চট্টগ্রাম সিটি করপোরেশনে মৌখিক পরীক্ষায় ফেল করার পরও এক প্রকৌশলীকে পদোন্নতি দেওয়ার ঘটনা তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।

আজ মঙ্গলবার দুপুরে নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে দুদক।

সিটি করপোরেশনের বিদ্যুৎ উপবিভাগের রুপক চন্দ্র দাশকে গত ২১ এপ্রিল উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়। অভিযোগ ওঠে, পদোন্নতির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে নম্বর দরকার, তা তিনি পাননি। এরপরও তাঁকে পদোন্নতি দেওয়া হয়। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ১৫ মে তাঁর পদোন্নতি বাতিল করে সিটি করপোরেশন।

অভিযানে দুদকের কর্মকর্তারা সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সঙ্গে কথা বলেন। আর পদোন্নতির প্রক্রিয়াসংক্রান্ত নথিপত্র জব্দ করেন।

দুদকের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক এমরান হোসেন বলেন, সংগ্রহ করা নথিপত্র পর্যালোচনা করে কমিশনে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, একজন প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠায় পরে তা বাতিল করা হয়েছে। এই প্রক্রিয়ার বিষয়গুলো দুদককে অবহিত করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক শ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ