Samakal:
2025-07-09@02:40:07 GMT

গাজায় অনাহারে মৃত্যু বাড়ছে

Published: 23rd, May 2025 GMT

গাজায় অনাহারে মৃত্যু বাড়ছে

ইসরায়েলের অবরোধের কারণে গাজায় মৃত্যু ক্রমেই বাড়ছে। গত কয়েক দিনে অন্তত ২৯ শিশু ও বৃদ্ধ অভুক্ত থেকে মারা গেছেন। হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুঝুঁকিতে আছেন। এ অবস্থায় গাজায় অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে গতকাল বৃহস্পতিবার এক দিনে আরও ৫১ জন নিহত হন। এ অবস্থায় ত্রাণের জন্য আন্তর্জাতিক চাপ বাড়লে ইসরায়েল ত্রাণবাহী কিছু সংখ্যক ট্রাক প্রবেশের অনুমোদন দেয়। পর্যবেক্ষকরা এটাকে প্রয়োজনের তুলনায় একেবারে অল্প বলে বর্ণনা করছেন।

খাদ্য নিরাপত্তাবিষয়ক বৈশ্বিক সংস্থা আইপিসির প্রতিবেদনে বলা হয়, গাজার ৯৩ শতাংশের বেশি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাজিদ আবু রমজানের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার আলজাজিরা জানায়, সম্প্রতি গাজায় শিশু ও বয়স্কদের মধ্যে ২৯ জনের ‘ক্ষুধাজনিত মৃত্যু’ হয়েছে। আরও হাজার হাজার মানুষ ঝুঁকির মধ্যে আছেন। জাতিসংঘের সহায়তাবিষয়ক প্রধানের আগের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সহায়তা না দিলে অন্তত ১৪ হাজার শিশু মারা যেতে পারে। জাতিসংঘ কর্মকর্তার বক্তব্য ‘অত্যন্ত বাস্তবসম্মত’ বলে জানান তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এ পর্যন্ত গাজায় ১৬ হাজার ৫০০-এর বেশি শিশু ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। এদের মধ্যে এক বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৯১৬। এক থেকে পাঁচ বছরের ৪ হাজার ৩৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ৬ থেকে ১২ বছরের ৬ হাজার ১০১ শিশু ও ১৩ থেকে ১৭ বছরের ৫ হাজার ১২৪ শিশু নিহত হয়েছে।

এ অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ৯৮ ট্রাক ময়দা ও শিশুখাদ্যের প্রবেশ অনুমোদন দিয়েছে। বুধবার সিজিটিএন জানায়, বিতরণ নিয়ে সমস্যার কারণে এ খাদ্য যথাযথভাবে গাজার সব মানুষের কাছে পৌঁছতে পারছে না। গত ১১ সপ্তাহের অবরোধের পর গত সোম ও মঙ্গলবার ত্রাণবাহী এসব ট্রাক প্রবেশ করে। বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপির পরিচালক অ্যান্টনি রিনার্ড বলেন, এসব ত্রাণের খুব অল্পই গাজার মানুষের কাছে পৌঁছেছে। ইসরায়েলের অবরোধ গাজার মানুষকে অস্তিত্ব টিকিয়ে রাখার ক্রমবর্ধমান লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে।

এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার বলেন, তিনি গাজায় হামলা বন্ধ করবেন না। হামাসকে পরাজিত করে তিনি উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চান। তিনি চলমান ‘অপারেশন গিডেয়ন চেরিয়টস’ অব্যাহত রাখবেন। গত শনিবার কথিত এ অভিযান শুরু করে ইসরায়েল।

জিম্মি মুক্তি নিয়ে নেতানিয়াহুর অনীহার কারণে ইসরায়েলের অভ্যন্তরেই ব্যাপক অসন্তোষ রয়েছে। জিম্মিদের স্বজন প্রতিদিনই বিক্ষোভ করছেন। পাশাপাশি রিজার্ভ সেনাদের একটি বড় অংশ যুদ্ধে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। অভ্যন্তরীণ এসব চাপ ছাড়াও যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। আর ফ্রান্স ও কানাডা ‘বস্তুনিষ্ঠ’ পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এ দেশগুলো ছাড়াও বিশ্বের নানা দেশ গাজা গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানাচ্ছে। সর্বশেষ উরুগুয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে। 

এদিকে বিভিন্ন দেশের কূটনীতিকদের পশ্চিম তীর সফরকালে ইসরায়েলের সামরিক বাহিনীর সতর্কতাসূচক গুলির ঘটনায় নিন্দার ঝড় বইছে। বৃহস্পতিবার বিভিন্ন দেশ এ নিন্দা জানায়। 

গাজায় গণহত্যা বন্ধ করতে বিশ্বনেতাদের অবশ্যই ‘কঠোর পদক্ষেপ’ নিতে হবে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েলের কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেছে মানবাধিকার সংস্থাটি। 

ত্রাণ সরবরাহের আহ্বান পোপ চতুর্দশ লিওর 

গাজায় ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। বুধবার তিনি গাজায় ‘হৃদয়বিদারক’ হত্যা বন্ধের আহ্বান জানান। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সর্বসাধারণের সামনে প্রথম উপস্থিতিতে তিনি এসব কথা বলেন। ভ্যাটিকান কর্তৃপক্ষ বলছে, প্রায় ৪০ হাজার দর্শনার্থীর উপস্থিতিতে হাজির হন পোপ চতুর্দশ লিও। এর আগে গত রোববার যুক্তরাষ্ট্র থেকে আসা প্রথম এ পোপের উদ্বোধনী অনুষ্ঠান ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটে। 

 মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি নেতানিয়াহুর

বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ‘সম্ভবত’ গাজায় হামাসের অধরা ডি-ফ্যাক্টো নেতা মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে। বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা কয়েক হাজার হামাস সদস্যকে নির্মূল করেছেন। দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকেও হত্যা করেছেন। 

গত সপ্তাহে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে ব্যাপক হামলা চালিয়ে সিনওয়ারকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে ইসরায়েল। হামলার পর ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত ও ৫০ জনেরও বেশি আহত হন। সিনওয়ার হলেন সাবেক হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই। ইয়াহিয়া গত অক্টোবরে দক্ষিণ গাজায় ইসরায়েলের হামলায় নিহত হন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল র এ অবস থ য় বছর র স নওয

এছাড়াও পড়ুন:

রণবীরের জোড়াতালির ভাইরাল শার্টের দাম কত?

রণবীর কাপুরের পরনে নীল রঙের জিন্স। গায়ে শার্ট, মাথায় ক্যাপ। তার গায়ের শার্ট একদম আলাদা। কারণ তাতে কয়েকটি জোড়াতালি রয়েছে। কিছু অংশ এমনভাবে ছেঁড়া, প্রথম দেখায় মনে হবে— জামাটি ইঁদুরে কেটেছে। এমন পোশাকে একটি বাড়ি থেকে বের হতে দেখা যায় রণবীরকে। হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার সামনে পোজও দেন এই তারকা। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে এমন লুকে ধরা দিয়েছেন ‘অ্যানিমেল’ তারকা রণবীর। মূলত, ভিডিওটি এক মাস আগের। সম্প্রতি পুরোনো সেই ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। চর্চায় মেতেছেন নেটিজেনরা। 

রণবীর কাপুরে শার্টটি নিয়ে রসিকতা করছেন নেটিজেনরা। দেবজ্যোতি লেখেন, “গরীব, মহা গরীব।” রিয়া লেখেন, “ওনারা এমন পোশাক পরলে, সেটা ফ্যাশন। আর আমরা পরতে গেলে লজ্জা পাই।” আশুতোষ লেখেন, “অভিনেতা ধনী-গরীব।” প্রকৃতি লেখেন, “এটি ভিখারি শার্ট, স্টাইলিস্ট না।” এমন অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার কড়া ভাষায় রণবীরের ফ্যাশন সেন্স নিয়েও সমালোচনা করেছেন।

আরো পড়ুন:

কত কোটি টাকার মালিক রণবীর কাপুর?

রামায়ণ: রাম-সীতা হতে কত কোটি টাকা নিলেন রণবীর-সাই পল্লবী?

রণবীরের জোড়াতালির শার্ট নিয়ে হাসি-তামাশা চললেও দাম জানলে অনেকে ভড়কে যেতে পারেন। খোঁজ নিয়ে জানা যায়, শার্টটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড কিথ। দেশটির লস অ্যাঞ্জেলেসে তৈরি হয়েছে এটি। 

এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েব সাইটে বলা হয়েছে, শার্টটি তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। স্প্লিট সাইড সেলাই, ক্যাঙ্গারু পকেট, ভিনটেজ বোতাম ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় শার্টটির দাম ১ লাখ ২৪ হাজার ৩০০ টাকা।

রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি নির্মিত এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার এক পার্টের জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ