দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার।

আরো পড়ুন:

‘মুখোশধারী’ শাকিবের দেড় মিনিটের ঝড়

‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানে জয়া আহসান বলেন, “ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এর সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। ওয়ালটন দেশি ব্র্যান্ড। দেশের গর্ব। বিদেশেও সুনাম কুড়াচ্ছে ওয়ালটন।ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্যই আন্তর্জাতিকমানের। সার্ভিসও ভালো। দেশের প্রতিটি ঘরে ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স শোভা পাচ্ছে। আমাকে এমন একটি দেশীয় স্বনামধন্য ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল বলেন, “অভিনেত্রী জয়া আহসানের প্রতিভা ও খ্যাতি সর্বজনবিদিত। জয়া আহসান তার অভিনয় দিয়ে অভিনয়প্রেমীদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। ওয়ালটনও দেশে তৈরি আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতাদের হৃদয় জয় করে নিয়েছে।”

তিনি বলেন, “জয়া আহসান ওয়ালটনের প্রতিনিধিত্ব করবেন। আমাদের বিশ্বাস পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়ালটন ব্র্যান্ডকে আরো উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো।ওয়ালটনের সঙ্গে স্বনামধন্য এই অভিনেত্রীর সংযুক্তি এ কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”

ঢাকা/পলাশ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জয় আহস ন আহস ন

এছাড়াও পড়ুন:

খাবার চুরি ঠেকাতে অফিসে নিয়ে এলেন তালাবদ্ধ ফ্রিজ

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি অফিসে আসার সময় বাড়ি থেকে টিফিন বক্স ভর্তি করে দুপুরের খাবার নিয়ে আসেন। কিন্তু খেতে গিয়ে দেখেন সেই খাবার উধাও! চুপিচুপি কেউ টিফিন বক্স খুলে খাবার খেয়ে গেছে। একবার-দুবার নয়, বারবার খাবার চুরি হতে থাকে।

বারবার একই কাণ্ডে রীতিমতো হতাশ ও ক্ষুব্ধ ওই ব্যক্তি প্রথমে সহকর্মীদের তাঁর খাবার চুরি না করতে অনুরোধ করেন। কিন্তু তাঁর অনুরোধে কাজের কাজ কিছুই হয়নি। শেষে খাবার চুরি ঠেকাতে অভিনব এক কাণ্ড করে বসেন তিনি।

ছোট্ট আকারের একটি ফ্রিজ নিয়ে অফিসে হাজির হন ওই ব্যক্তি। সেটি রাখেন নিজের ডেস্কের তলায়, তাতেও যেন মনে শান্তি নেই। সেটি তালাবদ্ধ করে রাখার ব্যবস্থা করেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম রেডিট–এ সম্প্রতি এমন একটি ঘটনার ছবি ভাইরাল হয়েছে। রেডিটে ভাইরাল হওয়া পোস্টে ওই কর্মী লেখেন, তাঁদের অফিসে একটি রান্নাঘর আছে এবং সেখানে সবার ব্যবহারের জন্য একটি ফ্রিজ রাখা আছে।

ওই ব্যক্তি লিখেছেন, ‘গত এক মাসে পাঁচবার আমার লাঞ্চ (দুপুরের খাবার) চুরি হয়েছে। কেবল সাধারণ নাশতা নয়, বাড়ি থেকে আমি যে খাবার বানিয়ে আনতাম, তার পুরোটা গায়েব হয়ে যাচ্ছিল। এটা শুধু চরম হতাশারই নয়, এটা ব্যয়বহুলও বটে। এ জন্য আমার পুরো দিন খারাপ যেত।’

এ সমস্যার সমাধানে ওই ব্যক্তি প্রথমে অফিসের গ্রুপ চ্যাটে খাবার চোরকে তাঁর খাবার চুরি না করতে অনুরোধ করেছিলেন। কিন্তু কেউ সাড়া দেয়নি, চুরি চলতে থাকে। শেষে সমস্যার সমাধান নিজেই খুঁজে নেন তিনি। ওই ব্যক্তি তাঁর পোস্টে আরও লেখেন, ‘এরপর আর কিছু চুরি হয়নি। আমি বলতে চাইছি, প্রতিনিয়ত খাবার চুরি হওয়ায় আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম।’

তবে ওই ব্যক্তির সহকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি বলেও জানান তিনি। তিনি লেখেন, এক সহকর্মী এ নিয়ে তাঁর সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু করে দেন এবং বলেন, তাঁর এ সিদ্ধান্ত ‘উদ্ভট এবং স্বার্থপরের’ মতো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ