নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ রেল কর্তৃপক্ষের
Published: 22nd, May 2025 GMT
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বদা তৎপর থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় প্ল্যাটফরমে বিনা টিকিটের যাত্রী প্রবেশ প্রতিরোধ, টিকেট কালোবাজারী, বিনা টিকেটে ভ্রমণ, ঝুঁকিপূর্ণভাবে ছাদে ভ্রমণ, নির্দিষ্ট প্ল্যাটফরম ছাড়া অন্যত্র যাত্রী উঠানামা ও স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বিশেষ করে আরএনবি সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়।
আরো পড়ুন:
ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সব হারিয়ে নির্বাক ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়ায় ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
এছাড়া পাওয়ার কার, খাবার গাড়ি ও ইঞ্জিনে যেন কোনো যাত্রী উঠতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে এবং অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সজাগ থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
আগামী ১ জুন থেকে গুরুত্বপূর্ণ স্টেশনগুলো পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশনগুলো নিয়মিত পরিদর্শন করবেন বলেও সভায় জানানো হয়।
আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.
ঢাকা/হাসান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ল স ট শন
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত ভ্যান, মাহিন্দ্রা ও পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাহিদ্রার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আরো পড়ুন:
বরিশালে বাসচাপায় স্কুলছাত্র নিহত
ট্রাকচাপায় প্রাণ গেল বাবার, গুরুতর আহত ছেলে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ত্রিমুখী সংঘর্ষে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাহিন্দ্রার ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন বলেন, “নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’’
ঢাকা/কাওছার/রাজীব