সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি ১০ জুন জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে। দেশের ভক্তদের সামনে প্রথমবার ম্যাচ খেলবেন প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী। সব ঠিক থাকলে অভিষেক হবে শোমিত সোমের। 

ওই ম্যাচ ঘিরে তাই দর্শকের উন্মাদনা থাকবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দীর্ঘদিন পর ভরা গ্যালারির প্রত্যাশা করছে। টিকিট নিয়ে চাহিদার কথা চিন্তা করে ছয় ক্যাটাগরিতে টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে বাফুফে। 

টিকিটের দাম শুরু হবে ৪০০ টাকা থেকে। সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়। হসপিটালটি বক্ত ও কর্পোরেট বক্সের টিকিট কিনতে লাগবে ৫ হাজার টাকা। 

এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের মূল্য ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিট কিনতে লাগবে ২ হাজার ৫০০ টাকা। একই দাম ক্লাব হাউস-১-এর টিকিটের। স্কাই ভিউ টিকিটের দাম ৩ হাজার টাকা।  

ক্লাব হাউস-২-এর টিকিট কিনতে লাগবে ২ হাজার টাকা। ভিআইপি রেড বক্সের টিকেটের মূল্য ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে টিকিট কেনা যাবে ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভে (tickify.

live)। ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে টিকিট নিতে পারবেন ভক্তরা। টিকিট বুথও নির্ধারণ করে দেওয়া হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: বক স র ট ক ট

এছাড়াও পড়ুন:

অভিনেতা থেকে প্রযোজক শরীফ

দেড় যুগের বেশি সময় মঞ্চে অভিনয় করে বড় পর্দায় নাম লেখান শরীফ সিরাজ। চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পর বুঝতে পারেন, এফডিসি ঘরানার সিনেমা নিয়ে অনেকেরই নাক সিঁটকানো ভাব, কেউ কেউ ছোট করেও দেখেন, এমনকি এফডিসির সিনেমা নিয়ে নেতিবাচক কথাও শুনতে হয়েছে। কেউ কেউ সরাসরি এফডিসির সিনেমায় না জড়িয়ে নাটক থেকে আসা নির্মাতাদের সঙ্গে কাজ করার পরামর্শ দেন।

এফডিসির কাজে অভিজ্ঞতা
এফডিসি ঘরানা বলে কাজটাকে কেন আলাদা করা হয়, দীর্ঘ সময় এটাই বুঝে উঠতে পারতেন না শরীফ। ‘পরে কাজ করে যতটুকু বুঝেছি, এফডিসি ঘরানার কাজগুলোর বেশির ভাগ কলাকুশলী এফডিসির থাকেন। আবার নাটক থেকে উঠে আসা নির্মাতাদের সঙ্গে বেশির ভাগ কাজ করেন নাট্যাঙ্গনের শিল্পী–কলাকুশলীরা। ওটিটিতে আবার দুই ঘরানার মিশ্রণ। সব ধরনের টিমের সঙ্গেই কাজ করেছি। সবাই ভালো। বিশেষ করে বলব, এফডিসির আলাদা একটা জায়গা রয়েছে। এখানে পেশাগত জায়গাটা যেমন আলাদা, তেমনি পেশাদারিটাও বেশি। কীভাবে শিল্পীদের সম্মান করতে হয়, তারা সেটা বেশি জানে। এফডিসি নিয়ে আমার মধ্যে নেতিবাচক কিছু নেই। সবার সঙ্গে কাজ করেই আমি স্বাচ্ছন্দ্য,’ বলেন শরীফ।

শরীফ সিরাজ। ছবি: শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ