একটি হারকে ‘দুর্ভাগ্য’ বলা গেলেও টানা দুই ম্যাচে পরাজয়? সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য লজ্জার! তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এমন দলের কাছে সিরিজ হেরে যেন অপমানের ষোলোকলা পূর্ণ করল টাইগাররা।
শারজায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখেই হেরে যায় বাংলাদেশ। আর তাতেই ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় আমিরাত। এটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের দ্বিতীয় সিরিজ জয়, আগেরটি ছিল ২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।
অন্যদিকে, নিয়মিত টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই এমন হতাশাজনক অভিজ্ঞতার মুখোমুখি হলেন লিটন দাস। ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে না নিয়ে বরং বারবার আঙুল তুলেছেন ‘শিশির’ নামক ফ্যাক্টরের দিকে।
লিটন বলেন, 'আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। এই উইকেট এবং কন্ডিশনে আমরা এমন কিছু করতে চাইনি। তিন ম্যাচেই টস হেরে পরে ব্যাট করেছি, আর শিশির ছিল মূল ফ্যাক্টর।'
সংযুক্ত আরব আমিরাতের পারফরম্যান্সের প্রশংসা করলেও, শিশিরকেই মূল পার্থক্য হিসেবে তুলে ধরেন লিটন, 'তারা খুব ভালো খেলেছে, দারুণ বোলিং করেছে। কিন্তু ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধা পেয়েছে। ওরা ভড়কে যায়নি, সেখানেই তাদের কৃতিত্ব।'
উল্লেখ্য, এই সিরিজ হারের ফলে যুক্তরাষ্ট্রের পর আরব আমিরাতই হলো দ্বিতীয় সহযোগী দেশ, যারা বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজ জিতল। বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটি অশনি সংকেত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৯ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের পুনর্বাসন সংক্রান্ত অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
আরো পড়ুন:
বৃষ্টি মাথায় কাকরাইলে তিন কারাখানার শ্রমিকদের অবস্থান
জবি শিক্ষার্থীদের অবস্থান: উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ
এছাড়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের আগে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে ভেটিং করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় করবে।
‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং কল্যাণমূলক সুবিধা প্রদানের বিধান করা হবে বলে জানা গেছে।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীকে তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে-এমন বিধান রয়েছে। এখন এটি রাষ্ট্রপতির অনুমতির পর অধ্যাদেশ আকারে প্রকাশ করবে সরকার।
ঢাকা/হাসান/সাইফ