চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রকৌশলীকে পদোন্নতিতে অনিয়ম, দুদকের অভিযান
Published: 20th, May 2025 GMT
চট্টগ্রাম সিটি করপোরেশনে মৌখিক পরীক্ষায় ফেল করার পরও এক প্রকৌশলীকে পদোন্নতি দেওয়ার ঘটনা তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।
আজ মঙ্গলবার দুপুরে নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে দুদক।
সিটি করপোরেশনের বিদ্যুৎ উপবিভাগের রুপক চন্দ্র দাশকে গত ২১ এপ্রিল উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়। অভিযোগ ওঠে, পদোন্নতির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে নম্বর দরকার, তা তিনি পাননি। এরপরও তাঁকে পদোন্নতি দেওয়া হয়। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ১৫ মে তাঁর পদোন্নতি বাতিল করে সিটি করপোরেশন।
অভিযানে দুদকের কর্মকর্তারা সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সঙ্গে কথা বলেন। আর পদোন্নতির প্রক্রিয়াসংক্রান্ত নথিপত্র জব্দ করেন।
দুদকের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক এমরান হোসেন বলেন, সংগ্রহ করা নথিপত্র পর্যালোচনা করে কমিশনে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, একজন প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠায় পরে তা বাতিল করা হয়েছে। এই প্রক্রিয়ার বিষয়গুলো দুদককে অবহিত করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রক শ
এছাড়াও পড়ুন:
‘আরিফিন শুভ ফিটনেস অনুপ্রেরণা, শাকিব খান জীবনের’
এক যুগ ধরে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। কিছুদিন আগেও প্রচুর নাটকে কাজ করতেন, এখন তা কমিয়ে এনেছেন। গেল ঈদেই তার প্রমাণ পাওয়া গেছে। এবার তিনি চলছেন ভিন্ন পরিকল্পনায়। মেরিল-প্রথম আলো তারকা জরিপে এ বছর সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি। স্বপ্ন এখন বড় পর্দায়। তৌসিফের সঙ্গে গতকাল শুক্রবার দুপুরে কথা বলেছেন মনজুর কাদের
ঈদের পর তিন সপ্তাহ ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন তৌসিফ। থ্রিলারধর্মী নাটক, বানিয়েছেন ভিকি জাহেদ। এর আগেও এই পরিচালকের সঙ্গে কাজ হয়েছে, বরাবরই ভিন্ন রকম অভিজ্ঞতা। এবার ঢাকা শহরের নানা প্রান্তে এই নাটকের শুটিং হয়েছে। আবার কখনো ছুটে যেতে হয় পদ্মার পাড়ে। গল্পের প্রয়োজনে এমন ছোটাছুটি। তৌসিফ বললেন, ‘ভিকি জাহেদের গল্প বলার ধরন আলাদা। এই কাজটাও তার স্টাইলেরই, তবে উপস্থাপনে বরাবরের মতো রয়েছে নতুনত্ব।’
আগে দুই দিনে নাটকের শুটিং শেষ করতেন তৌসিফ। বছরখানেক ধরে ৫-৬ দিনে একই দৈর্ঘ্যের কাজ করেন, কখনো তা ৮-১০ দিনও লেগে যায়। কারণ হিসেবে একটা সময় অনেক কাজ করেছেন। সেই কাজ তাঁকে পরিচিতি যেমন দিয়েছে, তেমনি কিছু আফসোসও রয়েছে। সেই ‘গ্লানি’ থেকে মুক্তি পেতে এই কৌশল, সংখ্যা কমিয়েছেন। গেল এক মাসে তৌসিফ অভিনীত নতুন নাটক প্রচারিত হয়েছে চারটি।
কম কাজের কারণ
২০১৩ সালে ভালোবাসা দিবসে প্রচারিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকটি রাতারাতি পরিচিতি এনে দেয় তৌসিফকে। নাটকটি দেখে সে রাতেই বন্ধুদের শুভেচ্ছায় ভরে যায় তাঁর ফোন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, ফেসবুকে যুক্ত হয়েছেন ১০ হাজার অনুসারী। ওই নাটকের জন্য অনেক দিন প্রশংসা পেয়েছেন তিনি। এরপর প্রতি ঈদে ৮-১০টি নাটক প্রচারিত হতো তাঁর। কখনো সংখ্যাটা আরও বাড়ত। এখন নাটকের সংখ্যা কমিয়ে এনেছেন, বছরে ২-৩টির মধ্যে সীমিত রেখেছেন। কারণ, সিনেমায় অভিনয়ের প্রস্তুতি। তিনি বলেন, ‘সিনেমার কাজ অনেক সময় নিয়ে হয়। প্রি-প্রোডাকশন, চরিত্র প্রস্তুতি—সবকিছুতেই সময় লাগে। কম নাটক করার মধ্য দিয়ে আমিও একরকম সেই প্রস্তুতি নিচ্ছি। যদিও এতে আয় কমেছে, তবে দীর্ঘমেয়াদি ভাবনা থেকেই কষ্ট করে এগোচ্ছি।’
তৌসিফ মাহবুব