ফতুল্লায় নির্মাণাধীন সাতটি ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
Published: 18th, May 2025 GMT
ফতুল্লায় ইমারত আইন লংঘন করে নির্মাণাধীন সাতটি ভবনে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত স্থাপনা ভেঙ্গে দিয়েছে রাজধানি উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সাথে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ সহ একটি ভবনের মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে রবিবার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত
ফতুল্লার ইসদাইর, মাসদাইর ও জামতলা মসজিদ রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় রাজউকের অনুমোদিত নকশাবিহীন ও নকশার ব্যত্তয় ঘটিয়ে নির্মাণ কাজ করায় কয়েকটি বহুতল ভবন সহ সাতটি নির্মাণাধীন ভবনের নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। একই সাথে ভবনগুলোর নকশা বহির্ভুত বর্ধিত স্থাপনা ভেঙ্গে অপসারণ সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে রাজউক কর্তৃপক্ষ।
রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তা রহমান বলেন, "আজকে আমরা তিনটি এলাকায় সাতটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে বেশ কয়েকটি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর নির্মাণ কাজে রাজউকের নকশা ছাড়া ও নকশার ব্যত্তয় ঘটানো সহ বেশ কিছু অনিয়ম আমাদের কাছে ধরা পড়েছে। তাই আমরা আপাতত ভবনগুলোর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।
এছাড়া নকশা বহির্ভুত স্থাপনা অপসারণ সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করেছি। একটি ভবন মালিককে পঞ্চাশ হাজার টাকাও জরিমানা করেছি"।
অনুমোদন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তা রহমান।
আইন শৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন-৮/১ এর পদ শূন্যকালীন প্রতিকল্প অথরাইজড অফিসার এফ.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ভবনগ ল র র জউক র ভবন র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন