কান শহরে তখন ইলশেগুঁড়ি বৃষ্টি। বেশ রোমান্টিক এক পরিবেশ বইছে চারদিকে। সন্ধ্যা নামার প্রস্তুতি চলছে। ফরাসীরা তরুণ-তরুণীরা বৃষ্টি মাথায় নিয়েই প্রেমিকের হাতে হাত রেখে ছুটছেন পারে দু ফেস্টিভ্যাল ভবনের দিকে। এমন সময় চমকে দিলেন চমকে দিলেন রিহানা। হ্যাঁ আন্তর্জাতিক পপ তারকা রিহানা হঠাৎ করেই হাজির হলেন ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর রেড কার্পেটে। সঙ্গী ছিলেন স্বামী র‍্যাপার রকি। বৃষ্টি উপেক্ষা করে রেড কার্পেটে হাঁটলেন তিনি। ছাড়ালেন আলো, উড়িয়ে দিলেন চুম্বন।  হাইয়েস্ট টু লুইয়েস্ট সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষেই আসা তাদের।

রেড কার্পেটের মঞ্চে যখন রিহানার ২০১৬ সালের হিট গান ‘ওয়ার্ক’ বাজছিল। গানের সুরে সুরে তখন রিহানা ও রকি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিলেন দৃষ্টিনন্দন সব পোজ।

প্রথম দৃষ্টিতেই নজর কাড়ে রিহানার পোশাক। আকাশি রঙের একটি দীর্ঘ গাউন পরেছিলেন রিহানা। যেন অনায়াসে তুলে ধরেন তাঁর গর্ভাবস্থার সৌন্দর্য। এটি রিহানার ও রকির তৃতীয় সন্তান, যে খবরটি মে মাসের শুরুতে মেট গালা-তে জানান তারা।  সেখানের রেহানার সাজ দারুণ সাড়া ফেলেছিল। এবার কানেও সাড়া ফেললেন তিনি। 

 এ দিন রেড কার্পেটে কিংবদন্তি পরিচালক স্পাইক লি এবং তার দলেরও দেখা মেলে।  

গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকায় হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে দেশীয় মৌসুমী ফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও পুষ্টিগুণ বিষয়ে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ উৎসবটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হলো। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমজী হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মো. আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সাইফুর রহমান (বাদল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আইয়ুব হোসেন বলেন, আমাদের সন্তানদের দেশীয় মৌসুমী ফল সম্পর্কে জানানো এবং তা খাওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, আমাদের শিক্ষার্থীরা প্রযুক্তির পাশাপাশি প্রাকৃতিক খাবার ও পরিবেশ সম্পর্কে জানুক এই উৎসবের মাধ্যমে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিতরন করেন বিভিন্ন মৌসুমী ফল যেমন আম, লিচু, জাম, কাঁঠাল, কলা, আমড়া, কাঠলিচু, ডেওয়া, আনারস, জাম্বুরাসহ, নানা দেশীয় ফলের প্রদর্শনী ও পরিবেশনায় অংশ নেয়। উৎসবটি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘অন্যদিন...’ মুক্তি পাচ্ছে ১১ জুলাই
  • উৎসবমূখর পরিবেশে সিদ্ধিরগঞ্জে ৯২-৯৩ ব্যাচ এর মৌসুমী ফল উৎসব
  • জেসিআই ঢাকা অ্যাচিভার্সের দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
  • খেলা শেষ করেই মাকে ফোন করে কী বলেছিলেন ফুটবলার ঋতুপর্ণা
  • বাঁকবদলের নাম উৎসব
  • ছবির মতো সুন্দর ভেনিস
  • ইতিহাস গড়া দিনে ঋতুপর্ণাদের উৎসব
  • ‘অবুঝ মন’ থেকে ‘উৎসব’