নিম্নমানের ওষুধ লিখতে ‘চাপে’ চিকিৎসকরা
Published: 21st, May 2025 GMT
ফরিদপুরের মধুখালী সদরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, এতে জড়িত ছাত্রদলের একাধিক নেতাকর্মী। তারা নিম্নমানের ওষুধ লিখতেও চিকিৎসকদের বাধ্য করছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. ইমতিয়াজ হোসেন অর্কের ওপর হামলা ও মামলার পর বিষয়টি জানাজানি হয়েছে। ১১ মে সন্ধ্যায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত একতা ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে তাঁর ওপর হামলা হয়। এ ঘটনায় ১৭ মে তিনি ফরিদপুর আদালতে এজাহার দেন। পাঁচ ছাত্রদল নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করেন তিনি। এতে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
আদালতের নির্দেশে সেদিনই মামলা হিসেবে নথিভুক্ত করে মধুখালী থানা পুলিশ। আসামিরা হলেন– মধ্য মধুখালী পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিকাইল বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক রিয়ান রহমান নয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য টুটুল বিশ্বাস, ছাত্রদলকর্মী নাহিদুর রহমান অপু।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রদলের এই নেতাকর্মীরাই মধুখালীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে চাঁদা আদায় করছেন। তারা পছন্দের বেসরকারি এসব প্রতিষ্ঠানে চেম্বার করতে ও নিম্নমানের কোম্পানির ওষুধ লিখতে চিকিৎসকদের চাপ দেন। চাঁদার টাকা মাসিক ভিত্তিতে আদায় করেন নাহিদুর রহমান অপু। যদিও তাঁর দাবি, রাজনৈতিক বড় ভাইদের কথায় টাকা তোলেন।
চিকিৎসক ইমতিয়াজ হোসেন অর্ক উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা। রোগীদের কাছে জনপ্রিয়তাও রয়েছে তাঁর। তিনি তানভীর রহমান শুভর মালিকানাধীন একতা ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করেন। ইমতিয়াজ হোসেনের অভিযোগ, ছাত্রদল নেতা রজব ইসলাম রনির নেতৃত্বে অপু, নয়নসহ অন্যরা ক্লিনিক-ডায়াগনস্টিকসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করছেন। তাদের পেছনে আছেন একই দলের এক মনোনয়নপ্রত্যাশী নেতা। একতা ডায়াগনস্টিক ও তাঁর চেম্বারেও ওই ব্যক্তিরা চাঁদা দাবি করে আসছিলেন। এমনকি তাঁকে অন্য একটি ক্লিনিকে চেম্বার করতে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন।
এতে রাজি না হওয়ায় ওই চক্রটি চিকিৎসক ইমতিয়াজের ওপর ক্ষিপ্ত হয়। তাঁর ভাষ্য, ১১ মে সন্ধ্যায় নিজ চেম্বারে রোগী দেখছিলেন। এ সময় অপুর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। একতা ডায়াগনস্টিকের মালিক শুভ তাঁকে রক্ষায় এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। ইমতিয়াজ বলেন, ‘স্থানীয় লোকজনের সহায়তায় আমি বেঁচে যাই। পরে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা নিই।’
ছাত্রদল নেতা মিকাইল বিশ্বাস বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। মধুখালীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিভেদ রয়েছে। আমি সেই প্রতিহিংসার শিকার।’
রজব ইসলাম রনির দাবি, ‘ঘটনার সন্ধ্যায় একতার সামনে ঝামেলা হচ্ছে– এমন খবরে সেখানে যাই। দেখতে পাই, স্থানীয় বাসিন্দা অপুর সঙ্গে একতা ডায়াগনস্টিকের মালিক তানভীর রহমান শুভ কথাকাটি করছেন। অনেক লোক জড়ো হয়ে আছে। আমরা যাওয়ার আগেই মারামারি ঘটে যায়। আমি দুই পক্ষকে শান্ত করে নিরাপদ অবস্থানে পাঠিয়ে দিই। আমি মিলমিশ করিয়ে হলাম মামলার আসামি।’ চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব মো.
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের ভাষ্য, ছাত্রদলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কোনো অন্যায়ে জড়িত নন। মধুখালীর মামলাটি অন্তর্কোন্দলের ব্যাপার। মারামারির সংবাদ পেয়ে অভিভাবক হিসেবে রজব ইসলাম রনি ঝামেলা মিটিয়ে দিয়ে আসে। রাজনৈতিক হিংসা ব্যবহার করে হেয় করতেই রনিকে আসামি করা হয়েছে বলেও দাবি করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ঘটনাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে মামলাটির তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারে তাদের অভিযানও চলছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল ড য় গনস ট ক স ন ট র ছ ত রদল র ন ত কর ম ইমত য় জ র রহম ন উপজ ল র ওপর করছ ন
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন