সাম্য হত্যার বিচার দাবিতে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টার দিকে তারা শাহবাগ ছেড়ে যান। এতে স্বাভাবিক হয়েছে সেখানকার যান চলাচল।

এর আগে বিকেল ৩টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। সাম্য হত্যার বিচার, ভিসি ও প্রক্টরের পদত্যাগ, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে শাহবাগ মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

অবরোধ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাবিতে মশাল মিছিল

সাম্য হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জাবি ছাত্রদলের

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা সামনে আর অন্তর্বর্তী সরকারের কাছে কোনো বিচারের দাবি করব না। সরকারকে আমাদের কাছে আসতে হবে। আমরা সাত দিন সুশৃঙ্খলভাবে আন্দোলন করেছি। আগামীতে যদি কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এজন্য সরকারকে দায় নিতে হবে। সরকারকে মনে রাখতে হবে যমুনা কিন্তু শাহবাগ থেকে বেশি দূরে না।”

সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “এত দিন গুপ্ত সংগঠন নিষিদ্ধ আওয়ামী লীগের আশ্রয় থেকে সুযোগ সুবিধা নিয়েছে এবং ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে। এখন তারা ছাত্রদলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেরিটিভ দাড় করাচ্ছে। তাদের মনে রাখা দরকার ছাত্রদল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রকাশ্যে রাজনীতি করে জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। আমরা জুলাই যোদ্ধা আমাদের ভাই সাম্যের হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি করছি।”

ঢাকা/রায়হান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল স ম য হত য ছ ত রদল র শ হব গ সরক র অবর ধ

এছাড়াও পড়ুন:

পূজা ও আদরকে যেমন দেখা গেল ‘টগর’–এ

চলতি বছরের শুরুতে ‘টগর’ ছবির কাজ শুরু হয়। আগামী ঈদে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির আগে প্রকাশিত হলো ‘টগর’-এর প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।

আজ প্রকাশিত পোস্টারে দেখা গেছে, রক্তমাখা শরীর, ছুরি হাতে আগুনে জ্বলন্ত থাকা শিল্পাঞ্চলের সামনে দাঁড়িয়ে আছেন আদর আজাদ। তাঁর ঠিক পেছনে পূজা চেরী, যাঁর চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ, যা সিনেমার ভয়াবহতার ইঙ্গিত দেয়। দুজনের ঠিক পেছনে আগুনের শিখা এবং কনটেইনার ইয়ার্ডের দৃশ্য ছবির কনটেন্ট ও প্রেক্ষাপটকে আরও গভীর করে তুলেছে। পোস্টার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

ছবির পরিচালক আলোক হাসান জানান, ‘টগর’ শুধু একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভেতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকেরা এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা—সবকিছু একসঙ্গে খুঁজে পাবেন। ছবিটির পরিবেশনা করেছে এআর মুভি নেটওয়ার্ক।

ছবিটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‌‘এই ছবি এখন পর্যন্ত আমার অভিনয়জীবনের সেরা ছবি। দর্শকেরা আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন।’ পূজা চেরী বলেন, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।’

‘টগর’ ছবিতে আদর আজাদ ও পূজা ছাড়া অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

আরও পড়ুনপূজা চেরি নিজেকে স্বাধীন শিল্পী বললেন, কেন২৮ জুলাই ২০২৪

সম্পর্কিত নিবন্ধ