বরিশালের আগৈলঝাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের গভীর নলকূপে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গত সোমবার উপজেলার রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এস এম আবুল কালাম আজাদ ও আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, সোমবার সকালে দশম শ্রেণির দুই ছাত্রী বিদ্যালয়ের গভীর নলকূপ থেকে পানি আনতে গেলে পানিতে তীব্র দুর্গন্ধ ও অস্বাভাবিক সাদা রং লক্ষ্য করে। বিষয়টি জানাজানি হলে তদন্ত করার সময় নলকূপের পাশে একটি কীটনাশক বিষের বোতল (নাইট্রো ইনসেকটিসাইড ৫০৫ ইসি) খুঁজে পায় বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষককে মোবাইল ফোনে জানানো হয়। একই সঙ্গে ওই নলকূপের পানি ব্যবহার বন্ধ করার নোটিশ দিয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঘটনা জানতে পেরে মঙ্গলবার ওই বিদ্যালয়ের নলকূপের পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এস এম আবুল কালাম আজাদ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই নলকূপে বিষ প্রয়োগের আলামত পাওয়া গেছে। তাদের দপ্তর থেকে নলকূপটি ওয়াশ করে দেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্য, বিদ্যালয়ে এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। এর পেছনে পূর্ববিরোধ, শত্রুতা বা কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে।
রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে তারা জেনেছেন। পুলিশ প্রধান শিক্ষকের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবে।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন জানান, ঘটনাটি শুনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাকে সরেজমিন দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: নলক প জনস ব স থ য কর মকর ত র নলক প উপজ ল ব ষয়ট
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ জুলাই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২.৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৮টি কোম্পানির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির।
এদিন ডিএসইতে মোট ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৬১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৬১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.০৫ পয়েন্ট কমে ৮৮০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬.৮২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৯টি কোম্পানির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।
সিএসইতে ৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/