চট্টগ্রাম সিটি করপোরেশনে মৌখিক পরীক্ষায় ফেল করার পরও এক প্রকৌশলীকে পদোন্নতি দেওয়ার ঘটনা তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।

আজ মঙ্গলবার দুপুরে নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে দুদক।

সিটি করপোরেশনের বিদ্যুৎ উপবিভাগের রুপক চন্দ্র দাশকে গত ২১ এপ্রিল উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়। অভিযোগ ওঠে, পদোন্নতির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে নম্বর দরকার, তা তিনি পাননি। এরপরও তাঁকে পদোন্নতি দেওয়া হয়। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ১৫ মে তাঁর পদোন্নতি বাতিল করে সিটি করপোরেশন।

অভিযানে দুদকের কর্মকর্তারা সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সঙ্গে কথা বলেন। আর পদোন্নতির প্রক্রিয়াসংক্রান্ত নথিপত্র জব্দ করেন।

দুদকের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক এমরান হোসেন বলেন, সংগ্রহ করা নথিপত্র পর্যালোচনা করে কমিশনে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, একজন প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠায় পরে তা বাতিল করা হয়েছে। এই প্রক্রিয়ার বিষয়গুলো দুদককে অবহিত করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক শ

এছাড়াও পড়ুন:

ঢাকার পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি বাতিল করলে ভারত

ঢাকা ভিত্তিক ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের’ সঙ্গে সহযোগিতামূলক চুক্তি বাতিল করেছে ভারতের আহমেদাবাদ ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)। 

মঙ্গলবার এক বিবৃতিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এনআইডি জানিয়েছে, ‘জাতীয় অগ্রাধিকার এবং ভাবাবেগের স্বার্থে’ তারা ঢাকা ভিত্তিক পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি বাতিল করেছে। 

বিবৃতিতে বলা হয়, কয়েক বছর আগে এনআইডি এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট উভয়ই পারস্পরিক উপযোগী শিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি সহযোগিতামূলক চুক্তি করে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জাতীয় অগ্রাধিকারের সর্বোচ্চ স্বার্থে এবং জাতীয় ভাবাবেগের সঙ্গে সংহতি প্রকাশ করে সেই চুক্তি বাতিল করা হয়েছে। নৈতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এনআইডি সেই সহযোগিতামূলক চুক্তির সমাপ্তি প্রক্রিয়া করেছে।

ভারতের শীর্ষস্থানীয় ডিজাইন ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম এনআইডি। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে শিল্প, যোগাযোগ, টেক্সটাইল এবং আইটি ইন্টিগ্রেটেড ডিজাইনের জন্য সেরা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হিসেবে প্রশংসিত। এটি ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক একটি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা হিসেবেও স্বীকৃত।

অন্যদিকে ১৯৯৮ সালে শুরু হওয়া ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট’ নামক প্রতিষ্ঠানটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ফটোগ্রাফি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি, চলচ্চিত্র এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ