২০২৫ সালটা ইউরোপের ক্লাব ফুটবলে একটু ভিন্নভাবে স্মরণীয় হয়ে থাকবে। বেশ কয়েকটি দেশে উত্থান হয়েছে নতুন নতুন ফুটবল শক্তির, যারা শিরোপার স্বাদ নিয়ে ইতিহাস গড়েছে।

এর মধ্যে গত শনিবার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপার দেখা পেয়েছে ক্রিস্টাল প্যালেস। লিগ কাপ জিতে ৭০ বছরের শিরোপা-খরা ঘুচিয়েছে আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল। ইতালিয়ান ক্লাব বোলোনিয়া ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। আর ডাচ ক্লাব ‘গো এহেড ঈগলস’ শিরোপার দেখা পেয়েছে ৯৩ বছর পর।

১৯০৫ সালে দক্ষিণ লন্ডনের কয়েকজন বাসিন্দা গড়ে তুলেছিলেন ক্রিস্টাল প্যালেস। ইংল্যান্ডের ক্লাব ফুটবলে মাঝারি সারির দলটির শিরোপা আক্ষেপ ঘুচেছে শনিবার বিকেলে। ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ ফাইনালে ৮৫ হাজার দর্শকের সামনে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারায় তারা। ম্যাচের শুরুর দিকে একটি পাল্টা আক্রমণ থেকে শিরোপা নির্ধারণী গোলটি করেন এবেরেচি এজে। পুরো ম্যাচ একচেটিয়া খেলা সিটি পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি। ইংল্যান্ডের দ্বিতীয় সেরা এ প্রতিযোগিতায় এর আগে দুবার ফাইনালে উঠেছিল প্যালেস। দুবারই ম্যানচেস্টার তাদের স্বপ্ন ভাঙে। এবার ম্যানচেস্টার শহরেরই আরেক দলকে হারিয়ে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথম কোনো মেজর ট্রফি জিতল ক্রিস্টাল প্যালেস।

গত ১৬ মার্চ আরেকটি আক্ষেপ ঘোচানোর গল্প লিখেছিল আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল। লিগ কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ঘরোয়া ফুটবলে নিজেদের নামের পাশে ‘চ্যাম্পিয়ন’ শব্দটি যোগ করে নিউক্যাসল। ১৯৫৫ সালে এফএ কাপ ছিল উত্তর-পূর্ব ইংল্যান্ডের ক্লাবটির জয় করা শেষ ট্রফি। ঘরোয়া ফুটবলে ৭০ বছর পর শিরোপা জিতলেও ১৯৬৯ সালে অধুনালুপ্ত মহাদেশীয় টুর্নামেন্ট ‘ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ’ জিতেছিল নিউক্যাসল।

বোলোনিয়ার গল্পটা অনেকটা একই রকম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছয়টি স্কুদেত্তো জেতা ক্লাবটি সর্বশেষ শিরোপা জিতেছিল ১৯৭৪ সালে। উত্তর ইতালির ক্লাবটির ৫১ বছরের অপেক্ষার অবসান হয় গত বুধবার। রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে ১-০ গোলে এসি মিলানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ে বোলোনিয়া। নেদারল্যান্ডসের ক্লাব ‘গো এহেড ঈগলস’-এর নামটা ফুটবলপ্রেমীদের কাছে নতুন। ১৯৩৩ সালে তারা সর্বশেষ ডাচ লিগের শিরোপা জিতেছিল। ৯৩ বছর পর তারা আবার শিরোপা জিতল। এজেড আইকমারকে পেনাল্টি শুটআউটে হারিয়ে তারা ডাচ ঘরোয়া লিগের কেএনভিবি কাপ জিতেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ইন ল বছর র ফ টবল

এছাড়াও পড়ুন:

ইউরোপে নতুন নতুন শক্তির উত্থান

২০২৫ সালটা ইউরোপের ক্লাব ফুটবলে একটু ভিন্নভাবে স্মরণীয় হয়ে থাকবে। বেশ কয়েকটি দেশে উত্থান হয়েছে নতুন নতুন ফুটবল শক্তির, যারা শিরোপার স্বাদ নিয়ে ইতিহাস গড়েছে।

এর মধ্যে গত শনিবার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপার দেখা পেয়েছে ক্রিস্টাল প্যালেস। লিগ কাপ জিতে ৭০ বছরের শিরোপা-খরা ঘুচিয়েছে আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল। ইতালিয়ান ক্লাব বোলোনিয়া ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। আর ডাচ ক্লাব ‘গো এহেড ঈগলস’ শিরোপার দেখা পেয়েছে ৯৩ বছর পর।

১৯০৫ সালে দক্ষিণ লন্ডনের কয়েকজন বাসিন্দা গড়ে তুলেছিলেন ক্রিস্টাল প্যালেস। ইংল্যান্ডের ক্লাব ফুটবলে মাঝারি সারির দলটির শিরোপা আক্ষেপ ঘুচেছে শনিবার বিকেলে। ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ ফাইনালে ৮৫ হাজার দর্শকের সামনে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারায় তারা। ম্যাচের শুরুর দিকে একটি পাল্টা আক্রমণ থেকে শিরোপা নির্ধারণী গোলটি করেন এবেরেচি এজে। পুরো ম্যাচ একচেটিয়া খেলা সিটি পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি। ইংল্যান্ডের দ্বিতীয় সেরা এ প্রতিযোগিতায় এর আগে দুবার ফাইনালে উঠেছিল প্যালেস। দুবারই ম্যানচেস্টার তাদের স্বপ্ন ভাঙে। এবার ম্যানচেস্টার শহরেরই আরেক দলকে হারিয়ে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথম কোনো মেজর ট্রফি জিতল ক্রিস্টাল প্যালেস।

গত ১৬ মার্চ আরেকটি আক্ষেপ ঘোচানোর গল্প লিখেছিল আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল। লিগ কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ঘরোয়া ফুটবলে নিজেদের নামের পাশে ‘চ্যাম্পিয়ন’ শব্দটি যোগ করে নিউক্যাসল। ১৯৫৫ সালে এফএ কাপ ছিল উত্তর-পূর্ব ইংল্যান্ডের ক্লাবটির জয় করা শেষ ট্রফি। ঘরোয়া ফুটবলে ৭০ বছর পর শিরোপা জিতলেও ১৯৬৯ সালে অধুনালুপ্ত মহাদেশীয় টুর্নামেন্ট ‘ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ’ জিতেছিল নিউক্যাসল।

বোলোনিয়ার গল্পটা অনেকটা একই রকম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছয়টি স্কুদেত্তো জেতা ক্লাবটি সর্বশেষ শিরোপা জিতেছিল ১৯৭৪ সালে। উত্তর ইতালির ক্লাবটির ৫১ বছরের অপেক্ষার অবসান হয় গত বুধবার। রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে ১-০ গোলে এসি মিলানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ে বোলোনিয়া। নেদারল্যান্ডসের ক্লাব ‘গো এহেড ঈগলস’-এর নামটা ফুটবলপ্রেমীদের কাছে নতুন। ১৯৩৩ সালে তারা সর্বশেষ ডাচ লিগের শিরোপা জিতেছিল। ৯৩ বছর পর তারা আবার শিরোপা জিতল। এজেড আইকমারকে পেনাল্টি শুটআউটে হারিয়ে তারা ডাচ ঘরোয়া লিগের কেএনভিবি কাপ জিতেছে।

সম্পর্কিত নিবন্ধ