চীনের অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে উঠেছে এবং দেখায় কিভাবে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে আরো দ্রুত ও সহজে টিভি ও অনলাইন কনটেন্ট তৈরি করা যায়।
উন্নয়নের সময় ইউরোপীয় বিশেষজ্ঞরা তাদের নিজস্ব ৫জি সম্প্রচার প্রকল্পের উদাহরণ যুক্ত করার প্রস্তাব দেন। যৌথভাবে উন্নয়নের পর, এই বছরের শুরুতে মানটি অনুমোদিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা নতুন মানটিকে স্বাগত জানিয়ে বলেন, এটি ৫জি-র গতি ও নির্ভরযোগ্যতার পূর্ণ সদ্ব্যবহারে সম্প্রচারকারীদের সহায়তা করবে।
এছাড়া, ক্লাউড-সেবাভিত্তিক মিডিয়া প্রোডাকশন ও উন্নত ভিডিও-কালার বিষয়ক আরো দুটি প্রস্তাবিত আন্তর্জাতিক মান পর্যালোচনাধীন রয়েছে এবং শিগগিরই অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
এই অর্জনগুলো প্রমাণ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আল্ট্রা এইচডি ভিডিওর মতো নতুন প্রযুক্তির যুগে বিশ্ব মিডিয়া প্রেক্ষাপটে মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন।
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র কর
এছাড়াও পড়ুন:
কুমিল্লার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি সতর্কতা
ছবি: প্রথম আলো