জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের নামে রূপগঞ্জে বিদ্যালয়ের নামকরণ
Published: 21st, May 2025 GMT
রূপগঞ্জ উপজেলার বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ রাখা হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী এই নামকরণ করা হয়েছে।
উল্লেখ্য, ফারহান ফাইয়াজ ছিল নারায়ণগঞ্জেরই এক তরুণ, যে গত বছরের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক ছাত্র-জনতার অংশগ্রহণ ছিল।
দুর্ভাগ্যজনকভাবে, সেই আন্দোলনের একপর্যায়ে ফারহান ফাইয়াজ শাহাদাৎ বরণ করে। তার এই আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারুণ্যের এই আত্মাহুতিকে স্মরণীয় করে রাখতেই সরকার ফারহান ফাইয়াজের নামে এই বিদ্যালয়ের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।
এই নামকরণের মাধ্যমে ফারহান ফাইয়াজের অবদানকে স্বীকৃতি জানানো হলো এবং ভবিষ্যৎ প্রজন্ম তার আত্মত্যাগের কথা জানতে পারবে। এটি শুধু একটি বিদ্যালয়ের নাম পরিবর্তন নয়, বরং দেশপ্রেম ও ত্যাগের এক নতুন অধ্যায় উন্মোচন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ন মকরণ সরক র
এছাড়াও পড়ুন:
আরও দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ মে) দুপুরে আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলীর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এদিকে আইভীর বিরুদ্ধে অপর একটি মামলায় ৭ দিনের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি আগামী ২৭ মে ধার্য্য করেছে আদালত।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন করেছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আরেকটি মামলায় পুলিশ রিমান্ড আবেদন করেছিলেন। আদালত সেটা পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য করেছেন।
আদালতে আইভীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেয়া আইনজীবী আওলাদ হোসেন বলেন, সাবেক মেয়র আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির (ফৌজদারি বিবিধ মোকদ্দমা) আবেদন করলে ২৭ মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত। একটি মামলায় আগামী ২৫ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেছেন।
এর আগে জুলাই অভ্যত্থানে সিদ্ধিরগঞ্জে নিহত পোষাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গত ৯ মে ভোরে সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগ চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হয়েছিল। ওই সময় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন। পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।