এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক। আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, আবেদনকারী শিক্ষার্থীদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ও সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত বিবেচিত হতে হবে। আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক মাসিক আয় ২০ হাজার টাকার কম হতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ও মাসিক আর্থিক সহায়তা পাবেন। ব্র্যাক শিক্ষা কর্মসূচির ‘মেধাবিকাশ উদ্যোগ-২’–এর মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। মেডিকেল শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ সাড়ে সাত হাজার করে বৃত্তি পাবেন।

ব্র্যাকের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সহজ নয়। এ সাফল্যের জন্য তোমাদের সারা বছর মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হয়েছে। পরীক্ষায় ভালো করার পর দেশের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছ। তোমার এগিয়ে যাওয়ার পথে এখন কি অর্থনৈতিক অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়িয়েছে? মেধাবিকাশ উদ্যোগ-২ দিচ্ছে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির সুযোগ, যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেমে না যায়। নির্বাচিত শিক্ষার্থীরা পাবে এককালীন ও মাসিক আর্থিক সহায়তা।’

শিক্ষার্থী নির্বাচনের মানদণ্ডে বলা হয়েছে

ক.

শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

খ. শিক্ষার্থীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হতে হবে।

গ. শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয় অথবা সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে।

ঘ. ব্র্যাকের যেকোনো কর্মসূচির অন্তর্ভুক্ত দরিদ্র সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।

ঙ. শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্র্যাক গ্র্যাজুয়েট, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং উন্নয়নের বাইরে থাকা জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য।

আরও পড়ুনইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ০৩ মে ২০২৫

বৃত্তির পরিমাণ

নির্বাচিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এককালীন ১৫ হাজার ও মাসিক সাড়ে ৭ হাজার টাকা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এককালীন ১০ হাজার ও মাসিক ৭ হাজার টাকা বৃত্তি পাবেন।

আবেদনপ্রক্রিয়া

আপনি কেন নিজেকে বৃত্তিটি পাওয়ার যোগ্য মনে করেন, এ বিষয়ে ২৫০ শব্দের একটি অনুচ্ছেদ লিখুন। এটি আবেদনপত্র হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনমদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ১৭ মে ২০২৫

আবেদনের নিয়মাবলি

ক. আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভর্তির সময় জমাকৃত অর্থের রসিদের ফটোকপি জমা দিতে হবে।

খ. আবেদনকারীর জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এসএসসি ও এইচএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ভর্তি পরীক্ষার ফলাফল, অভিভাবকের পেশা, আয়কর সনদ, আয়ের সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৫

আরও পড়ুনসৌদি আরব সরকারের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদনের সুযোগ১২ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ড ক ল কল জ পর ক ষ য় একক ল ন র জন য সরক র

এছাড়াও পড়ুন:

এক ঝলক (১৭ মে ২০২৫)

ছবি: সাদ্দাম হোসেন

সম্পর্কিত নিবন্ধ

  • তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা আয়োজনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সিএসই কার্নিভ্যাল অনুষ্ঠিত
  • আজ টিভিতে যা দেখবেন (১৮ মে ২০২৫)
  • বিএসএমএমইউয়ে নার্সিং ভর্তিতে আবেদন শেষ ১৮ মে, ২০২১–এ এসএসসি হলেও আবেদন
  • অপহরণের একুশ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ২ বোন, গ্রেপ্তার ১
  • এক ঝলক (১৭ মে ২০২৫)
  • স্পারসো–তে নিয়োগ, নেবে ২৪ কর্মকর্তা-কর্মচারী
  • ইনস্যুরেন্স একাডেমিতে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে ডিপ্লোমা, মেয়াদ এক বছর
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড শুরু
  • চাঁদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই সহোদরকে ছুরিকাঘাত