এমবাপ্পে, সালাহ নাকি ইয়োকেরেস—শেষ মুহূর্তে সোনার জুতা নিয়ে ত্রিমুখী লড়াই
Published: 20th, May 2025 GMT
ইতালিয়ান লিগ সিরি ‘আ’ ছাড়া ইউরোপের শীর্ষ ৫ লিগের সব কটির শিরোপাই নির্ধারণ হয়ে গেছে। তবে দলীয় লড়াইয়ে নিষ্পত্তি হলেও ব্যক্তিগত লড়াই এখনো শেষ হয়নি। শেষ মুহূর্তে এসে জমে উঠেছে সোনার জুতার লড়াই, যে লড়াইয়ে এই মুহূর্তে এগিয়ে আছে তিনটি নাম—কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালাহ ও ভিক্টর ইয়োকেরেস।
প্রতি মৌসুমে ইউরোপের প্রতিটি দেশের সর্বোচ্চ লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট বা সোনার জুতা। আনুষ্ঠানিকভাবে এটি অবশ্য গোল্ডেন শু নামেই পরিচিত। মূলত গোলের সংখ্যাকে পয়েন্টে রূপান্তর করে এই পুরস্কার দেওয়া হয়। পয়েন্ট হিসাব করা হয় গোলসংখ্যা ও সংশ্লিষ্ট লিগের মানের ওপর ভিত্তি করে।
নতুন নিয়মে উয়েফা কো–ইফিসিয়েন্ট তালিকায় শীর্ষ ৫ লিগে করা প্রতিটি গোলকে ২ দিয়ে গুণ করে পয়েন্ট দেওয়া হয়। এরপর ৬ থেকে ২২ র্যাঙ্কের লিগের গোলগুলোকে গুণ করা ১.
চলতি মৌসুমে পয়েন্টের দিক থেকে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন পর্তুগিজ লিগের ক্লাব স্পোর্তিং লিসবনে খেলা ইয়োকেরেস। এই মৌসুমে তাঁর গোলসংখ্যা ৩৯, যা এ মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি যে লিগে খেলেছেন, সেই পর্তুগিজ লিগ উয়েফা কো-ইফিসিয়েন্ট তালিকায় আছে ৭ নম্বরে।
সোনার জুতার লড়াইয়ে এগিয়ে গেলেন এমবাপ্পেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউর প
এছাড়াও পড়ুন:
চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ
অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী।
বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।