শাহবাগ ছাড়ল ছাত্রদল, যান চলাচল স্বাভাবিক
Published: 20th, May 2025 GMT
সাম্য হত্যার বিচার দাবিতে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টার দিকে তারা শাহবাগ ছেড়ে যান। এতে স্বাভাবিক হয়েছে সেখানকার যান চলাচল।
এর আগে বিকেল ৩টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। সাম্য হত্যার বিচার, ভিসি ও প্রক্টরের পদত্যাগ, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে শাহবাগ মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
অবরোধ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাবিতে মশাল মিছিল
সাম্য হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জাবি ছাত্রদলের
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা সামনে আর অন্তর্বর্তী সরকারের কাছে কোনো বিচারের দাবি করব না। সরকারকে আমাদের কাছে আসতে হবে। আমরা সাত দিন সুশৃঙ্খলভাবে আন্দোলন করেছি। আগামীতে যদি কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এজন্য সরকারকে দায় নিতে হবে। সরকারকে মনে রাখতে হবে যমুনা কিন্তু শাহবাগ থেকে বেশি দূরে না।”
সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “এত দিন গুপ্ত সংগঠন নিষিদ্ধ আওয়ামী লীগের আশ্রয় থেকে সুযোগ সুবিধা নিয়েছে এবং ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে। এখন তারা ছাত্রদলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেরিটিভ দাড় করাচ্ছে। তাদের মনে রাখা দরকার ছাত্রদল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রকাশ্যে রাজনীতি করে জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। আমরা জুলাই যোদ্ধা আমাদের ভাই সাম্যের হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি করছি।”
ঢাকা/রায়হান/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল স ম য হত য ছ ত রদল র শ হব গ সরক র অবর ধ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন