কুমিল্লার লালমাই উপজেলার পরিবেশ ও প্রাণ-প্রকৃতির সবচেয়ে বড় ঐতিহ্য ছিল ডাকাতিয়া নদী। বাগমারা বাজারের পাশে বয়ে চলা এই নদী হয়ে গেছে এখন ময়লা-আবর্জনার বিশাল ভাগাড়। সেখানে প্রতিনিয়ত ফেলা হচ্ছে বাজারের ময়লা, বাসাবাড়ির আবর্জনা, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের বর্জ্যও। এর ফলে নদীটি শুধু হুমকির মুখেই পড়েনি, বরং বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যও।

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বাগমারা বাজারের উত্তরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুর কাছে ময়লা-আবর্জনা বিশাল স্তূপ হয়ে আছে। দুর্গন্ধে সেখানে দাঁড়ানোও কষ্টকর। বাজারের কয়েক শ দোকান, শতাধিক বসতবাড়ি ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা নিয়মিতভাবে নদীতে ফেলা হয়। ১০ বছর ধরে নিয়মিতভাবে নদীর আধা কিলোমিটার এলাকায় এসব ময়লা ও বর্জ্য ফেলা হচ্ছে। ফলে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিন দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। এটি শুধু পরিবেশগত সংকট নয়, সামাজিক অবহেলার একটি নির্মম চিত্রও।

উদ্বেগজনক বিষয় হলো, এ সমস্যার দায় কেউ স্বীকার করতে রাজি নয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, এটা উপজেলা প্রশাসনের দায়িত্ব; ইউনিয়ন পরিষদ (ইউপি) বলছে জায়গার অভাব আর পরিবেশ অধিদপ্তর বলছে দায় পাউবো ও স্থানীয় প্রশাসনের। এই দোষারোপের রাজনীতির মধ্যে যেটি অনুপস্থিত, তা হলো একটি সমন্বিত ও কার্যকর উদ্যোগ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ‘আমরা বাধ্য হয়ে নদী ও রেললাইনের পাশে ময়লা ফেলছি। কারণ, আমাদের ময়লা ফেলার জন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিতে পারেনি বাজার কমিটি, স্থানীয় ইউপি ও উপজেলা প্রশাসন।’

বাজার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, চার বছরের জন্য ময়লা ফেলতে একটি জায়গা ভাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে—কিন্তু প্রশ্ন থেকে যায়, এই উদ্যোগ নিতেই–বা এত দেরি হলো কেন? এরপর আরও একটি প্রশ্ন চলে আসে, চার বছরের জন্য একটি অস্থায়ী ব্যবস্থা দিয়ে কীভাবে একটি দীর্ঘমেয়াদি পরিবেশগত সমস্যার সমাধান হবে?

এ ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ, বিশেষ করে উপজেলা প্রশাসন, পাউবো, পরিবেশ অধিদপ্তর ও ইউপিকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এই এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত জায়গা, ডাস্টবিন ও বর্জ্য অপসারণের কার্যকর ব্যবস্থা চালু করতে হবে। স্থানীয় জনগণকে সচেতন করতে হবে এবং নিয়ম ভাঙলে জরিমানা বা শাস্তির বিধান কার্যকর করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় নদী পুনঃখনন, নদীপাড়ে সবুজ বেষ্টনী গঠন ও পরিবেশবান্ধব বাজার অবকাঠামো গড়ে তুলতে হবে।

আমরা আশা করব, ডাকাতিয়া নদীর পরিবেশ-ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই মনোযোগী হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পর ব শ ব যবস থ র জন য বর জ য উপজ ল

এছাড়াও পড়ুন:

ফেসবুকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, যা বলছে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ

অসুস্থ হয়ে কয়েক দিন ধরে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় শুরুতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার রাত থেকে খবর ছড়িয়েছে, ফরিদা পারভীন মারা গেছেন। ফেসবুকে বিভিন্ন মানুষ তাঁর ছবি পোস্ট করে মৃত্যুর খবর ছড়াচ্ছে। পুরো বিষয়টি নিয়ে বিব্রত শিল্পীর পরিবার।
শিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘এটা ভুয়া খবর। আমরা আছি অসুস্থ মানুষটাকে নিয়ে চিন্তার মধ্যে। কোথায় সবাই দোয়া করবেন, সেখানে হুট করে কে বা কারা ছড়িয়েছে মৃত্যুর খবর! মানুষের এসব কোন ধরনের মানসিকতা!’

মঞ্চে শিল্পী ফরিদা পারভীন

সম্পর্কিত নিবন্ধ